শাহিন আলম'র কবিতা
সে অভিযোগে তুমি মামলা করেছো দায়ের।
অন্ধকার গলিতে বেড়ায় ঘুরে।
যার ডালপালায় ফুটে আছে তোমার স্পর্শের ফুল
তারা আজ জমটুপি পরে পায়চারী করে হৃদয়ে আমার।
আমার কবিতার শরীর থেকে উপমা তোমাকে বিদায়।।
..................................................
আমি গলা পানিতে নেমে যাবো,ডুবে যাবো
ঢেউয়ের তালে ভেসে ভেসে পৌঁছে যাবো অন্য পাড়ে।
ভরসা ম্যাচে বারুদ ঠুকে ধরিয়ে দেবো আগুন
নীল নদে ভাসিয়ে দেবো মুঠো মুঠো ছাই।
বাগানে ফিরে যাবো
কাঁটায় কাঁটায় রক্তাক্ত করে দুই হাত
সাজিয়ে দেবো ফুলদানি তোমার।।
..................................................
তবে আমিও মানুষ হতাম।
রসুনের শুভ্রতায় ভরে যেতো ঘর
বেলী ফুলের গন্ধ গায়ে মেখে
আমিও হয়ে উঠতাম বন মালি।
তবে সমস্ত রাস্তা দু'হাতে মুড়িয়ে
মেলে ধরতাম তোমার পাড়ায়
নো এনট্রি বোর্ড ঝুলিয়ে দিতাম এ শহরের মোড়ে।
তবে আমি পাগল হতাম
মনের আনন্দে চিবিয়ে খেতাম সমস্ত কবিতা আমার।।
..................................................
সাজানো বাগান সবুজ ঘাস
কুয়াশার সকাল পেরিয়ে চকচকে রোদ।
নতুন ধানের গন্ধে ভরে যেতো উঠান।
গভীর কালো মেঘ দেখে উত্তরের মাঠ ছেড়ে ফিরে যেতাম বাড়ি
সদর দরজায় হুক তুলে মনে মনে জপ করতাম ঈশ্বরের নাম।
পরিচিত রাস্তাগুলোর নাম থাকতো
অন্ধকার গলির মোড় পেরিয়ে তোমার পাড়ায়
গড়ে উঠতো ঠিকানা আমার।
দেহের ভিতরে মন থাকতো
আপন মনে ডুব সাঁতারে পেরিয়ে যেতাম জীবন নদী।।
..................................................
ঈশ্বর রেগে যাবেন
পাখাওয়ালা প্রহরী দিয়ে তিনি
টেনে নিয়ে যাবেন হাবিয়া দোযখের দিকে।
তোমার কালো বসনের দেয়ালে
পরগাছার মতো বেড়ে ওঠে আমার কামনার শেকড়।
আমার চোখের পাতায় ঝরে পড়ে তোমার রুপের শিশির।।
..................................................
লাজ শরমের মাথা খেয়ে বলতে পারি তুমি আমার।
মুছে ফেলতে পারি সব অতীত, বর্তমান
তোমার বুকে জমা রেখে আমার ভবিষ্যৎ।
বয়সের ক্লান্তি ঝেড়ে ফেলে শক্ত মেরুদন্ডে দাঁড়াতে পারি ফের।
ধুলোয় পড়ে থাকা শিউলি হতে পারি
সুবাস ছড়াতে পারি তোমার স্বপ্নের মাঠে।
দুঃখের তাজমহল বানাতে পারি আমার হৃদয়।।
..................................................
সেভাবে একদিন আমিও যাবো ডুবে
প্রিয় অন্ধকার কবরের উপর
একটা শিউলী ফুলের গাছ পুতে দিও।
মাটিতে ঝরে পড়া ফুল পান্জাবির পকেটে নেবো তুলে
জান্নাতি হুরের খোঁপায় পরিয়ে দেবো সে ফুলের মালা।
সেখানে স্নান সেরে ফেরার পথে জিয়ারত করে যেও
একা অথবা দু'জন
আমি সে আশায় জান্নাতের দরজা রাখবো খুলে।
দেখা হবে,কথা হবে
সোজা ডান দিকের কামরায় বসবাস আমার।
মৃদু বাতাসের সাথে
শিউলি ফুলের সুবাস আসবে ভেসে।
..................................................
ধীরে বয়ে চলার গান শুনে ভেবেছিলাম সুখি হবো।
আমার সবুরে মেওয়া ফলবে একদিন।
সে নাকি পূর্ন যৌবনা
আমি এতো হিসাব বু্ঝিনা কিছু
নদী আমার উঠোন ভেঙে ঘরের চাল ভাসিয়ে নিল জলে।
..................................................
দু বেলা শিকড়ে জল পেয়ে পাতা ছাড়ছে, ডাল ছাড়ছে
থোকায় থোকায় ফুটে থাকছে সুগন্ধি ফুল।
যার ছায়ায় গড়ে উঠেছে ছিপছিপে সংসার
ডালে বসে শিক্ষিত মোরগ গান করছে
সুখে থাকার ভান করছে
ফুলের সুবাসে সকাল দুপুর মনের খুশিতে স্নান করছে।
পুষে রাখা বিদেশি কুকুর আর বিড়ালের সাথে সখ্যতা তার
বহুতল ভবনের ছায়ায় লকলক করে বেড়ে ওঠে তার শরীর।।
..................................................
ফুটে আছে দু'টো ফুল
পথ ধরে হেঁটে চলা মুসাফির তার সুবাস নিয়ে
তসবিহ দানায় জপ করছে তোমার নাম।
বাঁশের আড়া'য় শুকাতে দেয়া তোমার শাড়ি
তবে আমি রোদ হবো
শুকিয়ে দেবো মন খারাপের সমস্ত বিকেল।
আমি পুকুর হবো
তৃষিত বুকে শুষে নেবো তোমার ছোঁয়া।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Facebook: facebook.com/samoiki
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments