দাগ রেখে যাই_হাসান আলীম : পর্ব- দাগ রেখে যাই-৫৪
সাহিত্যের সন্নিহিতি : মৌল উচ্চারণে
কবিতা লেখার জন্য ভাবের মেঘ-মেদুরতা যেমন প্রয়োজন, তেমন প্রয়োজন আড্ডার জমানো মাখন, সংঘ-সংরাগের মৌতাত-মিতালী-মুখরতা। ফরিদপুর হাইস্কুল জীবনে কবিতার জন্য লোকায়ত সাহিত্য সংস্কৃতি সংস্থার মৌ-মুখরতা, রাজেন্দ্র কলেজ কালীন সময়ে ক্রান্তিকাল সাহিত্য সংগঠনের মৌ-মাধুরীমা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রস-রসায়নের রসদ রভসে বিপ্র প্রাংশু-বিপরীত-মৌল-মূলের সৌন্দর্য আমি বিপুল ভাবে আলোড়িত হই। প্রতি সপ্তাহে আমাদের সাহিত্য আড্ডা জমতো টিএসসির সবুজ চত্বরে, কখনও টিএসসির কোন রুমে, কখনও সোহরাওয়ার্দী উদ্যানে, কখনও বীর ঈসা খাঁর পুত্র মুসা খাঁ মসজিদ চত্বরে, কখনও বা কোন কোন হলের কোন কোন রুমে। এগুলোর পরিচালক ছিলেন যথাক্রমে ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, ড. মাহবুব মোরশেদ, ড. ওমর ফারুক, ড. মাহবুবুর রহমান, ডাঃ হোসেনুজ্জামান আল আমিন, ডাঃ সৈয়দ ওয়াজেদ এবং আমি। আমরা তখন অনুষ্ঠান আয়োজনের খবর রেডিওতে প্রচার করার বিজ্ঞাপন দিতাম। আমাদের সাহিত্য আড্ডায় লেখা পড়ার পর তুমুল আলোচনা সমালোচনা হতো। এরপর এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠনটি আরও ব্যপকতা নিয়ে ঢাকা শহর কেন্দ্রিক হয়ে যায়।
আমি শিক্ষা জীবনের শেষ দিকে ঢাবিতে কবিতা সংগঠনের প্রবাহ সৃষ্টি করি। প্রবাহ সংগঠন করি। এটি এখনো বিদ্যমান।আমার ছাত্র জীবনে অর্থাৎ এমএসসি-র প্রারম্ভে প্রথম কবিতর বই "শ্বাপদ অরণ্যে অগ্নি শিশু" (১৯৮৩) প্রকাশ পায়। লেখা পড়া শেষ। রসায়নে এমএসসি পাশ করেছি দ্বিতীয় শ্রেণিতে দশম স্হান অধিকার করে। ইতোমধ্যে একটি কাব্য গ্রন্থও প্রকাশ পেয়েছে। বিপরীত প্রবাহে আরও অন্য কোথাও অন্য কোনখানে আমার সাহিত্যের আড্ডা চলছে।কিন্তু কতক্ষণ আর সাহিত্য আর আড্ডাবাজী করে চলবে? চাকরি বাকরি কোন কিছু একটাতো করতে হবে। ছাত্র জীবন শেষ গাটের পয়সাও শেষ। এখন তো আর বাবার কাছে মাসে মাসে খরচের টাকাও আনা যাবে না। সাহিত্যাঙ্গনে ইতোমধ্যে বন্ধু হয়ে গেছে মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, মুকুল চৌধুরী, বুলবুল সরওয়ার, আহমদ মতিউর রহমান, মুজতাহিদ ফারুকী, সৈয়দ মুসা রেজা, মহিউদ্দিন আকবর। বড়োদের মধ্যে কবি ও সাহিত্য সমালোচক আবদুল মান্নান সৈয়দ, কবি আল মাহমুদ, নজরুল গবেষক শাহাবুদ্দিন আহমদ, কবি আবদুস সাত্তার, কবি আফজাল চৌধুরীসহ আরও অনেকে আমার খুব কাছের মানুষ হয়ে যান।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments