মাইন সরকার’ছড়া
কৃষক কাঁপে ভয়ে
ক্ষেতের ধান ক্ষেতেই যেনো
যুদ্ধে যাবে ট্রয়ে।
করবে তবে জয়
পাতি নেতা ক্ষেতে ভরা
এমন কেনো হয়।
ছবি তুলার দৃশ্য
কাচা ধান কেটেই তবে
জয় করিবে বিশ্ব।
কীসের লগডাউন
এখন দেখি তারা চালায়
বৈশাখী শো ডাউন।
ইমেজ নষ্ট করে
ক্ষেতের ধান ক্ষেতেই আছে
কৃষক কেঁদে মরে।
……………………………………………
নদীর কাছে আসি
শীতলক্ষ্যা নদী আছে
আমার পাশাপাশি।
শীতল ছিলো জল
বর্ষা কালে যৌবন এলে
করতে যে টলমল।
স্টিমার চলতো ঝাঁকে
বৈশাখ এলে বসতো মেলা
ঘোড়াশালের ঘাটে।
জল গেলো সব কই
ঐপারের ঐ জেলারও
করে না হইচই।
নাও থাকে না ঘাটে
মাঝিরা সব রিক্সা চালায়
দূরে গন্জের হাটে।
পায় না বোয়াল মাছ
চিমনিওয়ালা কারখানারা
করছে এখন রাজ।
দখল করলে যারা
প্রকৃতির এই বিরুপ আবাশ
পাচ্ছো কী আজ তারা।
……………………………………………
বসলো না আর মেলা
ঘরের ভেতর বন্দি মানুষ
যাচ্ছে কেটে বেলা।
কান্নাকাটির ঢেউ
ক্ষেতের তরমুর ক্ষেতেই আছে
দেখার নেইতো কেউ।
আম যাবে না ইউরোপে
ঝণ খেলাপির ঝালে তারা
বাঁচবে তবে কী রুপে।
বলছি এবার থাম।
গরীব মানুষ বাঁচবে না আর
ভুলে কাজ কাম।
……………………………………………
অপেক্ষায় অধিক
লগডাউনে ট্রেন চলে না
নিরব চারিদিক।
কেউ খোলে না আর
মহামারীর এই আকালে
শুধুই হাহাকার।
স্টেশনে নেই গাড়ি
ট্রেনের ছাদে কেউ উঠে না
কেউ ফিরে না বাড়ি।
মেঘ উড়ে যায় দূরে
যখন তখন তুফান আসে
আমার হৃদয় পুড়ে।
মনটা আমার দোলে
আবার কবে আসবে মানুষ
বসবে দোকান খোলে।
……………………………………………
কঠিন মহামারী
হাতে হাত থাকছে না আর
রাস্তায়ও নেই গাড়ি।
হৃদয় ভেঙে চূড়ে
ঘর বন্দি থাকছে মানুষ
একটু দূরে দূরে।
মুখ লুকিয়ে কাশে
আপন জনও রোগী হলে
কেউ থাকে না পাশে!
কঠিন লগডাউন
বাসায় বসে করছে সবাই
রোগীদের ক্রাউন।
সমাজ থেকে দূরে
করোনার এই অসময়ে
হৃদয় ভেঙে চূড়ে।
গরীব মরছে ধুকে
পুঁজিপতি মালিক শ্রেণি
তারাও নেই সুখে।
দেশের করুন হাল
প্রতিদিনই নিউজ হচ্ছে
তুমুল ফালা ফাল।
খাদ্যের গাড়িত হামলা
তেল ডাল আর চাল চোরেরা
এবার তোরা সামলা।
……………………………………………
কেউ করে না দেখা
লগডাউনের বিকেল কাটে
নদীর তীরে একা।
মাছ ধরিতে জেলে
আমি কেবল তাকিয়ে থাকি
দিগন্তে চোখ মেলে।
পশ্চিম দিকে ডুবে
সাদা বকটা ক্লান্তি নিয়ে
যায় হারিয়ে পুবে
ঝিঝি পোকার ডাক
গাছের ডালে একা বসে
দূর শহরে কাক।
বৃষ্টি পড়ে জলে
মন পাখিটা লুকিয়ে থাকে
গহীন নদীর তলে।
……………………………………………
তারাই বাজায় তুরি!
করছে কারা চুরি?
বেদম চুলচুলায়!
যাচ্ছে কার চুলায়?
সবুজ কালির ক্ষরা
জননেত্রীর নোটবুক এখন
লাল কালিতে ভরা!
জনগনের হামলা
তেল ডাল আর চাল চোরেরা
এবার তোরা সামলা!
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Facebook: facebook.com/samoiki
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments