মোলাকাত

 প্রিয় লেখক

শুভেচ্ছা নেবেন। আমাদের অনলাইন ম্যাগাজিন ‘‘মোলাকাত’’ molakat.blogspot.com এ আপনার লেখা প্রকাশ করতে ইচ্ছুক। আমাদের কাছে ।।লেখা পাঠানোর নিয়ম।।


।।কবিতা বা ছড়া পাঠানোর নিয়ম।।

কবিতা/ছড়া কমপক্ষে ১০টি করে পাঠাতে হবে। কারণ আমরা গুচ্ছ কবিতা বা ছড়া প্রকাশ করি।

কবিতার সাথে ২টি ক্লোজ-আপ ছবি দেবেন। কারণ আমরা কবিতার প্রচ্ছদ কবির ছবিসহ করে থাকি।

আমরা একবারই গুচ্ছ কবিতা বা ছড়া প্রকাশ করে থাকি।


।।অন্যান্য লেখা পাঠানোর নিয়ম।।

মনন : প্রবন্ধ, নিবন্ধ, কলাম

সৃজন : গল্প, নাটক

কথামালা : রম্য, স্মৃতিকথা, গ্রন্থ আলোচনা, চিঠি, অনুবাদ, চিঠি

সংস্কৃতি : চলচ্চিত্র, সংগীত, মঞ্চনাটক, টেলিভিশন, শিল্পকলা

গণমাধ্যম : সংবাদপত্র, সাংবাদিকতা, সাংবাদিক

সংবাদ : সাহিত্য সংবাদ, সাংস্কৃতিক সংবাদ

... ... ... উপরের সবগুলো বিষয়ে যতো ইচ্ছে পাঠাতে পারেন।


উপন্যাস : আমরা পর্ব করে ধারাবাহিক প্রকাশ করব।

ভ্রমণ : আমরা পর্ব করে ধারাবাহিক প্রকাশ করব।

জীবনী : আমরা পর্ব করে ধারাবাহিক প্রকাশ করব।

পাণ্ডুলিপি : প্রকাশিত কবিতা, ছড়ার বই পাণ্ডুলিপি হিশেবে প্রকাশ করি। প্রকাশিত বইয়ের প্রচ্ছদ দিতে হবে।


সকল লেখার সাথে ২টি ক্লোজ-আপ ছবি দেবেন। কারণ আমরা লেখার সাথে লেখকের ছবি দিয়ে থাকি এবং আপনার

মোবাইল নাম্বার,

ই-মেইল নাম্বার এবং

ফেসবুক আইডি দেবেন কারণ আমাদের ম্যাগাজিনে আপনার ফেসবুক আইডির লিঙ্ক দেয়া থাকবে। প্রয়োজনের নিজের ওয়েব সাইট থাকলে তার লিঙ্কও দেবেন এবং

লেখক নিজের সম্পর্কে স্ব-বিস্তারে লিখবেন। কারণ আমাদের ম্যাগাজিনে লেখকের একটি প্রফাইল তৈরি হচ্ছে। লেখার সাথে লেখক সম্পর্কেও পাঠক জানতে পারবে।


।। লেখা পাঠানোর ঠিকানা ।।

molakatmagazine@gmail.com

লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন

Molakat মোলাকাত


বি.দ্র : আপনিও এই লেখার আমন্ত্রণ অন্য লেখকদের ফরোয়াড করতে পারেন। যাতে করে তারাও জানতে পারলে আমাদের কাছে লেখা পাঠানোর আমন্ত্রণ ও লেখা পাঠানোর নিয়ম।


শুভেচ্ছান্তে-

আফসার নিজাম

সম্পাদক

+8801819515141



প্রিয় লেখক

শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রিয় অনলাইন ম্যাগাজিন ‘মোলাকাত’ আরো দৃষ্টি নন্দন ডিজাইন, সুন্দর ফিচার, সহজ আপলোড এর কাজ চলছে। ‘মোলাকাত’কে আরো সমৃদ্ধ করার লক্ষে লেখার সাথে লেখকের নাম, ছবি ও সংক্ষিপ্ত পরিচয় প্রকাশ করবে। এজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য-

যা দিতে হবে-

নাম (বাংলায়) :

নাম (ইংরেজি) :

শিক্ষাগত বিবরণ :

জন্ম তারিখ :

জন্মস্থান :

বর্তমান ঠিকানা :

বৈবাহিক অবস্থান :

পেশা :

রক্তের গ্রুপ

সৃজন ক্রিয়া :

প্রকাশিত গ্রন্থ :

পুরস্কার :

মোবাইল :

ই-মেইল :

ফেসবুক :

ওয়েব :


* যদি আরো কোনো তথ্য থাকে তবে যোগ করে দেবেন।


।। তথ্য প্রেরণের ঠিকানা ।।

molakatmagazine@gmail.com

ইনবক্সেও দিতে পারেন।


প্রয়োজনে-

আফসার নিজাম, সম্পাদক

+8801819515141

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.