Happy New Year 2021 পঙক্তিমালা-১ম পর্ব

 
ভালোবাসার অনেক বাস্তবতা স্মৃতি হয়ে গেছে গত ২০২০ সাল। আতঙ্ক, উৎকন্ঠায় ঘরবন্দি জীবন কেটেছে। মানুষের অত্যাচারে যেখানে পৃথিবীর প্রাণীকুল ছিলো বিপন্ন সেখানে করোনা কালে তারা বাঁচার সুযোগ পেয়েছে। মানুষ থেকেছে ঘরের ভেতরে আর প্রাণীরা তাদের স্বাধীনতায় বিচরণ করেছে তাদের নিজস্ব পৃথিবীতে। মানুষ হারিয়েছে প্রাণ। তা কখনোও পুরন করা সম্ভব নয়। আমাদের শিক্ষা নিতে হবে পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে সবার বাঁচার অধিকার দিয়ে আগামী সাজাতে হবে। ২০২১ সাল হবে আগামীর পৃথিবীর বাঁচার কাল। তাই আমাদের প্রার্থ না হবে  ইংরেজি নববর্ষ-২০২১ হোক করোনামুক্ত, রক্তপাত হিংসা-বিদ্বেষমুক্ত, মানবিক, প্রকৃতিবান্দব নির্মল প্রশান্তি সাফল্যের বছর।
 
আফসার নিজাম
সম্পাদক, মোলাকাত
 
সূ চী প ত্র
 
শেষ প্রহরের কবিতা :: তমসুর হোসেন
দুটি বছর গৃহবাসী :: সায়ীদ আবুবকর
নতুন প্রভাত :: বনশ্রী বড়ুয়া
নতুন বছর :: তৈমুর খান
আগামী :: তানজারীন ইফফাত স্বাতী
শুভ হোক নববর্ষ :: সৈয়দ নাজমুল আহসান
নববর্ষ ২০২১ :: কবিতা সুলতানা
একুশটা যাক ভালো :: রানা জামান
হ্যাপি নিউ ইয়ার : ২০২১ : একাল সেকাল :: লুনা রাহনুমা
তিন শত পঁয়ষট্টি পৃষ্ঠা :: তাজ ইসলাম
নিউ ইয়ার :: রুপালী রায়
নতুন বছর :: শঙ্খশুভ্র পাত্র
আলোর জানালা :: অরপণা শীল
নতুন বছর ডাক দিয়ে যাই :: সাঈদুর রহমান লিটন
হ্যাপি নিউ ইয়ার :: রুমা হামিদ
আসুক সুসংবাদ :: হামীম রায়হান
একুশের আনন্দে! :: বিশ্বজিৎ কর
শপথ :: কবির কাঞ্চন
নতুন বছর :: শাহীন খান
বেতাল :: মুন্সি আব্দুল কাদির
..................................................
 
শেষ প্রহরের কবিতা
তমসুর হোসেন
 
বছরের শেষ প্রহরে কবিতার দুটো লাইন লিখব বলে
খাতা খুলে বারবার ভাবছি বিগত বছরের নানান কথা
হৃদয়ে বেদনার আবর্জনা আর খড়কুটো ছাড়া কিচ্ছু নেই
সাপের মতো বুকে হেঁটে স্মৃতির ভাগাড় ক্লান্ত পরিশ্রান্ত।
 
হিতাকাঙ্খী স্বজনেরা অনেকেই বেঁচে নেই পৃথিবীতে
যাদের সাহচর্যে সর্বদা শীতল হত ব্যথিত বিমর্ষ অন্তর
আমার দশ বছরের চঞ্চল ছেলেটিরও যে কি রোগ হল
সেও তড়িঘড়ি করে চলে গেছে মহাকালের অজানালোকে।
 
সারাটা বছর আমি চোখের জল ফেলেছি ছেলেটির জন্য
শূন্য পথের দিকে চেয়ে তার জন্য কষ্টের প্রহর গুনেছি
রাত পোহালেই সকালের রোদ বয়ে আনবে নতুন বছর
আনন্দে উদ্বেল হয়ে সবাই স্ফুর্তি আর হল্লা করে ফিরবে।
 
আমি যে হারানোর বেদনায় আহত মুহ্যমান হয়ে গেছি
স্বপ্নের অরণ্য নিশ্চিহ্ন করে জীবনে এসেছে ধ্বংসের ফাটল
মৃত স্বজনরা হৃদয়ে নক্ষত্রের প্রদীপ হয়ে সারাক্ষণ জ্বলে আছে
দেয়ালে ঝুলে আছে তাদের ভাষাহীন ফ্যাকাশে পোট্রেট।
..................................................
 
দুটি বছর গৃহবাসী
সায়ীদ আবুবকর
 
একটি বছর দুচোখ ভিজিয়ে জলে
কাঁদো কাঁদো স্বরে বলে,
ভাই,
ছুটির ঘন্টা পড়েছে আমার, যাই?”
শুনে তার কথা ঘরের লোকটা ভাবে,
একদিন সেও তার মতো চলে যাবে।
নতুন বছর দুচোখে কাজল মেখে,
কপালে ঠোঁটে রঙিন নকশা এঁকে,
অঙ্গে জড়িয়ে গহনা দামি শাড়ি
দরোজার কড়া নাড়ে এসে তাড়াতাড়ি;
ঘরের লোকটা দরোজাটা দিলে খুলে,
উল্লাসে খুব, ঝড়ো হাসি মুখে তুলে
বললো, “হে গৃহবাসী,
আসি?”
ঘরের লোকটা তার দিকে চেয়ে ভাবে,
সময় ফুরোলে এই হাসি মুছে যাবে।
..................................................
 
নতুন প্রভাত
বনশ্রী বড়ুয়া
 
ফুল পাখিদের গানে গানে
আসুক নতুন বছর।
বিষের জ্বালা বিশেই যাক
কাটুক সুখের প্রহর।
 
মরণ রোগ আর হাহাকারে
কাটলো সারা বছর।
হাঁচি-কাশি জ্বরের জ্বালায়
কাপঁলো গোটা শহর।
 
ছেলে নেয় নি বাবার লাশ
বউ চিনেনি স্বামী,
মরণব্যাধির কেমন দহন
জানে অন্তর্যামী।
 
আপন সকল পর হয়েছে
বন্ধ করেছে দোর,
ভালোবাসার টানে আবার
আসুক নতুন ভোর।
..................................................
 
নতুন বছর
 তৈমুর খান
 
 নিউ ইয়ারে খুঁজছি হ্যাপি
 মাথায় আছে জাম্বু টুপি
 শীতকাঁপুনি সকালটাতে
 রোদ ঢেকেছে কুয়াশাতে
 কোথায় সে উষ্ণতা পাই
হৃদয়টা সেঁকে নিতে!
 
 কোথাও দূরে বাজছে বাঁশি
 সুর ছুটছে রাশি রাশি
 নৌকাগুলি যাচ্ছে ভেসে
 মনদরিয়ায় হেসে হেসে
 আমার শুধু সকাল ফুরায়
 কার অপেক্ষায় বসে বসে?
 
 শুভেচ্ছা মোড়া লিপিখানি
 আজ কেন যে সে পাঠায়নি!
 ফুল দুলিয়ে খোঁপার মাঝে
 কার ঘরে সে চলে গেছে!
 আমি একা আগলে আছি
 তার স্মৃতি মনের কাছে।
 
 কোথায় হ্যাপি? দু'একটি কাক
 উঠোন জুড়ে তাদেরই ডাক
 আসছে সময়, এই সূচনা
 মনে মনে তার ভাবনা
 ঠাণ্ডা হাতে নিজেকে ছুঁই
 নীরবে শুধু তার বন্দনা।
..................................................
 
আগামী
তানজারীন ইফফাত স্বাতী
 
নতুন বছরে পাই যেন নতুন কোন সুর
নতুন বছরে নেমে আসুক নতুন কোন সুখবৃষ্টি
নতুন বছর বয়ে আনুক আমার মুক্তি, আমার জয়
কেটে যাক পুরানো কোন দুঃস্বপ্নের ভয়।
আমি আলিঙ্গন করবো শুভ্রতাকে ভোর হতে সন্ধ্যা কিম্বা রাতি,
আমি জড়িয়ে নেব আরাধনার সুখ-প্রাপ্তি
মেলাতে চাই না কোন জমা-খরচ, কোন লেনদেন
যেমনি সূর্য ডুবে গেলে চাঁদ ওঠে
রাত ডুবে গেল ভোর হয়
বৃষ্টির পরে রঙধনু খেলে,
তেমনি নতুন বছরে হৃদয় আকাশে
চাঁদ তারকারা খেলুক আনমনে
রোদের আলো ছড়াক
রঙধনু উঠুক।
পারিজাতের ছোঁয়ায় জীবনে আসুক বসন্ত
আমি স্নান করি সমুদ্রজলে
ভিজি রাত-জ্যোৎস্নায়।
সমুখে কে আছে দাড়িয়ে?
তার হাত ধরে এগিয়ে চলি নতুন বছরে,
ভুলে যাই বেদনা যা ছিল
মিলে নতুনে মাতি ভুবনে।
 
