রেদওয়ানুল হক’র ছড়া

 

ক্রিকেট

একটা টিকেট ফ্রি কেটে
গেলাম ঢুকে ছক্কা-চারের
মজার খেলা ক্রিকেটে।
খেলছে খেলা বাংলামায়ের
              বীর ছেলে
করছে দুয়া মা-জননী
              নীর ফেলে।
সাবাস সাবাস সরব ওঠে
               মাঠ জুড়ে
ক্রিকেট এখন আমার বইয়ের
               পাঠ জুড়ে।।
……………………………………………

চারানা-আটানা

চারানা
পেলে তখন নিতো বলো
কারা না?
আটানা
দেখে এখন দেয় সকলে
গা টানা।।
……………………………………………

ভাড়া নিয়ে

ভাড়া নিয়ে ভাঁড়ামিটা
প্রতিদিন চলছে
কেউ থাকে চুপ করে
কেউ কিছু বলছে।
কেউ খুব রেগেমেগে
দপ্ করে জ্বলছে
কারো মন অসহায়
পুড়ে পুড়ে গলছে!
অবিচার অনাচার
সবখানে ফলছে
ক্ষমতার হাতি আজ
মানবতা দলছে।।
……………………………………………

আলামত

এটা কিসের আলামত?
আগের মতো কারো কাছে
পাই না এখন ভালা মত।
এটা কিসের আলামত?
দিনদুপুরে লুঙ্গি খুলে
যাচ্ছে হেঁটে সালামত।
এটা কিসের আলামত?
যেদিক তাকাই সেদিক দেখি
লটকে আছে কালা খত্।
এটা কিসের আলামত?
সভ্যতা খায় মারই কেবল
অসভ্যদের ঢালা মত।।
……………………………………………

ভাষা

ভাষা হলো ভালোবাসা
ভাবের প্রধান বাহন
ভাষা হলো তোমার আমার 
মিষ্টি চোখে চাহন।
ভাষা হলো আশার গাঙে
দাপুর দুপুর গাহন
ভাষা হলো মাছের মতো
সাঁতার দিতে থাহন।
ভাষা হলো রৌদ্র ঝরা
পলাশ শিমুল কাহন
ভাষা হলো হঠাৎ গুলি
ভাই হারানো দাহন।
ভাষা হলো আজও বলি
স্বৈরাচারী না হন
ভাষা হলো ভাঙতে হবে
বাধার যতো পাহন।।
……………………………………………

মানবতা

মানবতা কোথায় এখন
কোন পাহাড়ে লুকায়
কোন আঁধারে ঘাপটি মেরে
গাঞ্জা-বিড়ি ফুঁকায় ?
কোনখানে সে জাবর কাটে
কোন মাঠে খায় ঘাস
কোন জলে সে সাঁতার কাটে
কোন গাছে দেয় ফাঁস ?
কোথায় তাহার বিবেক এবং
কোথায় তাহার চোখ
আস্ত মানুষ খাচ্ছে গিলে
হিংস্র পশুর নোখ।
বৃক্ষ পোড়ে পাখি পোড়ে
পোড়ে নারী-নর
মানবতা কোথায় এখন
ভস্ম বাড়ি-ঘর ।।
……………………………………………

ঘাম

কারো ঘামে চোখ-মুখ
কারো ঘামে নাক
কারো ঘামে প্রতিদিন
টেনশনে টাক।
কারো ঘামে গাল আর
কারো ঘামে ঠোঁট
কারো ঘামে মন-দিল
পায় যদি চোট।
কারো ঘামে পাও আর
কারো ঘামে হাত
ঘেমে ঘেমে একাকার
কেউ সারা রাত।।
……………………………………………

চাটুকার

চাটুকার
উঠতে বসতে দেখবে বাঁকা
হাঁটু যার।।
……………………………………………

শয়তানে 

শয়তানে পায় যারে
কুঁড়ে কুঁড়ে খায় তারে
যতো আছে মন্দ
আর দ্বিধা-দ্বন্দ্ব
তার মাঝে চিরকাল
মিশে দিতে চায় তারে।
শয়তানে পায় যারে
মারে ডানে বাঁয় তারে।।
……………………………………………

উড়াল

উড়াল দিলাম গাছের উপর
উড়াল দিলাম পাতায়
উড়াল দিলাম কবির সাথে
কাব্য লেখার খাতায়।
উড়াল দিলাম সাগরপাড়ে
উড়াল দিলাম ঢেউয়ে
উড়াল দিলাম একলা-একা
দেখলোনা তো কেউ-এ।
উড়াল দিলাম পাখির সাথে
মেঘের সাথে শূন্যে
উড়াল কেনো দিলাম না হায়
সত্য-ন্যায়ের পুণ্যে।।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.