মজনু মিয়া’র কবিতা
তুমি পাশে থাকলে
বানিয়ে বানিয়ে গল্প আর ছোটখাটো ভুল।
কখনো চেপে হাত ধরতে কখনো চুমু দেই
মুচকি মুখের মিষ্টি হাসি তার তুলনা তো নেই।
বেণীগাঁথন চুল যে তোমার পিঠের পরে নামা
আঁটোসাটো কাপড় তোমার কলসী হাতা জামা।
গুনগুনিয়ে গান শুনিয়ে চুলে বিলি কাটা
তামশা করে মন্দ কথায় হঠাৎ তুলা ঝাঁটা।
টোলপড়া গাল কথায় হাসে দেখি আড়ে আড়ে।
তুমি পাশে থাকলে আমার এই জীবন যে ধন্য
তুমি আমার পর করো না ভেবো নাকো পণ্য।
..................................................
শক্ত রশির নাগাম,
চূড়ি কিনি কাউকে দেই কিনে কিন্তু,
সারবার নয় ভীষণ ছোঁয়াচে!
এবার মনেও নাগাম দিলাম,
দোকান পাঠে ডাকে নিত্য ঈদের আনন্দ খোঁজে
আমায়, বলেছি নাগাম পড়া সময় এখন সেব থাক।
নির্ঘুম রাত পেরিয়ে আসবে ঘুমের রাত অন্ধকার
দূর হয়ে আলোয় হাসবে পৃথিবী।
..................................................
ভাইরাস নিত্যদিন গিলে খাচ্ছে
যেমন কামুক কামের জন্য ছুটে
তেমন ভাইরাস ছুটছে মারার জন্য।
ভয় আর হয় না! তবে নিরাপদ থাকা
কোনো ভাবেই হয়ে উঠে না আর
যেদিকে তাকাই হা করে আছে মরণ
আমি নিরুপায় তথাকথিত ভাইরাসে।
হৃদয় কুঁড়ে কুঁড়ে খাচ্ছ, আয়ু হারাচ্ছে দম।
..................................................
নিরব কান্না বয়ে বেড়াই না পারি তা সইতে।
অনল জ্বালা বুকে পেটে চোখে নদীর জল
কান্নার শব্দ বাতাসে শুনি অনাহারীর দল।
বাহিরে পা বাঁধা আমার ঘরে ক্ষুধার জ্বালা
অবুঝ শিশু পায় না দুধ তার গলে কণ্টক মালা!
মৃত্যু মিছিল চলছে বিশ্বে কাড়তে প্রাণ দেয় তাড়া!
কারে যেন খোঁজে ফেরে কই সেই লোক?
তুমি যদি বাঁচাও এই আশা ছাড়িনি তবু।
..................................................
কুমুদ ভাসা জলে
ঘোমুট বধূ কলসি কাখে
নাদুস নুদুস হাঁটে।
কিংবা
শেওলা জলের বিলে ধরতে
ছোট মাছ,চিকন সূতার জালে
ফুঁসে ওঠে মাথা তুলে ছোবল মারে সাপ
বিষ সর্বাঙ্গে হয় ছড়া।
নয়তো,
বসা কানা বক
উপোস দুপুর নাক ডেকে ঘুম যায়।
তবু তুমি আসবে জানি
হৃদয় গহিন জমানো ফর্মালিন নয়
কোথাও তো খোঁজতে হবেই।
..................................................
দেখার সময় নাই যে কে বাঁচ কে মর!
মনে রেখো জীবন আমার আনন্দেতে গড়া।
পা দিয়ে চলি চটির উপর জানি না কে তলে!
কে কাঁদে কার দুঃখ তাতে আমার কি বা হয়?
ইশারাতে চলে সবাই সবাই আমায় ডরে!
একটু আধটু হলে কিছু তো বলবেই সরকার!
কে দেখবে তা ভেতরে কে কেমন বাঁচি?
প্রতিহত করো মশকিল নাহি কভু ভাগো!
তবে সয়তান রূপে মানুষ সয়তানি করে বেড়ায় সব সময়।
পৃথিবীতে মহামারি চলছে তবু কি সয়তান ভয় পায় দেখেন?
রহমতের দ্বার খোলা আছে তাদের জন্য, যাদের ঈমান আছে মুমিন সৎ মানুষ।
আশা করি মানুষের মনে রহমত আসবে রহমতের মাসে
বিশ্বাসের সাথে রোজা নামাজ করলে আর সৎ পথে চললে মানুষকে ভালোবাসলে অবশ্যই রহমতের পথ খোলা।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments