রুবাইয়াত-ই-রুনা লায়লা : ১১-২০

 
১১.
কাজের মাঝে সকাল সাঁঝে জানায় সুপ্রভাত!
 ভালোয় ভালোয় দিনশুরুটা প্রচলিত প্রবাদ
প্রিয় জনে শুভেচ্ছাটা দেয় যে প্রতিদিনই
এমন ভাবে চিরদিনই আসুক আর্শীবাদ।
 
১২.
বৃষ্টির জলে গা ভাসাই না ভাসাই সখের তরী
বৃষ্টি ভেজা কদম ফুলের ঘ্রাণে প্রাণ যে ভরি
বৃষ্টি আমার দুঃখের সাথী বৃষ্টি আমারই সুখ
বৃষ্টি আমায় কাঁদতে শেখায় তাতেই সুখটা গড়ি।
 
১৩.
কাছের মানুষ কাছে টানে ঠেলেও বহুদূরে
কাঁদতে দেখে হাসেও আবার ডাকে করুণ সুরে
বন্ধু যিনি শত্রু তিনি বুঝি না তার ভান
বুকের মাঝে পুলক জাগায় রাখেও আবার মুড়ে।
 
১৪.
উপকারী কুকুর ভালো মানুষ যখন তা নয়
হৃদয় মাঝে থেকেও যখন দূরে দূরে রয়
বন্ধু সেজে কাছে এসে তুলে করাল ঢেউ
অভিনয়টা বুঝেও তখন আপন মানতে হয়।
 
১৫.
বর্ষা বাদল মনের কোণে থাকে বছর ধরে
কেউ রাখে না তাহার খবর অথৈ বৃষ্টি ঝরে
মেঘ জমেছে হৃদয় কোণেও ভারাক্রান্ত মন
দুঃখগুলো রবেই জমা! বন্ধু তোমার তরে।
 
১৬.
ভাবছি সখি তোমায় নিয়ে দূরাকাশে যাবো
রঙ্গন গোলাপ ফুলে ফুলে তোমায় সাজাবো,
ঝুম বৃষ্টিতে ভিজবো দু'জন মধুর আলাপনে
বিহগ হয়ে শোনাবো গান পুলকে হারাবো।
 
১৭.
ক্ষুধার জ্বালায় ছটফট করে গলির বানু খালা
মনটা তখন হাহাকারে হৃদে ধরে জ্বালা
ক্ষুধার মুক্তি কষ্টের দহন তীব্রতর হলে
লাথি মেরে ভাঙবেই তখন মনুষ্যত্বের তালা।
 
১৮.
আঁতুড় ঘরে বাঁতুর দিলে জ্বলবে নীতির আলো
আগলা পশু পাগলা হবেই চারিদিকে কালো
কুঁড়িযুক্ত ডাল ছেঁটো না আশার প্রদীপ জ্বলুক
যতন পেলে আগাছাতেও ফুটিবে ফুল ভালো।
 
১৯.
ভালোবাসা জটিল অংক মিলানো কঠিন
সহসা সে দেয় না ধরা, যায় দিনের পর দিন
কখনো বা কড়া নেড়ে দেয় যে সূর্যের হাসি
এমনতরো ভালোবাসা বাঁচুক অমলিন।
 
২০.
ভাবছো বসে জিতে গেছো পরের ক্ষতি করে
সুক্ষ্ণচালে মেদ হীন প্রাণে দুঃখ দিলে ভরে
আসল কথা প্রভু কভু যায় না ঘুমে
পড়বে ধরা বিধির খেলায় আগে-পরে।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.