মাহমুদ মোস্তফা’র ছড়া
ঘুরছি নানান বাঁকে
যেমন স্বাধীন থাকে
তেমনি ভাবে স্বাধীন থেকে
ঘুরছি নানান বাঁকে।
সত্য কথাগুলো
স্বাধীনতার উঠোনটাতে
জমছে নোংরা ধূলো।।
……………………………………………
নেই ভালো রাস্তা
কোথায় এমন দশা
বলি শোন আজ তা-
সে অনেক দূর
কুড়িগ্রাম জেলাতে
নারায়ণপুর।।
……………………………………………
অশেষ লোকের ভীড়ে
মনের মত ঘর সাজাব
স্বপ্ন তোকেই ঘিরে।
সব'চে আপন জন
কল্পনাতে ছবি এঁকে
দিলাম তোকে মন।
ভীষণ কষ্ট পাই
তুই ছাড়া এই হৃদয় মাঝে
অন্য কেহ নাই।।
……………………………………………
ভীষণ কাছে পাবার
তাই নিয়েছি অনুমতি
আম্মু এবং বাবার।
এবার তোমার বাড়ি
ভাইয়া ভাবি বলছে কথা
আভাস পাচ্ছি তারই।
এবার কথা পাক্কা
একই সাথে তোমার আমার
ঘুরবে জীবন চাক্কা।।
……………………………………………
আমার ঘরে
আনব তোমায় সাজিয়ে।
জানবে সবে
আমার হবে
জানাব ঢাক বাজিয়ে।
বুঝেসুঝে
দুইজনে সম্মত হই।
আমরা রাজি
আসবে কাজী
দলিলটাতে করব সই।।
……………………………………………
আরিফ জারিফ হেনা
ভাবছে গাঁয়ের অনেক কিছুই
অদেখা অচেনা।
হাঁসের ছানা হেসে হেসে
বলল- আছে জানা?
এই পুকুরে নামা নাওয়া
ঢিল ছুড়তেও মানা।
পড়বে পিঠে কিল।।
……………………………………………
ঘুরব শহরজুরে
দুচোখ ভরে দেখব সবই
হাওয়ায় উড়ে উড়ে।
বন্ধু- পরির দলও
সঙ্গী হতে চাইলে কেহ
করতে পার কলও।
মেসেঞ্জারও খোলা
দলটাকে আজ ভারী করে
হব আত্মভোলা।
ফেন্টাসি কিংডমে
স্বচ্ছ পানি গায় ছিটিয়ে
উঠবে খেলা জমে।
নয়তো বেশি দূরে
নানার রকম রাইড আছে তাও
দেখব ঘুরে ঘুরে।
আড্ডা দিয়ে শেষে
সন্ধ্যেবেলা হাতিরঝিলে
মিলব সমাবেশে।
করেই দেব পার
জলদি করে বেরিয়ে পড়
আর দেরি নয় আর।।
……………………………………………
সুইচ টিপলেই আলো
তবু এমন বন্দি ঘরে
আর লাগে না ভালো।
হাঁটতে নরম ঘাসে
গাছগাছালি ফুল পাখি সব
থাকবে আশেপাশে।
ক্রিকেট ও ফুটবলও
এমন পরিবেশে বাবা
আমায় নিয়ে চলো।।
……………………………………………
চলে এলাম ঢাকা
রাস্তা ঘাট ও অলিগলি
লাগছে ফাঁকা ফাঁকা।
তেল পোড়া ওই গন্ধ
উৎপাতে যার শ্বাসনালীটা
আসতো হয়ে বন্ধ।
অন্য দিনের মতো
কেমন করে বোঝাই বলো
লাগছে খুশি কতো!!
……………………………………………
শূন্য তবু ঘর
ভাবতে গেলেই চক্ষু ভেজে
বুক কাঁপে থর থর।
বুকটা সাহস ভরা
কিন্তু আজি আষাঢ় মাসেও
চলছে ভীষণ খরা।
তীব্র কোন ঝড়ে
সবসময়ই বাবা তোমায়
ভীষণ মনে পড়ে।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments