নাসিমা হক মুক্তা’র কবিতা
মহলোর্ক
মাঠ-ঘাট ভেলায় ছড়ানো বন্যজল
লুকিয়ে খুঁজে
নতুন রবি’র উদয়।
বেঁচে গেল- রোগ ব্যাধি থেকে নলের শির
এখন ঘুমাও মানব, নায়াগ্রার নিচে।
হজম করে -বক্ষ থেকে পাহাড়ের চূড়া
এরপর চক্ষুর অস্হিতে
তারাসপ্তকেশ গুনতে গুনতে
ঢলে পড়ে- মহলোর্ক।।
বান ভেঙ্গে তা থৈ তা থৈ
পুলকে ওঠে জগত
অন্ধ সড়কপথে বাতির আলো
পানি স্রোতে পাক খেলে ধারালো।।
শিরায় শিরায় সোনালি হরকরা
বহুভাবে আল-বাল খেয়ে
সুঁড়িপথে ঘুমায় - মশকারা।।
……………………………………………
মৃত বুকে এক উজ্জীবিত আলোর স্পর্শ
শিশু ত্বকের মত
মধুময় আভা শিলা ছুঁয়ে
আঁধার অবতীর্ণ হয়ে স্নানপাত্রে শতাব্দীর শিল্প
কচি ভোরে জেগে জেগে ওঠে রঙ্গমন্ঞে
রাঙিয়ে দেয় তস্কর চুমো...
গভীর আগ্রহে - জন্মায় আবেগ
দারুণ মহতী উৎসবে
সিক্ত হয় শুভ্র সুখ
ঐ সুখের খুপরিতে ঘুমায়
প্রেমময় ভালবাসা।।
……………………………………………
জীবন পথে শুধুই হাঁটি
কোথায়, কোন্ অচিন কূলে
তুমি ও আমি রটি।।
কপাট খোলার আনন্দে
হাওয়ায় ভাঙে তাল ও তরী
ভাঙে সব ভরাট দ্বদ্ধে।।
……………………………………………
কুটিরের ফাঁকফোকরে
গলা টানে
এ তো এক লোভ
কাছে যাওয়ার,
অন্নাপূর্ণার বুকের দিঘি
সবার প্রিয়মুখ...
ভাগ্যরেখা
শূণ্যে উড়ে
হারিয়ে গেছে - ফুটো হয়ে।।
মাটিতে পড়ে
গড়ায় ধড়ফড়িং
ভাগ্যরে তুই এখন মন্ডুকজ্বালা।।
……………………………………………
ধুমধাড়াক্কা বুলি
জীবন সমাচারে ফাল মুখে
বমির কুলি।।
সময়ে সময়ে একতাল
সারাদিন শিকার একসঙ্গে
ভোর হতেই বেতাল।।
……………………………………………
ধাবিত হলো পর্বত
পরম ক্ষুধার্তে দীর্ঘশ্বাস ছাড়ে
উতলে ওঠে বহমান সৈকত...!
ঢেউে ঢেউে ঝড় তুলে সর্ব অঙ্গে।।
……………………………………………
গড়ায় অবিরল
নিয়মই এমন
বিধির পথ
সোজা সরল।।
আচমকা ছুঁয়ে দিয়ে
ছিঁড়ে ফেলে ফল
সেই থেকে মাটি আর মানুষ
জন্মান্তরের এক সমতল।।
……………………………………………
প্রভুর দয়ায় শান্ত ঋতু সন্তপর্ণে
জেগে ওঠে জন্মদাগ
বৃক্ষতলে পড়ে থাকে ঝলসানো বাগান
লালসার শিকারে তত্ত্বের তালাশ
গর্জে ওঠে রক্তের দাগ।।
বুঝে না তত্ত্বের কত দাম।।
……………………………………………
আলো হলো-
ঘটায় যত কালো
বায়ু, অগ্নি ও জল
কালো করো যত পৃথিবীর আলো।।
একবিন্দু মেঘেতে দিগন্ত কাল।।
……………………………………………
বান ভেঙ্গে তা থৈ তা থৈ
পুলকে ওঠে জগত
অন্ধ সড়কপথে বাতির আলো
পানি স্রোতে পাক খেলে ধারালো।।
শিরায় শিরায় সোনালি হরকরা
বহুভাবে আল-বাল খেয়ে
সুঁড়িপথে ঘুমায় - মশকারা।।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments