সাম্যবাদী চেতনায় মানুষ-নজরুল_তৈমুর খান
মানুষ-নজরুলকে খুঁজতে হলে তাঁর কবিতায়, বিশেষ করে সাম্যবাদী চেতনার আলোকে তাঁর স্বরূপ খুঁজে পাওয়া যাবে।
“হিন্দু না ওরা মুসলিম ?ওই জিজ্ঞাসে কোন জন ?
কান্ডারি !বলো, ডুবিছে মানুষ সন্তান মোর মা'র !"
“প্রার্থনা ক'রো-- যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ।"
মাগে প্রতিকার, উত্তর দাও, আদিপিতা ভগবান !"
নজরুলের মানুষ সমগ্র মানবজাতি। দেশ-কাল-পাত্রের ভেদ সেখানে নেই। ধর্ম-জাতের সীমানা নেই। সব দেশে, সব কালে ঘরে-ঘরে বিরাজ করছে মানুষ। মানুষকে মানুষ হিসেবে দেখা, মানুষের পরিচয় শুধু মানুষই—নজরুলের 'সাম্যবাদী' কবিতার মূলকথা।
“কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!"
মানুষের মধ্যেই ঈশ্বর-দর্শন
কালিদাস রায়ের
করে দেব মহিমা নির্ভর।'
“তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!"
'দেহের দেউলে দেবতা নিবাসে তার অপমান দুর্বিষহ'
“তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে,
দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে?"
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments