অসমাপ্ত সম্পর্ক_শফিক নহোর
আমি বিশ্ববিদ্যালয় ভর্তি হবার সময় দু’জন মানুষ আমার জন্য| খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করছে। এমন টা বুঝানো হত আমায়, আমি তাদের কথায় মুগ্ধ। আমার জন্য বিশেষ কিছু উপহার থাকতো প্রতিদিন। আমি খুব সাধারণ ঘরের মেয়ে। ক্রমশ আমার ভিতর এক ধরণের লোভ! আমি সংবরণ করতে পারছি না। চারি দিকে নতুন আলোর আভাস, আমি ভেসে যাচ্ছি অজানা পথে। কেউ-কেউ আমার দিকে আড় চোখে চায় নির্বোধ এর মত। আমার রুমমেট শ্রদ্বেয় বড় আপুর দোষ গুন সম্পর্কে জেনে যাই। মেস এ উঠার কিছুদিন পরেই। রাত জেগে ছেলেদের সঙ্গে আড্ডা, দেখা করবার নানান শর্ত জুড়ে দিত, আমাকে খাওয়াবে কিন্তু! চিকেন ফ্রাই আমার খুব প্রিয়, আইসক্রিম, এমন ডজন খানেক কথা বলে রাখতো। আমাকে নানান রকম উপদেশ। ভয়াভহ রকমের প্রতারনা করা হয় ছেলেদের সঙ্গে। কেউ কেউ বারতি টাকা আয়ের জন্য রুম ডেটিং করে, রুম ডেটিং সম্পর্কে আমি ওয়কিবহাল নই। সব কিছুর একটা স্বচ্ছ ধাবরা চলে আসলো কয় দিনের ভিতর। সেই দুই বড় ভাইয়ের নিকট থেকে আমার অফার আসলো তাদের সঙ্গে প্রেম করতে হবে! আমি তো অবাক!
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments