স্হবির জনপদ_সাঈদী আলম
নিত্যদিনের কোলাহল হৈ হল্লোড়, হৈ চৈ নজরে পড়ে না। মনে হয় এই জনপদে বহুলোকের বসাবাস ছিল হঠাৎ কোন ঝড়ে তারা হারিয়ে গেছে তাদের গড়া সে অট্টালিকা, দোকান,শপিং মলগুলো সাক্ষ্য দেয়। মাঝে মধ্যে মনে হয় এ যেন এক ভূতুড়ে নিকষ কালো অন্ধকার নগরী। কালের নিমিষে তারা হারিয়ে গেছে অজানা এক পথে। সবাই আপন প্রাণ বাঁচাতে ব্যস্ত। জানে না কেউ কোন সময় কেউ আক্রান্ত হয়ে লকডাউন নামক নিষিদ্ধের কবলে পড়ে। এ যেন এক আতঙ্ক বিরাজ করছে জনপদে, লোকালয় গুলোতে। যে সময় আপনজনগুলো কাছে জড়িয়ে নিতো, করতো হ্যান্ডশেক,করতো করমর্দন। এখন বলে আপন আপন দুরত্ব বজায় রেখো চলো। প্রবাদের সাথে হুবহু মিলে যাচ্ছে 'চাচা আপন প্রাণ বাঁচা' আতিথেয়তা খানিকটা নিরৎসাহিত করা হচ্ছে।কোথাও যাবেনও না কোথাও আসবেনও না। যেখানে আছেন,সেখানে থাকুন, ভালো থাকুন।যা আছে তা নিয়ে থাকুন প্রয়োজনে আলুসিদ্ধ খেয়ে দিনাতিপাত করুন। সবাই মাস্ক পরে আছে, কতজনে কত কথন। বয়স্করা হাসাহাসি,কেউ করে কানাকানি। সবার ভিতর এক অজানা আতঙ্ক দিব্যি খেলছে। গণপরিবহন বন্ধ করার পূর্বে শুরু হয়ে গেছে পরিবহন নৈরাজ্য।একটা গাড়িতে যেখানে আপডাউন সেখানে ৫/৬ এর অধিক গাড়ি চেঞ্চ করে গন্তব্যে পৌছতে হয় ডাবল ভাড়া দিয়ে। গ্রামের যারা দিন মজুর তারা পড়ে গেছে বিড়ম্বনায়। এভাবে চলবে কতদিন কি হবে তাদের ফ্যামিলির আর্থিক যোগান কে দেবে? এ প্রশ্নের সমাধান এখনো মিলেনি। এতো কর্মযজ্ঞতা এতটুকু নিঃশ্বাস পাওয়া যায় না। তারা আজ বেকার, অলস ঘুমিয়ে চুকিয়ে দিনাতিপাত করছে।হতাশা আর উদ্বিগ্নতা তাদের ভিতর কাজ করছে। বাচ্চারা আজ স্কুল, মাদরাসা থেকে ছুটি পেয়ে বাড়িতে একেকটা জ্বালাতন শুরু করে দিছে । মসজিদে দেখা মিলে মুসল্লিদের তাদের আকুতি মিনতি খোদার দুয়ারে যেন মহাবিপদ থেকে তারা রক্ষা পেতে চায়।রাষ্ট্রযন্ত্র ব্যস্ত তাদের কর্মযজ্ঞ নিয়ে, সামরিক বাহিনী টহল দিচ্ছে; মনে হয় অজানা,অচেনা এক শক্তির বিরুদ্ধে রণাঙ্গনের প্রস্তুতি নিচ্ছে স্বাধিনতার এই মাসে। ২৬ শে মার্চ প্রতিবছর ঝাকঝমকভাবে জাতীয় দিবস পালিত হয়ে আসছে। এবছর নিরবতায় কেটে গেলো স্বাধিনতা দিবসটা। হয়তো বাঙালি জাতিকে বিচ্ছিন্ন হয়ে চেতনা ভুলে থাকতে হয়েছে এই দিবসে।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Facebook: facebook.com/samoiki
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments