আফসার নিজাম’র কিশোর কবিতা
চিঠি
আসবে কবে বাড়ি
শুক্রবারে না এলে ঠিক তোমার সাথে আড়ি
বিচার তোমায় করতে হবে সালিশ তোমার কাছে
প্রতিদিন-ই আম্মু আমায় জাগায় সকাল ভোরে
কান ধরে কয়- ‘ডাকবো কবার তোরে’
ধমক মেরে ওঠিয়ে দিয়ে
হাত পা এবঙ মুখ ধুয়ে
জোর করে সে খাইয়ে দেবে তিন পরোটা আস্তা
পায়নি ক্ষুধা তবুও খাই সকাল বেলার নাস্তা
বিচার তোমার কাছে
নাস্তা শেষে আম্মু আমায় কাধে দেবে
আমার চেয়েও একটা বড় ঝুলি
আমি যেনো সদরঘাটের কুলি
আমায় মারছ প্রতিদিন-ই
ছোট্ট আমার জীবন নিয়ে করছো ছিনিমিনি
আর পারি না আব্বু আমি বইতে বইয়ের বোঝা
জ্ঞানের চেয়ে বইয়ের বোঝা অনেকখানি ভারি
বইয়ের বোঝা বইবো না আর- বইয়ের সাথে আড়ি
আব্বু তুমি আসবে কবে বাড়ি
ঠিঠি পাওয়ার সাথে সাথে আসবে তুমি আসবে
যদি- আমায় ভালোবাসবে
আরো অনেক কথা আছে বলব তুমি এলে
হৃদয় দুয়ার মেলে
তোমার ছোট্ট মা-মনী
নাম প্রিতি।
..................................................
আছে কি তোর মনে-
ঘাস-বিচালির বনে
ঘাসফড়িং আর প্রজাপতির কনে
বলেছিলো আশা
তোমার জন্য কৌটা ভরা রাখছি ভালোবাসা।
আসলো কাছে উড়ে
একটুখানি বেঁকে
বলল আমায় ডেকে-
তুমি কি ভাই আমার মতো ফড়িং হবে বলো
চলো
উড়ার জন্য ডানা দেবো জোছনা ঝলোমলো।
যেদিন
রোদের কণা খেলেছিলো বনে
আছে কি তোর মনে-
প্রজাপতির ডানা দুটি আমায় দেবে খুলে
বলেছিলো হাওয়ায় দুলে দুলে
আমি নাকি বাতাসে ঢেউ তুলে
উড়ব ফুলে ফুলে।
রঙধনু আর নীলের সচীনঘুড়ি
আমার তখন রঙিন দুটি ডানা
উড়তে আমায় কেউ করে না মানা
উড়ে উড়ে যাচ্ছি অনেক দূরে
হঠাৎ শুনি একটা করুণ সুরে
আমায় ডাকে-
যাচ্ছো কোথায়- আমার সোনামণি
সেই কথাটা আকাশ-বাতাস
পাহাড়-নদী
বন-বনানী
হচ্ছে প্রতিধ্বনি।
বাবার কোলে ঘুমচ্ছি অঘোরে।
..................................................
ভোর বিহানে
তুবরী হানে
দুপুর বেলা
যেমনি গেলা
ঘরের চালে বিকাল বেলা
এবঙ আবার ফি-কাল বেলা
ডাকতে থাকে
কা-কা-কা-কা- ডাক
সেই পাখিটা
এই পাখিটা
এই শহরের আদিবাসী
তোমার আমার প্রতিবেশী
কেউ বা বলে অতি বেশি
নগর পাখি- কাক।
কালো পাখি
বিশ্রি পাখি
তার কাছে ভাই কেমনে থাকি
সারাটাদিন ময়লা ঘেটে
খাচ্ছে সে যা পাক
তার কথাটা কেমনে বলি
হচ্ছে যে না-পাক।
তোমরা যারা কালো বলো
মন্দ কথা গালও বলো
তাদের কথা থাক
আমার কাছে কাকপাখিটা
বৃষ্টি ধারা ঢলের মতো
ঝর্ণা ঝরা জলের মতো- পাক
কাক পাখ্খি
আমার কাছে কাজের পাখি
কাজের বেলা দেয় না ফাঁকি
কাজ করে নেয় ভোজ
এই শহরের ময়লাগুলো
এঁটো সেঁটো জয়লাগুলো
সফ করে দেয় রোজ
তুমি কি তার খোঁজ নিয়েছো?
তোমার খাবার ভোজ দিয়েছো?
দেওনি তারে
নেওনি তারে খোঁজ
বলতে পারি অপয়া অপ্সরী
তোমরা যারা বকা দিলে
জকা দিলে
আজকে সবাই একসাথে কও- সরি।
..................................................
যে ছেলেটি থাকতো কাজে
হঠাৎ সেদিন-
মেশিনে পা’কাটে
বেধে গিয়ে নাটে।
তার-
কাটা পা’টা
হয় না ভালো আর
একটি পায়ে চলতে হবে তার।
এক পা'য়ে সে
লাফ দিয়ে যে
লাফ দিয়ে সে হাঁটে
এমন করে সময় যে তার কাটে।
তার মনে হয়-
নিজের থেকে নিজেই থাকি দূরে
পা ছাড়া কি একটি জীবন চলে
এমনিভাবে
আমার জীবন গেলোই বুঝি জলে।
এই ছেলেটি
পা'য়ের শোকে
মনের দুখে
মৃত্যুটাকে ডাকে
মৃত্যু কোথায়! মৃত্যুটাকে হাঁকে।
ঠিক তখনি- টিভির ভেতর দেখে
এক পা'য়ে এক শিশু
দৌড়ে গিয়ে পাথর ছুড়ে মারে
ইসরাইলি হানাদারের ঘাড়ে
যেনো-
এক পা'য়ে তার হাজার পা'য়ের রেশ
এক পা'য়ে সে যুদ্ধ করে
করবে স্বাধীন দেশ।
তার-
পা হারাবার
দুঃখ গেলো ভুলে
শোকের ছায়া মুছে গেলো
হাজার রঙিন ফুলে।
..................................................
গেল চলে ফার্মে
দুইটা কুকুর করল তাড়া
আটকে গেলো তার'মে
কাঁটা তারের পেঁচ’টা
তারের ফলায় গেলো কেটে
লম্বা প্রিয় লেজ’টা
একা বসে ঘরে
এই অপমান যায় না সওয়া
বুদ্ধি ফিকির করে
থাকবে না আর কারো
কাটতে হবে সবার লেজা
যেমন করে পারো
লেজের তো নেই দরকার
এতো বড় লেজের জন্য
টেক্স ধরে সরকার
সম্মান হানিকার
তার’চে সবাই লেজ’টা কেটে
আমার সমান কর
একটুও নেই লেজ
মহাবীরের মতোই তারা
দেখায় কতো তেজ
ছোট লোকের স্বভাব
তার পরেও লেজা ছাড়া
শিয়াল বড় অভাব।
..................................................
চিকন হলো স্বর
আমায় দেখে বাঘের মতো
পায় না কেনো ডর
কুকুরটাও দেখলে আমায়
ঘেউ করে কয় ‘সর’
দেখলে কুকুর তাইতো আমার
গায়ে আসে জ্বর।
সমান হলো না
কাউকে দেবে তামাম জাহান
কাউকে দেবে না।
বাঘের মতো ডাক’
বাঘের মতো কণ্ঠ দিয়ে
বিড়াল দিলো হাক
ঘরের মানুষ ভয় পেয়ে কয়
‘বাঘ পড়েছে বাঘ’
লাঠি-বেন্দা-শাবল নিয়ে
করলো সবাই তাক।
‘বিড়ালটাকে মার
ভণ্ড বিড়াল বাঘ সেজেছে
ভেঙ্গে ফেলো ঘাড়।’
ক্ষত দিলো তার নাক
বলল আরো- বাঘের চেয়ে
ভালো আমার ডাক
প্রভূর বিচার ঠিক ছিলো ভাই
আমার চাওয়া ‘গুল’
আমার মতো কেউ বল না
প্রভূর বিচার ভুল।
যার যা যেমন রূপ
মহান প্রভূ সব দিয়েছেন
রূপ সে অপরূপ।
..................................................
নীল পাখিরা উড়াল দিলো
জানলা খুলে
নীলাকাশে মেঘের ভেলা
যেমনি করে যায় হারিয়ে
স্বপ্ন ভুলে
তেমনি করে নীল চাষীরা
থাকলো চেয়ে আউলা চুলে
স্বপ্নগুলো ঠাঁয় দাঁড়িয়ে
-আগ বাড়িয়ে
যায় না কোথাও উড়াল দিয়ে
স্বপ্ন নীলে
নীলকরেরা ঝাপটে ধরে
-বলবে এবার যা
নীলাকাশে
নীলচাষীরা
নীল পাখিরা
শূন্য করমচা।
..................................................
জোছনা রাতে বলল আমায় চল
কোথায় যাবো- ছোট্ট পরী কনে
প্রশ্ন জাগে মনে
নীলকুমারী বলল হেসে
আমার রঙিন দেশে
আমি বলি না
না
আম্মু দেবে বকা
তখন আমার কান্না পাবে
আম্মু বলে আর না যাবে
দূরে
খুঁজবো আমি কেমন করে
নীল দুনিয়া ঘুরে
তাইতো বলি না
আম্মু ছাড়া আমারতো ভাই
ভালো লাগে না
পরী তখন রঙিন পাখা দোলায়
মনটা আমার ভুলায়
হাত ধরে কয়- চল
এমন সময় না করা যায় বল।
..................................................
কালো চুলের পেখম মেলে
মেঘনা নদীর তীরে
কীরে
আসবি আবার ফিরে
আসলে তোকে গড়িয়ে দেবো
পরিয়ে দেবো
দুল
দোল দোলনী খেলবে তখন
কানের সোনা-ফুল
আর কি চাবি
আর কি পাবি
বল
চল
তোকে দেবো আর যা আছে
তার যা আছে
এবঙ আমার সব
দেখবি তখন জগৎজুড়ে
সোনালি উৎসব।
..................................................
আমার কথা কেউ শোনে না তাই
একলা একা মনের কথা
খাতায় লিখে যাই
সময় কাটায় খাতার সাথে খেলে
কথার কথা লেখে
খেলতে পারি মাঠে
পা’য়ে কাদা মেখে
হাঁটতে পারি হাটে
আবার-
ইচ্ছে হলে বৃষ্টিতে যাই ভিজে
কি যে মজা বৃষ্টিতে না ভিজে
মনে মনে ভিজছি আমি নিজে
পাখনা মেলে নীল আকাশে যেতে
আমি পারি
পারি
কারণ আমার কলম খাতা
আমার-ই সঞ্চারী।
..................................................
এক যে ছিলো রাজার রাজা রাজ্য পড়ার ঘর
প্রজারা সব সুখেই থাকে খোস থাকে অন্তর।
আরো আছে পুষি বিড়াল ছাদে ওঠার মই।
কাউকে তিনি দেন না সাজা
উদার রাজার মন
প্রজার সেবা করে রাজার কাটে সারাক্ষণ।
রঙ-তুলিটার সেবা করে আঁকে ছবি মেলা
সেবা করে চেয়ার টেবিল- মুছে নিজের হাতে
বিড়ালটাকে খাবার দেবে সকাল দুপুর রাতে
সেবা করে নিজের পোষাক নিজে নিজে পরে
সেবা করে ছোট্ট মইয়ে ছাদের ওপর চড়ে।
আনন্দে তাই নাচতে থাকে চেয়ার টেবিল পুষি।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments