Happy New Year 2021 পঙক্তিমালা-২য় পর্ব

 
ভালোবাসার অনেক বাস্তবতা স্মৃতি হয়ে গেছে গত ২০২০ সাল। আতঙ্ক, উৎকন্ঠায় ঘরবন্দি জীবন কেটেছে। মানুষের অত্যাচারে যেখানে পৃথিবীর প্রাণীকুল ছিলো বিপন্ন সেখানে করোনা কালে তারা বাঁচার সুযোগ পেয়েছে। মানুষ থেকেছে ঘরের ভেতরে আর প্রাণীরা তাদের স্বাধীনতায় বিচরণ করেছে তাদের নিজস্ব পৃথিবীতে। মানুষ হারিয়েছে প্রাণ। তা কখনোও পুরন করা সম্ভব নয়। আমাদের শিক্ষা নিতে হবে পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে সবার বাঁচার অধিকার দিয়ে আগামী সাজাতে হবে। ২০২১ সাল হবে আগামীর পৃথিবীর বাঁচার কাল। তাই আমাদের প্রার্থ না হবে  ইংরেজি নববর্ষ-২০২১ হোক করোনামুক্ত, রক্তপাত হিংসা-বিদ্বেষমুক্ত, মানবিক, প্রকৃতিবান্দব নির্মল প্রশান্তি সাফল্যের বছর।
 
আফসার নিজাম
সম্পাদক, মোলাকাত
 
সূ চী ত্র
 
আবার এলো নতুন বছর :: মজনু মিয়া
কোভিডকালীন নববর্ষ :: সৌমেন দেবনাথ
একুশের বার্তা :: হাদিসুর রহমান হিমেল
হ্যাপি নিউ ইয়ার :: আবুল খায়ের নূর
মুহূর্ত :: বিকাশ চন্দ
হ্যাপি নিউ ইয়ার :: শরিফুল ইসলাম
হ্যাপি নিউ ইয়ার :: বি এম হাফিজুর রহমান
হ্যাপি নউ ইয়ার :: কৃষ্ণা বসাক
নববর্ষ- ২০২১ :: তামীম ইকবাল
হেপি নিউ ইয়ার :: শাহীন রায়হান
চারদিকে উৎসব :: শেখ একেএম জাকারিয়া
নতুন বছর শুভ হোক :: পলাশ চন্দ্র দাস
হে বিশ্ব নববর্ষ ২০২১ :: শওকত আলম
বন্ধন :: কমল কুজুর
নতুন বছর তুমি এসো :: পংকজ পাল
নববর্ষের ছড়া :: শ্রীজিৎ জানা
নতুন ভোর :: ইমরান খান রাজ
নববর্ষের চাওয়া :: বিপ্লব গোস্বামী
..................................................
 
আবার এলো নতুন বছর
মজনু মিয়া
 
ভালো যেনো কাটে সময় নতুন বছর এলো
পুরান বছর কি পেলাম না পেলাম চলে গেলো।
সবার জন্য ভালো হোক তা ভালোর আশা করি
কারো যেনো মন্দ না হয় সেই মোনাজাত ধরি।
ভালো মন্দে জীবন গড়া মানুষ যারা জানে
কেউ কেউ আবার এই জিনিসটা কপাল বলে মানে।
কেউ খাবে আর কেউ খাবে না এমন যেনো না হয়
সবাই যেনো সুখে থাকে কামনা তা নিশ্চয়।
নতুন বছর বরণ করে নতুন কিছু করি
নতুন করে দেশ সমাজটা নতুন ভাবে গড়ি।
..................................................
 
