ক্যালিগ্রাফির তাশকিল ও কাসিদাহ ।। মোহাম্মদ আবদুর রহীম

 

যে কোন শিল্পের মূল বয়ান হচ্ছে সেটা ভাল লাগল কি না, আকর্ষণ করল কি না। শিল্পের সাথে হৃদয়ের সম্পর্ক। আমাদের হৃদয়ে আকর্ষণ সৃষ্টিতে চোখ, কান স্পর্শ ইন্দ্রিয়ের গুরুত্ব রয়েছে। তাই শিল্পীগণ তাদের শিল্পসৃষ্টিতে আকর্ষণ বিষয়ক উপাদান কৌশলের সাথে প্রয়োগ করেন। ক্যালিগ্রাফিতে এমন দুটি বিষয়ের নাম তাশকিল কাসিদাহ।
 
তাশকিল হচ্ছে অলঙ্করণ চিহ্ন। ক্যালিগ্রাফির বিভিন্ন শৈলির জন্য আলাদা তাশকিল রয়েছে। যেমন- সুলুস শৈলিতে আদি (রেগুলার) জালি (বোল্ড) বিভাগে তাশকিলের প্রয়োগে কিছু রকমফের আছে। এগুলোর নামও আছে- মিজান (দাড়িপাল্লা), দুফর(ফাস), সিলাহ(আলিফ লামের আলিফের ওপর বসানো চিহ্ন), মিম মুসাগ্গর, শাদ্দাহ, মাদ ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন দেশে আরবি শৈলির নতুন ধারা সৃষ্টির সাথে তাশকিলের কিছু পরিবর্তন হয়। যেমন উইস্সাম শাওকাত সম্প্রতি সুম্বুল শৈলি(খত) থেকে উইস্সাম খত নামে একটি শৈলি বানিয়েছেন। নতুন খত বানানোর যে নীতিমালা আছে তা ক্যালিগ্রাফারগণ জানেন। এখানে তাশকিলের বিষয়ে উইস্সামের একটা সংযোজন হল নোকতা মুসাগ্গর। আমিও বাংলাদেশের সুলুসকে আলাদা করার জন্য সুলুস জালিতে নোকতা মুসাগ্গর দিয়েছি। যদিও দিওয়ানী জালিতে বহু আগে থেকেই নোকতা মুসাগ্গরের ব্যবহার হয়ে আসছে।
 
কাসিদাহ হচ্ছে কোন কিছু টেনে লম্বা করা। টেনে লম্বা করা সুরের একধরণের গানের নাম কাসিদা। একধরণের প্রশস্তিমূলক কবিতা, যাতে নির্দিষ্ট তাল লয় টেনে পড়তে হয়, যেমন কাসিদায়ে বুরদা। তেমনি ক্যালিগ্রাফিতে হরফের শেষাংশ টেনে লম্বা করে অন্য হরফের সাথে মেলানোকে কাসিদাহ বলে। এই কাসিদার নির্দিষ্ট কিছু নিয়ম কৌশল আছে, যা উস্তাদ সাগরেদকে হাতে-কলমে শেখানোর সময়ে বলে থাকেন। সেখানে কলমের এঙ্গেল, প্রোপোরশন, মুভমেন্ট, গতিপ্রকৃতি, কলমের নীবের ফওক-তাহতের ব্যবহার বুঝিয়ে দেন।
 
ছবিতে এগুলো দেখানো হল। তবে ভাল করে এটা বুঝতে হলে একজন ক্যালিগ্রাফির ওস্তাদের কাছে আপনাকে যেতে হবে।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

#চারুকলা
#কারুকলা
#মোলাকাত
#Molakat
#Literature
#Bengal_Literature
#FineArt
#Crafts
#সাহিত্য_ম্যাগাজিন
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#মোহাম্মদ_আবদুর_রহীম

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.