মহিউদ্দিন বিন্ জুবায়েদ'র কবিতা
অভাব
অভাবী এ জীবন।
টিনের চালা তুললো,
কিন্তু
আমার এ জীবন
নিশ্চল স্থবিরই রইলো।
জীবন যাত্রা
পাল্টাতে পারিনি কিছুই তার,
অভাব মোরে গ্রাস করেছে
ছন্নছাড়া এ সংসার।
জীবন প্রবাহ
যাবো কোথা খুঁজে নাহি পাই,
এ সুখের পৃথিবীতে
সুখ যে আমার নাই।
শহর গ্রামাঞ্চলে,
সবার জীবনে এলো বদল
আমার নাহি এলে।
জীবন কষ্টের
অভাব মোর সাথী,
পদ্য লিখি গদ্য লিখি
কাটাই দিবস রাতি।।
……………………………………………
প্রাচীর দিয়ে ঘেরা,
দেয় যে মনে নাড়া।
দুঃখটাকে সঞ্চি করেই
কাব্য আমার লেখা,
নিত্য বেঁচে থাকা।
যাকেই বেসেছি ভালো
জীবন চলার পথে,
অশ্রু আঁখি পাতে।
ফুল নদী যা-ই বলো
দেখায় উদার তারা,
জীবন কষ্টে ঘেরা।
নীলাকাশ আর সবুজ জমিন
আমার মরন সাথী,
যখন দুখের রাতি।
চাঁদের আলোয় সান্তনা পাই
নরম ঘাসের ছোঁয়া,
চেয়ে... না পাওয়া।।
……………………………………………
ভাস্কর হয়ে যা দেদীপ্যমান
হৃদয় মোহনায়।
পড়ার ঘরে মার
বার বার আনাগোনা।
মুড়ি খাবি গেন্দা? এনে দেবো?
ফুসরত করে বলে দিতাম
খাবো-- দিয়ে যান।
কবিতা লেখায় ব্যস্ত থাকতাম,
খারাপ লাগতো।
কারণ,
খিদে লাগেনি।পেরেশান হবেন না
মা নিঃশব্দে বের হয়ে যেতেন।
নিজেকে অপরাধী মনে হতো
মা কি মনে কষ্ট পেলো?
মা ওসব ভুলে গিয়ে
প্রতিদিন প্রাত: ভোজ মুড়ি নাস্তার জন্য
ডেকেই যেতেন।।
……………………………………………
……………………………………………
……………………………………………
আশায় আশায় দিন চলেছে
মনের তাগাদায় বুঝি
এইতো গন্তব্য…
ছুঁই ছুঁই করেও সামান্যের জন্য
যেন হয় না ছোঁয়া।
কতটি যে পার করে এসেছি
তার হিসাব কষতে কষ্ট লাগে।
মনে হয় কষ্টেই মিলবে, কিন্তু
জীবন থেকে খসে গেছে ক'টি পর্ব
তার হিসেব তো লিখে রাখিনি।
যাবার সময় হয়েছে,
প্রস্তুত হও, যেতে হবে পরপাড়ে।।
……………………………………………
হিম আর কুঁয়াশার শুভ্র চাদর পড়ে,
অকাতরে পড়ে ঝরে ঝরে।
যতদূর চোখ যায় জানি,
শিশিরে ঘাসের ডগা রূপোর খনি।
দক্ষিণা বাতাস দম যায়,
প্রভাতী সূর্যের আশায়।
সূর্য দেয় না উঁকি,
কালো হয়ে যায় থাকি থাকি।
বড় কষ্টে কাটে হাড় কাঁপানো শীতে,
খবর রাখে কে তাতে।।
……………………………………………
জগৎ ও সংসার,
নিঃস্ব হাহাকার।
পায় না কেহ কুল,
করবে উসূল।
না হয় প্রসার,
করে সে রোজগার।
ভাগ্য পোয়াবারো,
চিন্তা করে না কারো।
পায়নি অন্ন দানা,
গরীব-দুঃখীর খানা।
সুখের ঠিকানা,
এ যে বুঝে না।
……………………………………………
সুখে- দুখে সাথী,
অশ্রু ঝরায় আঁখি।
ব্যথা অনুভব,
খানিক নিরব।
কেমনে কাটবে দিন,
সবই তো মলিন।
ব্যথায় ফাটে বুক,
চির চেনা মুখ।
হঠাৎ করে দূরে,
নয়ন দু'খানি ভরে।
আর হবেনা দেখা,
এমনি বেঁচে থাকা।
দুঃখ চাপা দেই,
হাপিয়ে উঠি যেই।
……………………………………………
জেগে উঠুক নিদ্রিত সব মুসলমান,
তোমার ছেড়া নোঙরে পাল তোল
সাত সাগরে উঠছে বান।
তোমার বিদ্রোহী বাণী শোনাও
নিস্তব্ধ রক্তে উঠুক তেজ,
কুফুরী মন্ত্রে দিচ্ছে সেচ।
মোনাজাত শিখাও
আত্মভোলা সব মুসলিম আজ,
হাত পাতে নাই যে লাজ।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments