বুয়া ।। নূরুন নাহার পাপিয়া

 
আজ ভীষণ ক্লান্ত লাগছে তাই বললাম বসে একটু বিশ্রাম কর, শরীর টা কি ভলো তোমার? কবাসায় কাজ কর এখন? “আপা চার বাসায়, এত কেনো? আফা কেউ ডাকলেতো বা করত পারি না, এইযে আপনি কাজ করতে কইছেন আইলাম এমনতো সগলেই আফা ডাকলে না কইতে পারি না
তাতে কি এখন ছেলেরা কাজ করে, তুমি অসুস্থ থাকো দুএকটা বাসায় কাজ কর আর নিজের শরীরে প্রতি যত্ন নাও
খুব হতাশ গলায় বলল আফা জামাই ডা যদি কিছু কাম কাইজ করতে তাইলে শান্তি পাইতাম, “বলে দির্ঘ শ্বাস ফেললো
আমেনা, স্বামী আর দুই ছেলে নিয়ে আগারগাঁও থাকে, এক ছেলে প্রাইভেট কার চালায়, ছোট ছেলে যখন যেমন কাজ পায় তাই করে, স্বামী বেচারা বিয়ে করে আমানাকে বিশাল উপকার করেছে, তাই সে কখনো কোন কাজ করে না, আমেনা তার তৃতীয় স্ত্রী, বিশ বছর আগে গার্মেন্টস কাজ করতো, যখন বড় ছেলেটা হওয়ার ডেট পরেছে তখন ছয়মাসের ছুচটিতে বাসায়, তখন থেকে নতান এক অধ্যায় শুরু হলো আমেনার জীবনের
আমেনা যখন প্রথম মা হলো তখন একনাগাড়ে সাত দিন পেটে ভাত পরেনি, যখন ক্ষুধার জ্বালায় বিপন্ন প্রায় তখন ঠিক করলেন কাজ করে হলেও ভাত বা খাবার জোগাড় করতে হবে নয়তো মা ছেলে দুজনই মারা পড়তে হবে, ঘর থেকে বেরিয়ে এঘর ওঘর করে একটু ভাতের মাড়, একটু পান্তা ভাত জোগাড় করতে খুব কষ্ট হচ্ছে, পেট ভরে না অন্যদিকে বাচ্চা বুকের দুধ খায়, তার উপর কাচা শরীর কিভাবে মানুষের বাসায় কাজ করবে ভেবে পায় না, কিন্তু অন্য কোন পথও সে দেখতে পাচ্ছে না, তাই সকাল নিস্তব্ধ কাজের খুঁজে বেরিয়ে পরলো। এবাসা ওবাসা করে অনেক বাসায় ঢু মারলো কিন্তু কেউ কাজ দেয়নি, সর্ব শেষ একটি বাসায় কড়া নেড়ে ডাকলোনাসায় কেউ আছেন”? একটি মেয়ে বেরিয়ে এসে জানতে চাই লোকি চাই?
আমেনা, বাসায় বড় কেউ আছে? আমি কাজ করতে চাই তোমার মাকে ডেকে দোবে?
ততক্ষণে কত্রী বের হলেন অবাক হয়ে বললেনতুমি কাজ করবে? তোমায় দেখেতো মনে হয়না তুমি কাজের লোক!
অনেক অনুরোধর পর কাজ মিললো, শুকরিয়া আদায় করে কাজে লেগে পড়লো আমেনা। কিছু কাজ করার পর কত্রী তাকে ডেকে ভাত খেতে দিলেন আর আমেনার কাজের প্রশংসা করলেন। মাসে ১৫০/- টাকায় কাজ সাথে দুবেলা খাবার জুটলো
দীর্ঘ শ্বাস ছেড়ে আমেনা আবার বলতে শুরু করলো, তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, দুটো ছেলে একটি মেয়ে হয়েছে, তাদের ভরণ পোষণ, বাসা ভাড়া, জামাই কে হাত খরচ দেয়া তারপরও সুখে আছি এখন টাকা পয়সার অভাব তেমন হয় না
মেয়ের বিয়ে হয়েছে, বড় ছেলেটা চাকরি করে, ছোট ছেলে মুটামুটি উপার্জন করে। নাতি আছে দুটো ভরপুর পরিবার তবুও কাজ করতে হয়, জামাই কে দৈনিক হাত খরচ দিতে হয় ১০০-৩০০ টাকা, এক দিতে না পারলে মারে গায়ে হাত তুলে, ভাংচুর করে।করুম আপা কন? কাজ তো করতেই হবে

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

#গল্প
#ছোটগল্প
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#ওয়েব_ম্যাগাজিন
#Molakat
#ShortStory
#Story
#Literature
#Bengali_Literature
#নূরুন_নাহার_পাপিয়া

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.