স্বপন শর্মা’র ছড়া
বর্ষার ছড়া
বৃষ্টি পড়ে টুপ-
বসে আছি চুপ।
ইলশে কচুর লতা,
একটু বলো কথা'।
ঝড়ে ঝমা ঝম্
ইচ্ছে করে এমন দিনে
খেতে আলুর দম।
একটু ভিজে আসি,
আসুক সর্দিকাশি।
……………………………………………
ভরল ডোবা ভরল পুকুর
নদে এল বান
উঠতে পায়নি ভেলায় খুকি
করছে অভিমান।
কুমির না কি ছুটে চলে!
ভেলায় চড়তে চায়।
……………………………………………
শহর থেকে অনেক দূরে
আমার ছোট গাঁ,
কানি-বগির ছা।
অলি আসে কদম বনে
মাতে কেয়ার গন্ধে-
সকাল হতে সন্ধ্যে।
উঠব আমি পানসি নায়ে
বৈঠা নিয়ে একা-
ডাহুক পাখির দেখা।
হঠাৎ করে দমকা বাতাস
টাপুর টুপুর বৃষ্টি-
হাজার ভাবনা সৃষ্টি।
……………………………………………
কোলা ব্যাঙ ডোবার জলে
গেছো ব্যাঙ গাছের ডালে
গাইছে সবাই একই তালে
গানের তালে নাচে না কি! চার পায়ে দাপায়।
আসল তারা পাখনা মেলে
ব্যাঙের মূর্তি দেখল চেয়ে
ধরতে আসে ক্যামনে ধেয়ে
জীবন ভয়ে ছুটল তারা করতে পেরে আঁচ।
……………………………………………
বৃষ্টি ভেজা অলস দুপুর
বর্ষা মানে বৃষ্টি-
অদ্ভুতুড়ে সৃষ্টি।
হঠাৎ করেই দমকা বাতাস
মেঘের চোখে পানি,
দূরন্ত অভিমানী।
বগল দাবা জুতোর পাটি
আঙ্গুল টিপে চলা,
গল্প গুজব বলা।
বর্ষার আকাশ নিকশ কালো
মেঘের চাদর মুড়ে-
জোসনা অনেক দূরে।
নকশি কাঁথায় সুঁইয়ের আঁচর
দিনতো কাটে বেশ,
মেঘের সমাবেশ।
……………………………………………
……………………………………………
খেলছে খেলা
আষাঢ় মাসের জলে,
যায় যে বেলা
মেঘের আড়াল হলে।
খলসে পুটি
ছুটল বাড়ির পানে,
এমন বুঝিই মানে।
খেলেই চলে
হয়না খোকার খেলা,
যায় যে বেলা
তবুও ভাসায় ভেলা।
……………………………………………
ঝোপে ঝাড়ে উঠোন দোরে ভরে আছে জলে,
সকাল হতেই বৃষ্টির ফোঁটা পড়ছে যে টুপ টাপ,
……………………………………………
সুখেই রবে এইতো আশা
চড়ুই পাখির মনে,
তাল গাছের ঐ বনে।
হঠাৎ করেই উঠল বাতাস
যায়না কিছুই দেখা,
ফিরল তখন খোকার প্রাণ
ছুটল তালের তলে,
চিৎকার করে বলে।
……………………………………………
বৃষ্টি পড়ে চালে,
নিত্য নতুন তালে।
কেয়া কদম ফুলে,
শান্ত নদীর কুলে।
বৃষ্টি পড়ে জলে,
মেঠো পথে চলে।
বৃষ্টি পড়ে রাতে-
খুশিতে আজ মাতে।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Facebook: facebook.com/samoiki
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments