রোজ হাসরে আল্লাহ আমার || Roj Hashore Allah Amar || কাজী নজরুল ইসলাম || সালাহউদ্দিন আহমেদ
রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
কণ্ঠ : সালাহউদ্দিন আহমেদ
পরিচালনা : শেখ আবুল কাসেম মিঠুন
পরিচালনা সহকারী : মাসুদ রানা
ক্যামেরা কারিগরী : আবুল হাসান, শিহাবুল ইসলাম
ভিডিও সম্পাদনা : মাহবুবুল আলম
ব্যবস্থাপনা : আফসার নিজাম
অর্থ ব্যবস্থাপনা ওয়াছিকুল আজাদ সরকার
সার্বিক সহযোগিতা : মালিক আবদুল লতিফ
সার্বিক ব্যবস্থাপনা : হাসান মুর্তাজা
অডিও : শিল্পীসম্রারাট আব্বস উদ্দিন আহমদ রেকর্ডিং স্টুডিও
প্রযোজনা : বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্র
রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার
কাজী নজরুল ইসলাম
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার,
রোজ হাসরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ
করনা বিচার।
বিচার চাহেনা তব
দয়া চাহে এ গুনাহগার
আল্লাহ করনা বিচার
আল্লাহ করনা বিচার।
রোজ হাসরে আল্লাহ আমার
কর না বিচার আল্লাহ
কর না বিচার।
আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে
আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে।
আশা নাইযে যাবো তরে
বিচারে তোমার।
বিচার যদি করবে
কেন রহমান না নিলে
ওই নামের গুনে
তরে যাবো কেন এ জ্ঞান দিলে
দিন ভিক্ষারি হয়ে আমি
ভিক্ষা যখন চাইবো শামিল।
শূন্য হাতে ফিরিয়ে দিতে
পারবে না ক আর আল্লাহ
আল্লাহ কর না বিচার।
বিচার চাহে না তব
দয়া চাহে এ গুনাহগার
আল্লাহ করনা বিচার।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments