আনোয়ারুল করিমের “রবীন্দ্রনাথের দিনরাত্রি ও ছিন্নপত্রাবলী” : বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের বর্ণনা ।। মোহাম্মদ জসিম উদ্দিন
বাঙালির প্রাণের মেলা একুশে বই মেলার বিদায় সুর করুণরস হয়ে বই প্রেমিদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করছে। এমন সময়ে মেলার শেষদিকে বিশিষ্ট ফোকলোর ও লালন গবেষক অধ্যাপক ডক্টর আনোয়ারুল করিমের রবীন্দ্রনাথের দিনরাত্রি ও ছিন্নপত্রাবলী এবং শিক্ষাবিদ ও অসম্প্রদায়িক দু’বাংলার ইতিহাস-সংস্কৃতি-ঐতিহ্যকে সংরক্ষণের একুশ শতকীয় সংগ্রামী সৈনিক অধ্যাপক আবু ইউসুফ মোঃ আবদুল্লার ভারত ও বাংলা ভাগ: এক বিয়োগান্তক অধ্যায় বই দু’টি জ্ঞান পিপাসুদের আশার সঞ্চার করেছে।
রবীন্দ্রনাথ ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। শিলাইদাহ, শাহজাদপুর ও পতিসরে রবীন্দ্রনাথের জমিদারি এ অঞ্চলের মানুষের অন্তরের প্রতিচ্ছবি ধারণের এক অনন্য মাধ্যম। রবীন্দ্রনাথ বিশ্বদরবারে ঠাঁই করেছেন বাংলার অপরূপ বর্ণনা করে। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি গীতাঞ্জলি বাংলাদেশেই রচিত হয়েছে, যা আনোয়ারুল করিম তাঁর পূর্ববর্তী রচনা রবীন্দ্রনাথের বাংলাদেশ শীর্ষক বইয়ের সুন্দরভাবে তুলে ধরেছেন।
এ গ্রন্থে লেখক তুলে ধরেছেন ঐ সমস্ত পত্রাবলী (২৫২টি পত্র) যেগুলো এ বাংলা থেকে দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ও ভাইঝি ইন্দিরাকে লিখেছিলেন। ডক্টর করিম চিঠিগুলো কেন বিশ্বসাহিত্যে পত্রসাহিত্যের দিকনিদর্শন হিসেবে স্থান করেছে তা তুলে ধরে বলেন, “অদ্যাবদি পত্রসাহিত্যের এই নতুন ধারায় রবীন্দ্রনাথ গোটা বিশ্বেই বোধকরি অপ্রতিদ্বন্দ্বী।” এ পত্রগুলোর মধ্যে শিলাইদাহ থেকে ৯৩টি, শাহজাদপুর থেকে ৪৪টি, পতিসর থেকে ২৩টি এবং বাকীগুলো ঐ জমিদারি অঞ্চলগুলোকে কেন্দ্র করে যেসব জায়গায় গিয়েছেন সেখান থেকে লিখেছেন। লেখক পত্রগুলোকে স্থান, কাল ও বিষয়বস্তুর তাৎপর্য অনুসারে সাজিয়েছেন যাতে পাঠক রবীন্দ্রনাথের অর্ন্তদৃষ্টির প্রতিচ্ছবি উপলব্দি করতে পারে।
বাংলাদেশদেশের প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক অবস্থা, শিক্ষাব্যবস্থা, হিন্দু-মুসলিম সর্ম্পক ও সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষা বুঝতে হলে রবীন্দ্রনাথের ছিন্নপত্রবলী পড়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “বাংলাদেশ রবীন্দ্রনাথকে এক অনন্য দার্শনিকও বানিয়েছে।” “খরা মৌসুমে রবীন্দ্রনাথ শিলাইদাহ থেকে মেঠোপথে পাল্কীতে গড়াই নদীর ধার পর্যন্ত এসে নৌকায় চড়ে অপর পাড়ে কুষ্টিয়া শহরে ‘টেগোর এন্ড কোং’র বােিড়তে যেতেন। আর আসা যাবার সময় ক্ষণে ক্ষণে সাধারণ মানুষের সাথে মিশে মানবিক রবীন্দ্রনাথ একাকার হয়ে যেতেন।”
পরিশেষে একথা বলা যায় বইটি লেখকের পল্লী উন্নয়নে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সমবায় ভাবনা, রবীন্দ্রনাথের বাংলাদেশ, শিলাইদাহে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ও বাংলার বাউল গ্রন্থের ধারাবাহিক প্রকাশনা। নি:সন্দেহে বলা যায় বইটি পত্রসাহিত্য ও রবীন্দ্রনাথ সর্ম্পকে নতুন ভাবনার উদয় ঘটাবে।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৯
প্রচ্ছদ : জর্জ হায়দার
মূল্য : পাঁচশত টাকা
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#গ্রন্থালোচনা
#বইআলোচনা
#বইপত্র
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#Molakat
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#রবীন্দ্রনাথব_ঠাকুর
#মোহাম্মদব_জসিমব_উদ্দিন
No comments