নীলোৎপল জানা’র কবিতা
নদী ও নারী
তাই নারী যতই
নিজেকে গোপন করুক না কেন
সমস্ত শরীর তার
খোলা; সে যে সর্বংসহা মা।
মেয়ে মানুষ ভেবে চেটে নিতে চায়
তাদের জিভ খসে
যাক ধূসর পাতার মতো
গাভীর মতো
ভালোবাসা বুকে নিয়ে
যে রাত দিন
আগলে রাখে ছোট-বড় প্রাণ
তাকেই লজ্জিত
হতে হয় সন্তানের কাছে
এ আমার এ
তোমার পাপ ।
আশ্রয়ের জন্য যে কবি খুঁজেছিল বনলতাকে
সে নারী
আজ দ্রৌপদী, লাঞ্ছিতা
সভ্যতায়
নেমে আসবে দুর্যোগ, ঝড়
মতো সাদা চাঁদ বিবর্ণ হচ্ছে আজ।
দেশ ?
কে বলবে
অন্যায় ?
বিদ্যান
কি পাবেনা মান ?
নদী ও
নারী সবকিছু ভুলে যায়
অবনী শুধু
ডেক যায় জলের মতো ঘুরে ঘুরে ।
..................................................
পড়ল সে।
প্রশংসার ফুল ঝুরি হত যার মুখে
ভালো মানুষ সেজে সে থাকে সিংহাসনে
আসলে এসবই তার ভালো মানুষী সাজা।
কিন্তু আসলে মানুষ নয়;মানুষরূপী শয়তান।
ইতর কখনো মানুষ নয়
যতটুকু ভুল হয়েছ আমার
এভাবে আঘাত না পেলে
নিজের ভুল ধরা পড়ত না-
বেশি ভুল কারার আগে সামলে নিয়েছি আমি।
ছিলে বলেই ।
..................................................
কেহ নাহি দিবে অধিকার
হে বিধাতা...’
কেউই অধিকার দিতে চায় না,ছিনিয়ে নিতে হয়
বলা যতটা সহজ করা ততটাই কঠিন
যারা বাস্তব বোঝে, সমাজ বোঝে
তারা জানে কতটা কঠিন এ কাজ।
হে নারী তুমি কন্যা, জায়া, জননী
যে হাতে গড়েছো সন্তানকে
খাইয়েছ বুকের দুধ
সে কেনো দেবে না সুযোগ ?
সে কেনো গড়েছে প্রাচীর নারী ও পুরুষে
শুধু ভালোবাসা নয় শক্ত হও মনে ও প্রাণে
জ্বলে ওঠ, বলে ওঠ, গর্জে ওঠ
বল আমরা নারী নয়, মানুষ
আমরা মানুষ।
..................................................
কী করে সইল
তার সারা জীবন ধরে
বুঝতে পারিনি
আমি ।
বুঝিয়েছে সে আমায়
ধারণ করাতে
পারেনি
যে
অবিশ্বাসের কাজ করেছে সে
কী করে
বিশ্বাস করি বারবার।
দেখে বিশ্বাসের বিন্দু একটুও বদলায়নি আমার।
নীলা যতই
দামি হোক আমার বিশ্বাস নেই তাতে
কারণ সে যে
বিশ্বাসঘাতক।
..................................................
পাপিয়াকে দেখেই সেদিন খুব
ভালো লেগেছিল আমার
যা অচিরেই ভালোবাসায় পরিণত
হয়েছিল।
হঠাৎ চোখে পড়লো পাপিয়া
মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে
হাতে ছিল পূজার প্রসাদ--
রাস্তার গাড়ির দিকে আনমনে
তাকিয়ে ছিলো সে
বাক্সী বাস আসতেই উঠে
পড়লো
আমিও উঠে পড়লাম-
অনেক দূর...
সে নামলো তালপুকুর পেরিয়ে;
আমিও...
এভাবেই কতগুলো দিন
এলোমেলো—
পাপিয়া কবে যে অজান্তে
আমার হয়েছিলে জানি না-
আপনি থেকে তুমি হলাম
কবে ; সেও মনে নেই ।
আজ এত সহজে অনেক দূরে,
অভাব বুঝতে দিই’নি কখনো
ভালোবেসে-
হয়তো ভুলেছে সে আমার মুখ;
তবু আমি তাঁর জন্য
অপেক্ষায়
“নয়ন সম্মুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়ছ যে
ঠাঁই ।’’
..................................................
তুমি অন্যমনস্ক হয়ে চলে গেছ।
যখন যা কিছু ভেবেছি
সব যেন বেঁকে গেছে তোমার দিকে
সকাল থেকে রাত্রি সমস্ত কথা তোমকে ঘিরে ।
কত কিছু ভেবেছি তোমাকে ঘিরে
আমার যা আছে তুমি তা নেবে
তোমার যা আছে আমি তা নেবো;এই ছিল আশা
এমন করে যে মুখ ফিরাবে ভাবতে পারিনি
কী এমন অপরাধ ছিল বুঝতে পারিনি !
গভীর সমুদ্রে দেখা কোনো সবুজ দ্বীপ
তোমার রেগে ওঠা লাল মুখ যেন
অস্তমিত সূর্যের রক্তিম আকাশ...
এ মুখে কখনো রাগ মানায় না
আমার মনে হয় এ কোনো রাগ নয়, অভিমান
গভীর ভালোবাসা।
আমি এখনো একই ভাবে আছি তোমার প্রতিক্ষায়
একদিন বসন্ত নিশ্চয় আসবে
বসন্ত আসবে।
..................................................
সামনের প্রতিটি বিষয় আজ বিরক্তকর মনে
হচ্ছে
আশা আর দুঃস্বপ্ন বিপ্রতিপ, মাঝে মধ্যে
বুঝতে ভুল হয় বলে
অনেক দুঃখ অপেক্ষা করে থাকে ।
প্রতিবাদের ভাষা নেই, শুধু ছলছল চোখে কিছু
বলা
আর কতটা বড় হলে হাত পাবে গিরি চূড়ায় ?
নাকি রাজনীতি ছোবল দেবে
বিষাক্ত ছোবলে আজ বড় ক্লান্ত
আজ বড় একা লাগছে আমার
বড় একা ।
..................................................
তবুও যেটুকু বুঝেছি তাও এজীবনে কম নয়
মথার ভিতর সব এলোমেলো হয়ে যায় বুঝে ওঠার আগেই।
এ নক্ষত্রগুলোর একদিন শক্তিশালী আলোছিল
ভাষাও ছিল; মুখ ছিল, চোখ ছিল...
তবুও থাকতে পারেনি অক্ষত, অমর
একদিন পড়তেই হল খাদে, মৃত্যুর মুখে
আজ মহা মূল্যবান, পৃথিবীর কাছে
কারণ তারাযে মহামানব, নক্ষত্র
..................................................
আকাশও মেঘলা হয়ে আছে
চোখ আটকে যাচ্ছে কুয়াশায়
যেন ঘসা কাঁচ দিয়ে দেখা কোনো চিত্র।
মাঙ্গলিক কিছু মনে হয়, কিন্তু
হৃদয়ের ঘরগুলো যন্ত্রণায় পূর্ণ; কারণ
চলে যেতে হবে বাসস্থান ছেড়ে, আর মাত্র কটাদিন
মনে পড়ে ছোট বেলার কথা ।
পদ্মার পার থকে ভেসে আসতো
আজানের ধ্বনি আর কাঁসরের শব্দ...
কাঁটাতার পেরিয়ে চলে এসেছিলেন
সঙ্গে একটি তুলসী গাছ
এটাই ছিল শেষ সম্বল আমাদের।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments