কবি আরিফ মঈনুদ্দীনের কাব্য ‘একজন রোহিঙ্গার স্বগতোক্তি’ ।। মাইন সরকার
আরিফ মঈনুদ্দীনের কবিতা প্রসঙ্গে সব্যসাচী লেখক প্রত্যয় জসীম বলেন - "আরিফ মঈনুদ্দীন এর কবিতায় বহুমান এক বিষয় স্থান পেলেও মূল বিষয় হিসেবে মানুষ, প্রকৃতি, প্রেম, প্রতিবাদ, দ্রোহ, সামষ্টিক মুক্তি।
সাম্যবাদ মানবিকতা, অসাম্প্রদায়িকতা এসব অঙ্গীকৃত। বাংলা কবিতায় এ এক ভিন্ন যাত্রাপথ। এ যাত্রাপথের সাহসী সারথী কবি আরিফ মঈনুদ্দীন।"
অস্ত্রের মুখে তারা তরুণীদের ঘর থেকে ধরে নিয়ে যেতো। এরপর আর কোনো খবর পাওয়া যেতো না তাদের। বাংলাদেশে আসা রোহিঙ্গা নারীরা বলে ছিলেন আমরা এখানে ক্ষুধার্ত অবস্থায় থাকলেও অন্তত রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমোতে পারছি। কোনো অসহায় মেয়ের আর্তচিৎকার কিংবা সেনাদের বুনো উল্লাসের শব্দ শুনতে পাই না।
এখানে আমার বাবার জন্যে কেউ নেই
এখানে আমার মায়ের জন্যে কেউ নেই
এখানে আমার ভাই- বোনের জন্যে কেউ নেই।
এখানে আমার সন্তানের জন্যে কেউ নেই,
ধর্ষণ - তা যদি হয় বাবার সামনে আদরের কন্যাকে।
ধর্ষণ - তা যদি হয় ভাইয়ের সামনে বোনকে।
ধর্ষণ - তা যদি হয় স্বামীর সামনে স্ত্রীকে।
ধর্ষণ - তা যদি হয় বাবা মায়ের সামনে পাঁচ বছরের শিশু সন্তানকে।"
মৃত্যু। এছাড়া আমি আর কি নিয়ে কী দিয়ে বন্ধ করবো বাঁধভাঙা বেদনার স্রোত। "
শান্তিতে নোবেল জয়ী সুচির দেশে মানবতা যেভাবে কলঙ্কিত হয়েছে, সেখানে কুটনৈতিকরা
শুধু আলোচনা করতে পারে তখন পুরো বিশ্বও
অসহায় লজ্জিত হয়ে উঠে।
স্বগতোক্তি প্রকৃতপক্ষে বর্ণনামূলক কবিতার বই
যার যার ভেতর দিয়ে সময়ের কালো চেহারা
চিত্রায়ন করেছেন কবি, একজন রোহিঙ্গার স্বগতোক্তি বইটি প্রকাশ করেছেন বিশ্বসাহিত্য ভবন, বইটির প্রচ্ছদ করেছেন মাসুম রহমান।
বইটিতে উৎসর্গ করা হয়েছে "বিশ্বের সকল নির্যাতিত নিপীড়িত মানুষদের " আরিফ মঈনুদ্দীনের এই কবিতা সময়ের প্রতিবাদের পুরাণ হয়ে বেঁচে থাকুক এই প্রত্যাশা।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#গ্রন্থালোচনা
#বইআলোচনা
#বইপত্র
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#Molakat
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#আরিফ_মঈনুদ্দীন
#মাইন_সরকার
No comments