আমার ঈশ্বর!
ভুবনমোহিনী নামুক আমার আঙিনায়
পাঠাও দেবদূত আমার গৃহছায়।
..................................................
 
শুভ হোক নববর্ষ
সৈয়দ নাজমুল আহসান
 
বছরের প্রথম দিন
ডায়েরিটা খুলে নিন
যা কিছু ছিলো ভুল
না রেখে একচুল
মুছে ফেলে রাবারে
ভালোবাসুন সবারে
না করে পাপ স্পর্শ
পূণ্যের আনন্দে মেতে হর্ষ।
 
শুভ হোক নবর্বষ
সত্য, সুন্দরে উৎকর্ষ।।
..................................................
 
নববর্ষ ২০২১
কবিতা সুলতানা
 
হে নববর্ষ, তোমারে জানাই শুভেচ্ছা,
হাসি মাখা মুখে, নতুনত্বের সুখে,
 
পুরানো দিনের হারানো স্মৃতি,
বার বার ডাকবে আবার হয়তো,
 
তবু নতুন পাওয়া দিনগুলো গড়বো সুখে,
রুখবো দুঃখে, স্বপ্ন বুকে।
 
নতুন ফুলে সাজানো বাগান,
নতুন সুরে পাখির গান,
করবে বিলিন দুঃখের দিন,
হাসবে হৃদয় কাটবে ম্লান।
 
সুরের মূর্ছনায়, ছন্দের আল্পনায়,
আমি গাইবো সেই গান,
যে গান আগামির চেতনায় বিশ্বাসী প্রেরণায় হবে সুখ প্রত্যাশী প্রাণের ধ্যান।
 
হারাবে হয়তো পুরানো দিন,
শোধবো নতুনে পুরান ঋণ।
..................................................
 
একুশটা যাক ভালো
রানা জামান
 
প্রতিবছর যেমন আসে
এবারো আসছে তাই
ভীতিটা কি থাকবে তেমন
এখনো যেমন পাই
 
করোনার দখলে ছিলো
পুরোটা কুড়ি সাল
একুশ জুড়ে করোনা কি
মিটিয়ে যাবে ঝাল
 
কেমন হবে আগামী সাল
কপালে পড়ে ভাঁজ
কুড়ির মতো একুশটা কি
থাকবে ঘিরে সাঁঝ
 
কভিড উনিশ উধাও হয়ে
একুশটা যাক ভালো
ভালো থাকার ভাবনা ভেবে
মনটা রাখি আলো।
..................................................
 
হ্যাপি নিউ ইয়ার : ২০২১ : একাল সেকাল
লুনা রাহনুমা
 
সেকালে আমরা ছিলাম রঙ্গনগুচ্ছের মতো গায়ে-গায়ে মাখা।
একালে আমরা একক বৃত্তের ভেতর সবাই ভীষণ একা, একলা।
 
সেকালে আমরা একপাতে খেয়েছি খাবার
হেসে গড়িয়ে পড়েছি গায়ে গায়-
একালে আমরা নিজেরাই রাঁধি -
আর নিজেই খাই নিজের খাবার।
 
কি বললে, বন্ধুকে খাওয়াইবো?
হায় হায়, সে উপায় কি আর আছে ভাই? 
জানো নাই, লকডাউন যে দিয়েছে আবার!
মরণঘাতী করোনা ভাইরাস এখনো পৃথিবীতে খুব সোচ্চার!
 
 
সাংঘাতিক যে বছরটি শেষ হলো মাত্র
সোৎসাহে জানাই তারে বিদায়,
কিন্তু বিশেষ এই বছরটিকে নিয়ে বন্ধু
কিছু কথা না বললেই নাই।
 
নবজাতকের ভিড় লেগেছিলো বছরের বারোটি মাস
প্রথমবারের মতো মা হয়েছে কত মেয়ে, সেকি উল্লাস!
চাকরিচ্যুত ফয়জুলের ঘরে অন্নের অভাব দিয়েছে হানা
গলাগলি করে বিছানা বালিশে দুই বন্ধুর খেলা হলো মানা।
 
বাংলাদেশে মায়ের আচার, মোরব্বা, আমের ফলি, আর অশ্রুভরা আঁখি দুইখানি
আব্বার কবরের পাশে নতুন করে যোগ হয়েছে চাচা ফুপুর মাটির ঘর দুইখানি।
 
ছেলেটিকে মায় দেখতে পারেনি একটি বছর হলো
বাপের কপালে চুমু খায়নি মেয়ে, যাতায়াত ছিল বন্ধ।
 
সেকালের মানুষ আমরা, বেঁচে থাকতে জন্মের মত অভ্যাস বদলেছি কত -
নতুন বছরে ফিরে পেতে চাই আগের সেই পৃথিবীকে, মন্দ বলেছি যাকে শত। 
 
সংখ্যা হিসেবে দুই শূন্য দুই শূন্য: শুনতে অনিন্দ্য সুন্দর নাম্বার
কুসুমের মাঝে কীটের মতন করোনা এসে সব সুন্দর করে দিলো সাব্বার।
 
বিষে বিষময় দুই হাজার বিশ পার হয়ে এই পর্যন্ত টিকে আছি যারা,
আশা করি একের যোগে একুশ এসে কাটাবে দুই হাজার বিশের ফাঁড়া।
 
একালে আমরা খুব জাত-পাত মানি, ছোঁয়া-ছুয়ি এক্কেবারেই মানা-
সেইকালের স্মৃতি সপ্নের মতো, মরমে মরে রেখে গেছে তার ডানা।
 
নতুন বছরে নতুন প্রভাত, নতুন নতুন আশা
করোনা নামের ভাইরাস যেন আর ছড়ায় না তার বাসা। 
পৃথিবী শুধু মানুষের নয়, সকল প্রাণীর সমান
সবার অধিকার, পাওনা বুঝিয়ে যত্ন করবো সবার।
 
একটি বছর চলেই গেলো যুদ্ধ করে করে
আরেকটি বছর তবুও এলো - নতুন বার্তা নিয়ে।
একুশ সালের ভালোবাসা হাজার ফুলে ফুটুক
বিশের জ্বালা ভুলিয়ে একুশ মানবতায় হাসুক।
..................................................
 
তিন শত পঁয়ষট্টি পৃষ্ঠা
তাজ ইসলাম
 
নতুন ক্লাসে উত্তীর্ণের
আনন্দের মত
ভোরের আকাশে উঠছে
বছরের প্রথম সূর্য।
 
মেলে ধরা নতুন খাতার মত
বছরের প্রথম দিন
তুলে ধরছে নতুন সকাল।
 
তিন শত পঁয়ষট্টি পৃষ্ঠায়
লিখে যাবে সংগ্রামে, সংকল্পে
সাফল্য লাভের কথা;
 
জুলুম অবসানের কথা
জালিমের বিরুদ্ধে রুখে
দাঁড়ানোর কথা
সাদা পৃষ্ঠাগুলো
রক্তাক্ত হলেও
 
একেকটি রাত 
সাঁজাবে স্বপ্নের পসার
একেকটি দিন
নিয়ে আসবে নতুন ভোর।
 
আর আমরা
সাহসের আতর মেখে
সময়ের চাঁছে
নিজেদের ঢেলে সাজাতে
 
প্রত্যেক নতুন বছরে
আবার উজ্জীবিত হয়ে দাঁড়াব।
..................................................
 
নিউ ইয়ার
রুপালী রায়
 
শত শতাব্দী ব্যাপী
প্লাবিত হোক
তব প্রেম স্রোত ধারা
মম হৃদয় কাননে
ভেসে উঠুক তব কথাকলি
মোর অন্তর ভুবনে
সুখরাশি বিচ্ছুরিত হোক তব
জীবন অঙ্গনে।
শুভ হোক জাগতিক মরুভূমি
সজ্জিত হোক নব চারাগাছে
হেপী নিউ ইয়ার 2021
আনন্দ অন্তহীন ভালোবাসার আলিঙ্গনে
 
ভুলিয় না প্রিয়
ভুলিয় অতীতের সব অভিমান
বিদায়ী বর্ষে শুধু বেঁচে থাকুক
 
সততা আর সম্মান।
মনে রেখো ভালোবাসাটুকু
মনে রেখো অটুট বন্ধন
সুখরাশি বিচ্ছুরিত হোক
তব জীবন অঙ্গন।
..................................................
 
নতুন বছর
শঙ্খশুভ্র পাত্র
 
সবাই ভালো থাকুন, কেন
দুঃখ রাখেন পুষে ?
নতুন বছর সুস্বাগতম্
দুইহাজার একুশে
দুনিয়া খুশি আগের মতো
নেই ভাইরাস ভীতি
ইচ্ছেচিঠি সব জায়গায়
রাঙিয়ে তোলে প্রীতি
হারানো সেই ছেলেবেলার
স্বপ্নরঙিন ছবি
জানান দিল, এসব নাকি
আঁকতে পারেন কবি
রহস্য নয়নতুন বছর
মানে আশার আলো...
এমন কিছু ভেবে নিয়েই
থাকতে হবে ভালো
কুশল নেব সকল জনের
আমরা তো তাই পারি;
শঙ্কাবিহীন, ভালোবাসায়
হাসুক জানুয়ারি
..................................................
 
আলোর জানালা
অরপণা শীল
 
একটি আলোর জানালা চাই
ঝলমলে আগামীর ইশারায়, নব জাগরণে,
প্রাণখোলা হাসি ইচ্ছের হাওয়ায় ভেজাব
কান্নাগুলো দূর নক্ষত্রের কাছে বন্দক রাখব ।
থরে থরে গোছানো মেঘের শতরঞ্জি
ঘরে টেনে নেব নিজের করে।
লুকোনো গল্পরা প্রাণ পাক
রাতজাগা শুকতারা ও হতে পারে।
আকাঙ্ক্ষার আয়েশী ঘোড়ারা ছূটূক না
প্রিয় আঁচলের বাহারি উদ্যানে।
দখিনার ঊষ্ণতায় সারারাত ভিজে
পাগলামো সব বিছিয়ে যাব লতানো
গুল্মের মত যত্নের অন্দর মহলে।
ছুটে চলা সময়কে থামিয়ে দেয়া স্বপ্ন 
ছুয়ে দেখব নতুন করে।
অনাগত বিপদের বারতা বাহক সকাল
আটকে থাকুক পুরনো দেরাজে।
অচল দীঘির কাজল জলে
সাঁতার কাটুক রোদের ছায়া।
নির্বাসিত সুখ লাবণ্যে ফিরুক নাহয়
মধ্যাহ্নের ধ্যান সেরে নীরব মাঠে।
আজকের সূর্যটা অকৃপণ আলোয়
বয়ে আণূক হাজারো শুভ কামনা
পাখিদের কণ্ঠে ঝরুক দিনের অভ্যর্থনা।
..................................................
 
নতুন বছর ডাক দিয়ে যাই
সাঈদুর রহমান লিটন
 
নতুন বছর আসছে আবার
মনে দিচ্ছে দোলা,
বছরটা এমন গেছে
যাবে কি আর ভোলা।
 
দুঃখে কষ্টে চোখের জলে
বছর দিলাম পাড়ি,
বিশ সালটা খুবই খারাপ
তার সাথে তাই আড়ি।
 
চাই না দেখতে তার মুখটা
ভিষণ পাজি সালটা,
হঠাৎ করেই নষ্ট করলো
জীবন চলার তালটা।
 
নতুন সালকে ডাক দিয়ে যাই
বিশকে পিছন ফেলে,
সুন্দর প্রভাত স্বপ্ন দেখি
স্বপ্নের দু'চোখ মেলে।
 
সামনের বছর ভালোই হবে
পোড়ামন তাই বলে,
এই মন খুব খুশি খুশি
পুরোণ যাবে চলে।
..................................................
 
হ্যাপি নিউ ইয়ার
রুমা হামিদ
 
তারাবাজিই বাজে ছন্দ
বাতাশে বারুদের গন্ধ,
অনল ফুলকি রাঙায় রাত
আহা! কি আনন্দ
বিশ্ববাসী বলছে সকল
হ্যাপি নিউ ইয়ার,
শহর বন্ধু খাচ্ছে বিরানি
সাহেবদের মুখে বীয়ার
আসমানে আজো আছে তারা
কেউ তো দেখেনা,
অন্ধকারে ভূতের ভয়, আজ
কেউ তা মানেনা।
দেখছি নতুন সোনার স্বপ্ন
সোনাফলা মাটিই বসে,
মধ্যরাতে খেলুম ফিরনী
স্বাদের খেজুর রসে
আমাদের নববর্ষ
বাংলায় বলার অধিকার,
সাহেব সমস্বরে বলি তবু
হ্যাপি নিউ ইয়ার
..................................................
 
আসুক সুসংবাদ
হামীম রায়হান
 
বিষিয়ে উঠা বিশের পরে
আসছে তরুণ একুশ,
সুসংবাদের আশায় হয়ে
যাক না দিল খুশ!
মাস্ক বন্ধী জীবনখানা
উঠল হাঁপিয়ে,
চাই যে মন দেশটা ঘুরি
আবার দাপিয়ে!
নতুন সালের নতুন ভোরে
আসুক সুসংবাদ!
ভয় তাড়িয়ে সবার মনে
উঠুক ঈদের চাঁদ!
..................................................
 
একুশের আনন্দে!
বিশ্বজিৎ কর
 
দু'হাজার একুশ,
সবাই থাকুক খুশ!
নতুন বছর, নতুন আশা -
কেটে যাক সব হতাশা!
আবার শান্ত হোক পৃথিবী,
ফুটে উঠুক শান্তির ছবি!
আনন্দে ভাসুক একুশে,
থাকুক সবাই রসেবসে!
Happy New Year,
মানবিকতাই হোক হাতিয়ার!
..................................................
 
শপথ
কবির কাঞ্চন
 
নতুন বছর নতুন দিনে
নতুন আশা নিয়ে
নতুনভাবে স্বপ্ন সাজাই
আপন কর্ম দিয়ে।
 
পুরানো দিনের সব গ্লানি
নতুন দিনে মুছি
নতুনভাবে জীবন রাঙাই
দুঃখ স্মৃতি ঘুচি।
 
মনের সকল গোস্বা ঝাড়ি
ভালোবাসা দিয়ে
শত্রু আমার বন্ধু করি
নতুন শপথ নিয়ে।
..................................................
 
নতুন বছর
শাহীন খান
 
নতুন বছর, ফুলে ফুলে
দুলে দুলে
গন্ধটা ছড়াক
পাখির সুরে
হৃদয়পুরে
ছন্দটা ভরাক।
 
নতুন বছর, কাব্য গানে
প্রাণে প্রাণে
দ্বন্ধটা সরাক
কাছে এসে
ভালোবেসে
মন্দটা ঝরাক।
 
নতুন বছর, অগোচরে
দুখির ঘরে
সুখটা এনে দিক
পথের কলি
কষ্ট দলি
হাসুকগে ফিকফিক!
 
নতুন বছর, চাঁদটা হয়ে
জোছনা লয়ে
ছড়াক চতুর্দিক
বুকের মাঝে
সকাল সাঁঝে
সূর্য ওঠাক ঠিক।
..................................................
 
বেতাল
মুন্সি আব্দুল কাদির
 
আহা
ঘন্টা মিনিট করে
দিন মাস সাল নড়ে
ঘরের দরজায় কড়া নাড়ে
দু হাজার একুশ সাল
দেখছ না কি ফাল!
এক করোনায় পুরো ধরা
হয়েছে বেতাল।
তারপরেও হয় না রে হুশ
কাঁটছে কেমন কাল?
চোখ রাঙিয়ে কোন নেতা
দেখায় কেমন ঝাল
তুলবে গায়ের ছাল
আহা বল কী কপাল
শীত কালেও বেফাস কথা
গায়ে
কাশ্মিরী এক শাল।
কি ধরেছে তাল
বদলাবে না হাল
নদী বলে টাকার তরে
ভরতেছে এক খাল।
বললে কিছু পিঠ বাঁচাতে
দেয় পেতে দেয় গাল
দূর হবে না, দূর হবে না
আমাদের আকাল
ধরছে দেখ সকল গাছে
অখাদ্য মাকাল।
ডুগডুগিটা বাজায় দেখ
কোন ছেলে রাখাল।
চাচ্ছে সবাই রাখছে আশা
আসুক শুধু মাল
সব ভুলে যাই নতুন সালে
বদলিয়ে নেই হাল
ফিরবে এই কপাল
আসবে আসুক সকল জনে
দুঃখ নাশের তাল
দু জাহানে থাকব সুখে
কাটবে মহাকাল।

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.