জাহাঙ্গীর আলম অপূর্ব’র ছড়া
মনোভাব
বুঝবে সবে কবে,
তীর বিঁধিবে যবে।
মনে লাগে ভালো
নিজের কাজে নানান সাজে
ধরা ভীষণ আলো।
নষ্ট করে কভু
চাইবে যতো পাইবে ততো
শুদ্ধ নারে তবু।
দুষ্ট জনে বুলি
মনে মনে জনে জনে
রাতে ছাড়ায় ধুলি।
লাগে ভালো মনে
পাজির সাথে নয়তো হাতে
বলে ক্ষণে ক্ষণে।
……………………………………………
ভালো মন্দের ধারে,
মিথ্যা বলে সারে।
মিথ্যা ভীষণ কালো
সত্য মিথ্যা আলো আঁধার
পার্থক্যটা ভালো।
বুঝবে এটা কবে
ক্ষতিই হবে তবে।
মুখে মধুর ভাষা
দেখলে তারে মনে হবে
সত্যি দিচ্ছে আশা।
মিথ্যা আশা মনে,
থাকে ক্ষণে ক্ষণে।
……………………………………………
হলে তুমি সবার সেরা,
মনটা থাকে সদা ঘেরা।
নেই তুলনা কারো কভু
মাকে আমরা সবাই
বাসবো ভালো পণ যে তবু।
ধন্য আমি মাগো ভবে
তুমি খুশি থাকলে
সহজে স্বর্গ মিলবে তবে।
থেকো মাগো পাশে পাশে,
কারো দায়ে কে'যে আসে।
মাগো একলা লড়তে হবে,
যাবে কেটে বাঁধা সবে।
……………………………………………
লক্ষীবন্ত ওই মন,
চলে সবার ওই সন।
ইচ্ছে খুশি মত,
করণিক যে শত।
রূপবতীর যে রুপ,
আগর বাতি আর ধুপ।
ভেবে পায়'না কিছু,
ঘুরছি যে তার পিছু।
আর কি হবে বলা,
জীবন যুদ্ধে চলা।
……………………………………………
মনে কত আশা,
খুঁজে পায় না ভাষা।
জীবন হবে ধন্য
বিধান মেনে না চললে ওই
আখের হবে শূন্য।
পদে পদে বাঁধা
সব বাঁধা যে কাটতে পারলে
মনটা হবে সাদা।
মনে প্রাণে সবে
নিখিল বিশ্ব সবি তারি
তিনি মালিক ভবে।
মানব জীবন সেরা
দায়িত্ব আর কর্তব্যতে
পুরো জীবন ঘেরা।
……………………………………………
বুঝবে সবে কবে,
মালিক তিনি ভবে।
সৃষ্টিকর্তার লীলা
ধরার অপার সৌন্দর্য যে
প্রভু ক্যামনে দিলা।
সকল কিছুর স্রষ্টা
তোমার দেওয়া বিধানে না
চললে সে পথ ভ্রষ্টা।
আমরা সবে মিলে
সব কিছু তো মোদের জন্য
প্রভু তুমি দিলে।
নেই তো কারো শক্তি
তোমার জন্য বান্দার মনে
সীমাহীন যে ভক্তি।
……………………………………………
এলো আষাঢ় বলে,
আয় রে দলে দলে।
লাফালাফি জলে,
নানা খেলার ছলে।
মনটা ভীষণ বলে,
থাকলে বসে চলে।
ব্যাঙের বাদ্য দলে,
ডোবা নদের জলে।
বর্ষার নানা ফলে,
দেখ রে দলে দলে।
……………………………………………
বান্দা তাঁরি সব,
সবার তিনি রব।
বংশ মান সব
ধরাতে সব সৃষ্টি তার
তিনি হলেন রব।
নর কি ছোটো হয়
প্রভুর কাছে সবে সমান
পর তো কেউ নয়।
নরের ওই ভার
তাদের মতো নিচু মানুষ
নেই তো কভু আর।
নিচু কথা কয়,
মানুষ ভাই নয়।
……………………………………………
রক্ষা করো আল্লা,
ভারী হবে পাল্লা।
যায় না কভু বলা,
পুরো জীবন চলা।
জীবন হবে ধন্য,
একেবারে শূন্যে।
অশান্তিতে ভোগে,
নানা কষ্ট রোগে।
ক্ষমা চাইব রে ভাই
প্রভুর মতো ক্ষমাশীল যে
ত্রিভুবনে ওই নাই।
……………………………………………
আনন্দ আর হাসি
তোমায় ছাড়া আমি শুধু
নয়ন জলে ভাসি।
ধরেছি যে বায়না,
আর তো কিছু চাইনা।
নিত্য খেলার সাথী,
চাঁদের মতো বাতি।
খেটেছো যে বেলা,
জল সাগরে মেলা।
বৃক্ষের মতো ছায়া,
নেই যে সুন্দর কায়া।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments