দাগ রেখে যাই_হাসান আলীম : পর্ব-২৮

 

বাবা আমার দিল মোহরে কাবা : ড) মাঠে ময়দানে খেলা-ধুলা
 
আমার আব্বা ছাত্র জীবন থেকেই খেলা দুলা করেছেন। খেলার মাধ্যমে শরীর ও মন গঠন হয়। প্রতি যোগিতার মনোভাব সৃষ্টি হয় প্রবল ভাবে। বিজয়ের আত্মবিশ্বাস জন্মে। বিজয়ে মন প্রফুল্ল হয়। মানুষের সাথে মেলামেশা, বন্ধুত্ব ও সামাজিকতা বৃদ্ধি পায় খেলার মধ্য দিয়ে। আব্বা ফরিদ পুর জেলা স্কুলের একজন নাম করা হকি প্লেয়ার ছিলেন। তিনি জেলার৷ ফাইনাল টিমে খেলেছেন। বিভিন্ন এলাকায় হায়ারে খেলতে যেতেন। হকি খেলার সময় মুখে শক্ত বল লেগে আব্বার সামনের দাঁত ভেঙে যায়। আব্বা খেলোয়াড় হিসেবে নিজেকে গড়তে চাননি বলে তিনি পরবর্তীতে পেশাদার খেলোয়াড় হননি। আব্বা ফুট বল খেলতেন দারুণ। আমি ছোট সময়ে আমাদের স্কুলের মাঠে আব্বাকে যুবক এবং কিশোরদের সাথে ফুটবল খেলতে দেখেছি। তিনি ব্যাক ফরোয়ার্ডে খেলতে বেশি পছন্দ করতেন। লংকিকে বল একেবারে গোলপোস্টে পাঠিয়ে দিতেন। অনেক সময় বল মাঠের বাউন্ডারি পেরিয়ে দিতেন। বিকেলে আমাদেরকে মাঠে ফুট বল খেলতে বলতেন। অনেক সময় আমাদের খেলার দর্শক হয়ে খেলার খুব উত্সাহ দিতেন। ফুটবল খেলার জন্য আমাদের চরের পাড়ের সনের বড়ো ভুইঁ আব্বা ছেড়ে দিয়েছিলেন। তিনি যেমন বিদ্যুত্সাহী ছিলেন তেমন ছিলেন খেলার প্রতিও দারুণ আগ্রহী ও উত্সাহী।
 
আব্বার শরীরের গঠন খুব মজবুত ও শক্তিশালী ছিলো। তিনি কলেজছাত্র কালিন সময়ে বক্সিং ও কুস্তিও লড়েছেন। তবে হা-ডু-ডু ও দাড়িয়াবান্ধা খেলেন নি। মহল্লার যুবক শ্রেণির হা-ডু-ডু খেলায় তাঁকে দারুণ উত্সাহী হতে দেখেছি। আমি ছিবুড়ি, দাড়িয়াবান্ধা ও ফটবল খেলেছি পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন সময়ে। এর পর খেলিনি শুধু বই পড়েছি এমনকি বিকেলেও পাঠ্যপুস্তক ও অন্যান্য বই পড়ে সময় অতিবাহিত করেছি। তবে মহল্লায় প্রতিযোগিতা মূলক খেলা হলে অবশ্য ভালো দর্শক হিসেবে মাঠে থেকেছি। হাডুডু খেলায় একজন খোলোয়াড় বিপক্ষের খোঁটে বা ঘরে হটাৎ ডু ডু ডু শব্দে দম বন্ধ করে অনবরত ডু ডু জাতীয় শব্দ উচ্চারণ করে বিপক্ষের খেলোয়াড়ের গা ছুঁই য়ে নিজের ঘরে মুক্ত অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। এসময়ে দম বন্ধ করে পরের ঘরে ঢু মেরে ডুডু করে বীরদর্পে ফিরে আসার মূহুর্তটি দারুণ উপভোগ্য।
হা ডু ডু ছড়াটি মোটামুটি এ ভাবে বলা যায় :
 
হা ডু-ডু ডু, ডুডুডু ডু,
হা ডু-ডু ডু ঢুঢুঢু ঢু।
ডুডুডু, ডুডুডু
ঢুঢুঢু, ঢুঢুঢু।
ট্যাক, ট্যাক, ট্যাক ট্যাক
ঠ্যাক, ঠ্যাক, ঠ্যাক, ঠ্যাক।
ট্যাটট্যাট, ঠ্যাটঠ্যাট
ট্যাটঠ্যাট, ঠ্যাটট্যাট।
ডুডুডুডু, লুডুলুডু ডুডু
লুডুঢুঢু ঢুঢু লুডু ঢুঢু।
হা ডুডুডু ডুডুডু ডু
হা ডুডুডু ঢুঢুঢু ঢু।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.