মাহবুবা করিম’র ছড়া

 
খুকুর প্রার্থনা
 
মা ডাকে খুকুমনি প্রার্থনা কর
মানুষের মত যেন হও তুমি বড়।
হও তুমি বড় বাঁচো সৎ হয়ে
জেনো তুমি অসতেরা চলে মাথা নুয়ে।
জেনো তুমি ঠক আর প্রতারক যারা
পদে পদে সকলেই হবে দিশেহারা।
 
আরো জানো সৎ যে ভালো তার হয়
কখনো হারে না, সে কাজে পরিচয়।
……………………………………………
 
নুপূর
 
কাঁদছো কেন ঢঙ্গি মেয়ে
একটা নুপূর পায়ে;
 
অন্যটা যে হারিয়ে গেছে
শিমুল তলীর গায়ে
এই পথে নয় পথে যাই
খুজছি বিলে চরে
পায়ের নূপুর পায়ে নেইকো
কেমনে যাবো ঘরে?
……………………………………………
 
ছড়া-পুতুল
 
তিড়িং বিড়িং নাচছে খুকি
ছুটছে মাঠে ঘাটে
মাটির পুতুল তুলছে মাথায়
বেচতে যাবে হাটে।
সখের পুতুল রঙের পুতুল
হাতি ঘোড়া যত
কচি হাতে বানায় খুকি
কোনটা নিবে কত?
কোনটা নিবে দুটাকা আর
কোনটা দিবে পাঁচে
খুকির মোটে পাঁচ-দশটা
পুতুল বেচার আছে
……………………………………………
 
ভয় করি না
 
ভয় করি না দৈত্য দানব
ভয় করি না ভূতও
সুযোগ পেলেই যাই হারিয়ে
পেলেই কোন ছুতো।
 
ভয় করি না সাপ ব্যাঙে
হিংস্র পশুর ডাকে
হারিয়ে যাই কাশবনে
আর নদীর ওই যে বাঁকে।
 
ভয় করি না মায়ের বকা
বাবার কথার ছুরি
মিষ্টি হাসলে সব ভুলে যায়
এই তো বাহাদুরি!
……………………………………………
 
ছায়া
 
ভূতের মত দেখতে ছায়া
ভূততো মোটেও নয়
ভূতের কথা ভেবে কেমন
বুকের মাঝে ভয়।
 
ছায়ার শরীর মস্ত বড়
ভুতের মত হাঁটে
আঁধার পেলে ঘাপটি মেরে
লুকায় হাটেবাটে।
 
আবার যখন বেরিয়ে আসে
আলোর দেখা পেলে
যখন ছায়ার দুষ্টমিটা
বুঝতে পারে ছেলে
……………………………………………
 
ছড়া- মেঘ
 
মেঘ উড়ছে মেঘ উড়ছে
নদীর বুকে ছৈ
মেঘ হাসছে মেঘ ভাসছে
মেঘ যাচ্ছে কই?
 
মেঘ উড়ছে দূর আকাশে
মেঘ ছুটছে
মেঘ ছুঁবে তাই খুকুমনি
আঁকছে বাঁশের মই।
 
মেঘ ভাসছে মেঘ কাদছে
মেঘ যাচ্ছে বাড়ি
খুকু এবার গাল ফুলিয়ে
মেঘকে বলছে আড়ি।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com 

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.