শিশুতোষ চলচ্চিত্রঃ বাংলাদেশ পিছিয়ে থাকার নেপথ্যে ।। আজিজ হাকিম
সিডি ভিসিআরের যুগে আমাদের গ্রামে মাঝে মাঝে খেয়াল করতাম “বেদের মেয়ে জোসনা” আর “কেয়ামত থেকে কেয়ামত” দেখে মানুষজন কীভাবে চোখ আর নাকের পানি এক করেছে। কারেন্ট তো ছিল না, ভিসিআরের সাথে পেট্রোল ইঞ্জিন দিয়ে চলত কিছু কিছু সময়। ২০০২ সালের দিকে যখন এলাকায় বিদ্যুৎ আসা শুরু হল, সেইসময় থেকেই মূলত বাড়ি বাড়ি টিভি ডিভিডি বাড়তে থাকল। আমাদের বাড়িতে একটি সাদাকালো টিভিতেই প্রথম দেখি “দীপু নাম্বার টু”। তখন শিশুতোষ চলচ্চিত্র কী বুঝিনি। কিন্তু এই “দীপু নাম্বার টু” অনেক ভালো লেগেছিল। হয়তো বা আমার ছোট্ট মনে বেশ প্রভাবও ফেলেছিল। পরে ইন্টারনেট দুনিয়ায় হন্যে হয়ে খুঁজেছি এই বাংলা শিশুতোষ চলচ্চিত্র আছে কিনা। না, নাই। সত্যজিৎ রায়ের “পথের প্যাঁচালী” তো অনেক আগের। সেই “ছুটির ঘন্টা”, “এমিলির গোয়েন্দা বাহিনী”, "পুরস্কার" এ-ই যা। এরপর তৈরী হলো মুক্তিযুদ্ধের উপর নির্মিত- “আমার বন্ধু রাশেদ”। অনুপম শিল্পীগোষ্ঠীর ব্যানারে জাফর ফিরোজ নির্মাণ করেছিলেন-"দূরবীন"। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের আরেকটি চলচ্চিত্র- “নীল আকাশের ভেলা” (ভুলবশত নামটা এদেক সেদিক হতে পারে)।
১. দুইটি সিনেমাই সরকারি অনুদানে তৈরি।
২. দুইটি ড. জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত।
৩. চলচ্চিত্র দুইটিই পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।
৪. তৈরি হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে।
আর বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্র বলতে এখন পর্যন্ত এই দুই সিনেমাকেই বুঝায়। এর থেকে বোঝা যায় সরকারি অনুদান ছাড়া শিশুদের চলচ্চিত্র বাংলাদেশে তৈরি হয় না। আর সেটা তৈরি হলেও ইমপ্রেস টেলিফিল্মই করে। অন্য কারো এই ব্যাপারে নূন্যতম আগ্রহ নেই। কারণ এখানে নেই কোন ব্যবসা। নেই রোমাঞ্চ। শিশুদের নিয়ে গল্পের কাজ করলে ড. জাফর ইকবালই করেন। কারণ দুইটি সরকারি অনুদানের সিনেমাই দুইটিই তার উপন্যাসের গল্পে তৈরি। আর কেউ কি শিশুদের জন্য গল্প লিখছেন না। নাকি শুধু “ও প্রিয় তুমি কার?” লিখতে ব্যস্ত। শাহেদ আলীর ছোটগল্প –“জিবরাঈলের ডানা” দিয়েও একটি চলচ্চিত্র হতে পারত। কিন্তু হয় নি। তাহলে কি বাংলাদেশ শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের উপযুক্ত জায়গা নয়?
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#সংস্কৃতি
#বাংলাদেশী_সংস্কৃতি
#মঞ্চনাটক
#মোলাকাত
#শিশুতোষ_চলচ্চিত্র
#চলচ্চিত্র
#Molakat
#Culture
#Bangladeshi_Culture
#Islamic_Culture
#Literature
#Bengal_Literature
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#আজিজ_হাকিম
No comments