কোভিডকালীন নববর্ষ
সৌমেন দেবনাথ
 
এবার সময় ভিন্ন রকম
মনেতে নেই হর্ষ,
তারি মাঝে সময় মেপে
আসলো নববর্ষ।
 
জ্বরায় জ্বরো বিশ্বশালা
মানুষ যে বিমর্ষ,
মনেতে তাই আনন্দ নেই
আসলেও নববর্ষ।
 
স্বাস্থ্য নীতি ভাঙবে না কেউ
তবেই তো উৎকর্ষ,
নেই তেমন পরিকল্পনা
নিয়ে নববর্ষ।
 
ভাইরাস ভয়ে মানুষ দমা
থাকছে ঘরের মাঝে,
কখন কে যে আক্রান্ত হয়
যাচ্ছে সময় বাজে।
 
রাত বারোটা এক মিনিটে
কে জ্বালাবে আলো,
সবার মনে ভাইরাস ভীতি
মনটা বড়ই কালো।
 
বাজবে না গান সাউন্ড বক্সে
করবে না কেউ ফূর্তি,
বেঁচে থাকলে সবই হবে
মনে খুবই আর্তি।
 
দূর হয়ে যাক যত জ্বরা
নববর্ষে এই আশায়,
বেঁধে বেঁধে বাঁচবো মোরা
শান্তি ফিরুক ধরায়।
 
নব আশায় বাঁধবো বাসা
কেটে যাক এই হাসফাস,
নববর্ষে এই প্রার্থনা
বিনাশ হোক এই ভাইরাস।
..................................................
 
একুশের বার্তা
হাদিসুর রহমান হিমেল
 
ভাইরাস মহামারী গিলে খেল বিষ
বিদ্ধস্ত জনজীবন বিপর্যয় হাহাকার ভরা,
যেন সে বিভিষনে ভরা!
ডাল নেই চাল নেই কর্মহীন মানবের আর্তনাদ
সবকিছু বরবাদ।
কর্মের ফল যদি নিরুপন কর,
নতুন বছরে তুমি সততাকে ধর।
ফেলে দাও দূর্নীতি অপরাধ যত,
মিশে যাক মানবের বুক ভরা ক্ষত।
ধোঁকাবাজি লুটপাট কারে কর ভাই,
আপনারে ধোকা দিলে তাহা বোঝনাই!
মমতার জালে বাঁধা নিশিথের হাওয়া,
এরি মাঝে সুখ দু: করে আসা যাওয়া।
আবার ফুটুক সেই প্রভাতের হাঁসি
হে জন্মভূমি! তোমায় যে বড় ভালবাসি।
ক্লান্তিতে ছায়া দাও খরতাপে জ্বল,
কাব্যের ভাষা তুমি অনুভবে কথা বল।
ছন্দের মিল এলোমেলো আজ
একুশে গোছাও স্বপ্নের করিডোর,
নিশিথের শেষে আবারো আসুক
কাকডাকা সেই ভোর।
দয়াময় যেন মুছে দেয় সব
হাজারো ভুলের খাতা,
হরন করিয়া লাভ নেই মন
সেই তো অন্নদাতা।
..................................................
 
হ্যাপি নিউ ইয়ার
আবুল খায়ের নূর
 
নতুন বছর নতুন সাঁজে,
এলো বয়ে মোদের মাঝে।
উল্লাস ভরা আতস বাজি,
মন ভরে যায় সবার আজি।
 
নবীন প্রবীণ যুব নারী,
মাতিয়ে উল্লাস বাড়ি বাড়ি।
রঙ তুলিরই আলপনায় বেশ,
হরেক রকম সাঁজছে দেশ।
 
অতীত যত দুঃখ গ্লানি ভুলে
নতুন রুপে নতুন রঙে এলে।
শুভ হোক সবার মাঝে-
           হ্যাপি নিউ ইয়ার
নব যুগের মানবতার আহবানে-
    জনেজনে করবো শেয়ার।
..................................................
 
মুহূর্ত
বিকাশ চন্দ
 
হাজারো প্রেমময় বন্ধন রাত শেষে দিনের নতুন আলো
কেবলই একটা প্রিয় রঙ স্বপ্নের মতো শুভময় লাল টিপ,
ভূবন জুড়ে বছর দিন শেষ রাতের স্বপ্ন বোনে-
চাঁদের গায়ে ছিল কোথাও নরম আলোর শেষ মায়া।
 
প্রিয় সব হাসি মুখ জানে পেছনে বেদনা বকুল শিউলি -
শাপলা শালুকের পাতায় প্রথম রোদ মুক্তা বিন্দু খেলে,
আবারও সামনে অনেক বড় পথ রেখা বার্তা হীন
জীবনে জীবন মেলে নতুন হৃদয় জুড়ে উষ্ণ শ্বাসের টান।
 
চেনা মুখের অন্তরে সুখ অতল নদীর ঢেউ ভেঙ্গেছে চর-
জলের মানুষ সুর তুলেছে কোথায় বাঁধে জীবন,
সোনার বরণ সকাল ডেকেছে মলের ধ্বনি নিঃশব্দ চলন
পুরোনো ঘরের উঠোনে তেমনই আলোর ভালোবাসা ঘর।
 
রাতের চাঁদের হাসি দিন বদলের ডাকে বোকা বোকা ছায়া
আবারও তো ঘিরে ধরে কিছু সুখ কিছু আশা মনস্তাপ,
সময় ডেকেছে শরীর বরণে শরীর বিমনা উত্তাপ হাসিময়
শুভ সময়ের হাতে হাত সকল ইচ্ছেরা ভাসে বছর ভর মুহূর্ত গানে।
..................................................
 
হ্যাপি নিউ ইয়ার
শরিফুল ইসলাম
 
বহমান স্রতের মত বয়ে চলেছে আমাদের জীবন
পুরাতনকে ভূলে জানাই নববর্ষের সাদর সম্ভাষন।
আজ নতুন দিনের নতুন সূর্ষ নতুন প্রভাত এলো
পূরাতন সাল পাড়িদিয়ে এলো দুইহাজার ষোলো।
হৃদয়ে ছড়াবে আগামি দিনের নতুন উদ্দীপনা
বিগত দিনের ব্যর্থতাকে দিবে নিদারুন হানা।
প্রত্যয়, আশা, ভালবাসা, আবেগ, অনুভূতি,
মান, অভিমান, শংশয়, দুঃখ, বেদনা, ঘাতি,
পাড়ি দিতে হবে সবাই এক হয়ে সাথি।
অতিতের সব গ্লানী মুছে, নতুন দিনে এসে
এক হয়ে গড়ব জীবন নতুন ভালবেসে।
শত্রু হও বন্ধু হও যে যেখানেই থাক
নতুন দিনে ক্ষমা করো আজিকার মত
পুরাতন বছরের অপরাধ আছে যত।
পুরাতন দীনকে জানালাম বিদায় নতুন এলো ভোর
যা কিছু ছিল পিছে যাকনা চলে খুলে দিলাম দোর।
ভুল থেকে শিক্ষা নেব নতুন বছরে এসে
যাকিছু ঘটেছে পুরাতনে না তকিয়ে পিছে।
নতুন সপ্নে এগিয়ে চলো হাত রাখো হাতে
জাতি, ধর্ম, বিভেদ, ভুলে মেতেউঠো শুভ নববর্ষে।
..................................................
 
হ্যাপি নিউ ইয়ার
বি এম হাফিজুর রহমান
 
বর্ষ পঞ্জিকার পাতা উল্টে
আজ বছরের শেষ,
হয়তো কখনো কেটেছে মন্দ
কখনও কেটেছে বেশ!
 
রাত শেষে কাল নতুন দিন
নতুন সূর্যের আলো,
বরন করিবো নতুন বছর
মনে লাগে তাই ভালো।
 
নতুন বছরের হাতছানিতে
দিয়েছে মনে যে দোল,
ভুলে যাব আজ বিগত দিনের
বেদনার যত ভোল।
 
বুনিবো আবার নতুন স্বপ্ন
নতুন দিনের লাগি,
সুখ পাখি মোর রয় যেন ঘরে
দিতে নাহি পারে ফাঁকি।
 
রচিবো অবার নতুন কবিতা
উদিতে নতুন রবি,
ভাল যেন সব সাথীরা থাকে
কামনা করি আমি কবি।
 
আছো যত বন্ধু আমার
ডেকে বলি- মাই ডিয়ার!
শুভেচ্ছা জানাই প্রান খুলে আর-
বলি, হ্যাপি নিউ ইয়ার।।
..................................................
 
হ্যাপি নউ ইয়ার
কৃষ্ণা বসাক
 
আমি দেখেছি অনেক ছেলে-মেয়েকে শনিবার রাত ১২ টার সময় রাসত্দার উপর
খেলছে রঙে
এঁকেছে বিভিন্ন ডিজাইনে
স্বাগত জানিয়েছে
হ্যাপি নিউ ইয়ার ।।
আমি দেখেছি অনেক ছেলে-মেয়েকে আনন্দে আত্নহারা হতে সেদিন তারা দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দের হাতিয়ার তুলে নিয়েছে হাতে
তারা বরণ করেছে বিভিন্ন ফুল দিয়ে
স্বাগত জানিয়েছে
হ্যাপি নিউ ইয়ার ।।
আমি দেখেছি অনেক ছেলে-মেয়েকে রাতে ফোনে কথা বলতে
জানিয়েছে তারা প্রিয়জনকে
হ্যাপি নিউ ইয়ার ।।
আমি দেখেছি রাত যখন তার অন্ধকার জীবন কেটে ওঠে আলোর ঝংকার বয়ে নিয়ে আসে
বাংলার ছেলে-মেয়ে রা সবাইকে জানিয়ে দেয়
নতুন বছর এলো, এলো ২০১২
স্বাগত জানাও তাকে
হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ।।
..................................................
 
নববর্ষ- ২০২১
তামীম ইকবাল
 
আমি নতুন পাওয়া বর্ষটাকে,
নতুন করে সাজাতে চাই,
 
ছন্দভরা হৃদয়টাকে সুর
সাগরে ভাসাতে চাই,
 
দুরের স্বজন দুখে আমার,
সুখের স্বপ্নে জীবন সাজায়,
 
পড়শীরা মোর খোঁজ নিলো না,
আপন জানি দুরের জনা।
 
আগামী আমায় আগাম জানায়,
ভরসা রাখো নির্ভাবনায়,
সেই আগামী বর্ষটাকে,
বন্ধু বলে শুভেচ্ছা জানাই।
..................................................
 
হেপি নিউ ইয়ার
শাহীন রায়হান
 
অতীতের ধূলি জীর্ণ জীবন উদাসী হাওয়ার সুর
যাক মুছে যাক পুরনো গ্লানি পুরনো সকল দুখ্
সূর্য উঠুক নতুন আলোয় পৃথিবী ভরুক বুক
ফুটুক মালতী করবী মল্লিকা আবছায়া হোক দূর।
 
পৃথিবী সাজুক নব শাড়িতে পাখিরা করুক চীয়ার
সুখের বেলুন হোক সবারই হেপি নিউ ইয়ার।
..................................................
 
চারদিকে উৎসব
শেখ একেএম জাকারিয়া
 
নতুন বছর নতুন খুশি,
মনের ভেতর সবাই পুষি
যায় ভরে যায় প্রাণ,
গাছের শাখায় ফলে ফুলে
ছড়ায় নতুন ঘ্রাণ।
 
নতুন সকাল নতুন সাজে
নানান রকম বাদ্য বাজে
চারদিকে উৎসব,
রং খেলা হয়, পটকা ফোটে
দারুণ লাগে সব।
 
পাখি ডাকে গাছের শাখে
ঢেউ গেয়ে যায় নদীর বাঁকে
নতুন ভোরের গান,
নতুন বাতাস নতুন আকাশ
মহান প্রভুর দান।
..................................................
 
নতুন বছর শুভ হোক
পলাশ চন্দ্র দাস
 
হতাম যদি কোন ক্ষুদে কবি
কবিতার ছন্দে লিখতাম আমি
তোমাদের হৃদয় জড়ানো
নতুন বছরের শুভেচ্ছা কাব্য
 
জীবন আমার বড়ই একলা একা
চোখের পলকেই চলে গেল বছর
উতলে এল নতুন ক্যালেন্ডারের পাতা
ভাসা হলো না খুশির জোয়ারে
 
যতটুকু ছিল আনন্দখানি
কেড়ে নিল ভাইরাস মহামারী
সকল মহামারীর হোক বিদায়
পৃথিবী থাক মুক্তি সদাই
 
কাটুক রাত আসুক প্রভাত
যাক পুরাতন যাক মুছে যাক
নতুন বছরে পূরণ হোক
তোমার সমস্ত স্বপ্ন
 
যা অপরাধ ছিল সুধে নিব
তোমাকে না পাওয়ার কষ্ট ভুলে যাব
নতুন করে কাউকে ভালোবাসবো
এই প্রত্যয়ে শুরু করবো নতুন বছর
 
মুছে দিতে তোমার দুঃখ গ্লাণি
নতুন বছর আসবে জানি
অপেক্ষায় বসে আমি শূন্য হাতে
বিদায় জানাবো তোমায় ৩১ ডিসেম্বর রাতে
..................................................
 
হে বিশ্ব নববর্ষ ২০২১
শওকত আলম
 
হে বিশ্ব নববর্ষ !
তুমি নতুন সূ্র্য্যের নতুন আলোয় বিশ্বটাকে করো আলোকিত,
অতীতের যত আছে পাপাচার সবটুকু গ্লানি ক্লেদ মুছে দাও।
পাহাড় সমান মেঘঘোন জনজাল মুক্ত বাতাসে ধ্বণি মিলাও।
 
হে বিশ্ব নববর্ষ !
তোমার সুধা আলো চায়,বিশ্ব মানবতার সিঁড়ি দুহাত বাড়ায়,
গভীর অন্ধকারে ঘিরে আছে পৃথিবীর ষড়ঋতু সামাজিকতা।
উত্তর দক্ষিণ মেরু পূর্ব পশ্চিম গোলার্ধের হীমবাহ হিমাঞ্চল।
 
হে বিশ্ব নববর্ষ !
হে জগৎপতি ! তোমার নব নববার্তা পাঠাও,এই জানালায়,
এই ধরনি ক্ষুধিত ব্যাথিত দুঃখ ভাবাক্রান্ত পতিত
গজব ধারায়।
এই কুলকে তুমি স্বর্গীয় স্বর্ণালী সুখতারার একটি আলোয় গাঁথ।
 
হে বিশ্ব নববর্ষ !
তোমার চন্দ্র সূ্র্য্য গ্রহ তারা আন্হিক বার্ষিকগতি বাক নেয়,
নদীনাল সাগর মহাসাগর ঘোরে ফেরে জোয়ার ভাটার টানে।
তুমিও তোমার জ্বালালি নামাও, কুনফায়া কুন শান্তির ধারায়।
..................................................
 
বন্ধন
কমল কুজুর
 
শীতের তীব্রতা ক্রমশঃ বাড়তে থাকে
তবু একটু একটু করে এগিয়ে যায় দিন,
মাস বছর নিমেষেই হারিয়ে
যায় কালের কৃষ্ণ গহ্বরে
 
মা হারা অসহায় বক শাবক পা ঠুকে ঠুকে
যায় এগিয়ে সবুজ ক্ষেতের আল পথ ধরে
নীল সাগরের মাথার ওপর দিয়ে ছুটে চলে
অতিথি পাখির দল সময় হয়ে এলো বলে
 
পুরনো সব ব্যাথা ভুলে গিয়ে
এবার দিচ্ছে ডাক রাঙা সকাল
মেতেছে আলোয় ভুবন যেন দেখ চেয়ে
নূতনের কেতন ওড়ে আকাশ জুড়ে
..................................................
 
নতুন বছর তুমি এসো
পংকজ পাল
 
তুমি এসো
সব কুসংস্কার ভেঙ্গে
শুভ্র সুন্দরের প্রতিরূপে
নতুন সময়ে নতুন রূপে
ভালোবাসাময় কিছু শব্দে
 
 
তুমি এসো
তৃষিত খরা দূরে বৃষ্টিকে ছুঁয়ে
দোয়েল শালিকের গানটা নিয়ে
শরতের মেঘ আর
হেমন্তের নবান্নে সোনার ধানে
 
তুমি এসো
আমাদের সাদামাটা জীবনের
অবসাদ দূর করে
রঙ্গীণ আলপনে আঁকা
সমৃদ্ধ এক বসন্ত নিয়ে।
 
তুমি এসো
মহামারি আর
রোগ শোক দূর করে
দুঃখ কষ্ট সকল বেদনা ভুলে
শান্তির পরশ নিয়ে
 
তুমি এসো
অনাহারীর আহার হয়ে
একমুঠো ভাত হয়ে
আর কিছুটা আবেগে
নির্যাতিতের প্রতিবাদী ভাষায়
 
তুমি এসো
আলোকময় বারতা নিয়ে
যারা ভুলে সব ব্যাকরণ,
দেশ দশের করে ক্ষতি
দাও তাদেরই নির্বাসনে
 
তুমি এসো
হলুদ খামে একখানা চিঠি লিখে
নিঃসঙ্গ ক্লান্তিময় জীবনের
প্রেমের কবিতা হয়ে
ছন্দহীন জীবনে ছন্দ নিয়ে
 
তুমি এসো
সব অন্ধকার দূর করে
সকল সম্ভাবনার দ্বার খুলে
নবরূপে ঘুরে দাঁড়ানো প্রত্যয়ে
আমার সোনার দেশে
..................................................
 
নববর্ষের ছড়া
শ্রীজিৎ জানা
 
নতুন বছর নতুন আশা বুকে
ভাত পাবে সব ছাত পাবে সব
ফুটবে হাসি দুখির শুকনো মুখে।
 
নতুন বছর নতুন স্বপ্ন চোখে
চড়াই ভেঙে এগিয়ে যাবো
দত্যি দানোর সাহস কতো রোখে!
 
নতুন বছর নতুন দৃঢ় পণ
বিদঘুটেদের কান মুলে দিই
দেশ দশের জন্যে কাঁদুক মন।
 
নতুন বছর নতুন ভোরের গান
ঝঞ্ঝা ঝড়ে থাকবো মিলে
বন্ধু মিতা হিন্দু মুসলমান।
 
নতুন বছর নতুন রোদের আলো
আল্লা হরি ঘুচাও মারী
ভুবন গাঁয়ে সবাই থাকুক ভালো।
 
নতুন বছর নতুন নতুন ভাবো
কাঁটাতারের বিভেদ ভুলে
ডাকলে সুজন- বাংলাদেশে যাবো।
..................................................
 
নতুন ভোর
ইমরান খান রাজ
 
নতুন ভোর, নতুন আলো
দিচ্ছে আবার ডাক,
নতুন দিনের আহবানে
সবার দুঃখ মুছে যাক।
 
নতুন বছর কাটুক ভালো
হাসিখুশির মাঝে,
স্বপ্নগুলো থাকুক সবার
রঙিন খামের ভাজে।
 
নতুন বছরে হোক শপথ
সত্য কথা বলবো,
ন্যায়নীতি আর ভালোবাসায়
সঠিক পথে চলবো।
..................................................
 
নববর্ষের চাওয়া
বিপ্লব গোস্বামী
 
নতুন বছর আসুক নিয়ে
নতুন আনন্দ উল্লাস,
নিপাত যাক করোনা-ত্রাস
মিটুক ্যাকসিন তল্লাশ।
 
নতুন বছর আসুক নিয়ে
এক নতুন সুসংবাদ,
কোভ্যাকসিনে হয় যেন ভাই
কালকরোনা বরবাদ।
 
নতুন বছর আসুক নিয়ে
নতুন আশার আলো,
মিটে যাক আতঙ্ক-ত্রাস
মুছুক আঁধার কালো।
 
নতুন বছর আসুক নিয়ে
নতুন এক প্রত্যয়,
মনের সকল সুপ্ত আশা
সব সত্যি যেন হয়।

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.