মহিউদ্দিন বিন জুবায়েদ’র ছড়া
বৃক্ষ রোপন
করি বাড়ির পাশ
নইলে হবে দূষণ বায়ু
হবে সর্বনাশ।
বাঁচায় পরিবেশ
বৃক্ষ থাকলে জীবন বাঁচে
নইলে হবে শেষ।
তাদের ভেবে আজ
এসো সবাই তাদের জন্য
করে যাবো কাজ।
রোপন করে ভাই
সবুজপল্লি সুখি দেশের
স্বপ্ন দেখতে চাই।
……………………………………………
ঘাস ফড়িংয়ের ডানায় ডানায় ওঠে রবি
রোদের তেজে খুলি আঁখি..
সবুজ গাঁয়ে ঘুরতে পারি ইচ্ছে যতো
দস্যিপনায় ছুটতে থাকি..
আকাশ নীলে তেপান্তরের মাঠেঘাটে
সর্ষে ক্ষেতে লুটোপুটি..
রবির আলোয় দেশকে দেখি মনের ঘরে
সাধ মিটে না দেখে তবু..
……………………………………………
বৃষ্টি ছোঁয়া পেয়ে
পুবের হাওয়া মাখামাখি
ওঠছে পাখি গেয়ে।
রঙিন পাখায় উড়ে
পালক নাচায় টুনটুনিটা
টুইট টুইট সুরে।
এমন পরিবেশে
মায়ায় ভরা এই ছবিটি
সোনার বাংলাদেশে।
……………………………………………
আদর মাখা বোল
বাংলা ভাষা শহীদ ভাইয়ের
রক্তে ফোটা ফুল।
সাতটি রাজার ধন
আগাম দিনের স্বপ্নবোনা
বাঙালিদের পণ।
মিষ্টি মধুর গান
মেঘনা নদীর ছলাৎ ছলাৎ
নিত্য বহমান।
……………………………………………
শীতের উঁকি সবুজ গাঁয়ে কেমনে ঘরে রই।
ধানের খেতে ফিঙ্গে ওড়ে ফড়িং ধরে খায়
রৌদ্র পেয়ে ধানের পাতা ফুরফুরিয়ে চায়।
খেজুর রসে পিঠাপুলির থাকে বড়ই যশ।
নতুন ধানের ছড়াছড়ি চাষির নেইতো ঘুম
সকাল দুপুর কাটা মাড়ি চলে যে হরদুম।
বাংলাদেশের ঘরে ঘরে পিঠাপুলির জয়।
……………………………………………
চাঁদের আলো কাশেরবনে সূর্য যখন ডুবে।
দূরের মাঠে ধানের খেলা ওড়ে সুরের পাখি
ডাক দিয়ে যায় ইশারাতে মন ভুলানো আঁখি।
মনজুড়োনো ফুলের ঘ্রাণে শান্তি মনে কী যে!
মেঘবৃষ্টি পালিয়ে গেছে চাঁদের ছবি ভাসে।
……………………………………………
নীলাকাশের গাঁয়ে
খোকাখুকুর মুখে হাসি
নতুন জামা গায়ে।
সবাই যখন কাজে
খুশির নদী ঢেউ খেলে যায়
খোকাখুকুর মাঝে।
দেশ ভরছে লাশে
খোকাখুকুর চোখে ঈদের
আনন্দটাই ভাসে।
ভালোবাসার টানে
খোকাখুকু বাইরে ঘুরে
করোনা কী জানে?
বাহার নিয়ে আসে
রসালো ফল স্বাদের লিচু
চোখের সামনে ভাসে।
সবার গাছে গাছে
মিষ্টি ফলের লোভে পরে
মনের ময়ূর নাচে।
গোলাপ টগর বেলি
গ্রীষ্মঋতুর ফলের ঘ্রাণে
হৃদয়টারে মেলি।
আতা জামের খেলা
জবা পলাশ ফুলের দেশে
যায় কেটে যায় বেলা।
……………………………………………
টকটকে খুব লাল..
ফুল থেকে ফের ডাল।
চমৎকার এক ফুল..
হয় না তাহার তুল।
দেখতে লাগে বেশ..
দারুণ পরিবেশ।
……………………………………………
টাট্টু ঘোড়া মনে
আনমনে তাই অনেক কিছু
ভাবছি নিরবক্ষণে।
পকেট যখন ফাঁকা
মন আকাশে দুখের ছবি
কালির নকঁশা আঁকা।
অভাব যখন দোরে
হাজার সাধের পাখনা দু'টো
চারপাশে যে ঘোরে।
লুটায় ধুলো মাটি
স্বপ্ন তখন দুখের সাগর
হারায় পরিপাটি।
……………………………………………
আগলে রাখে বুকে
নিজে খায় না কষ্ট করে
সুখে এবং দুখে।
আর কেহ নাই বুঝি
চলে গেলে পাবো না যে
যতই তাকে খুঁজি।
বেঁচে থাকতে ভবে
বাবার মতো দরদী মন
আর না কেহ হবে।
……………………………………………
মেঘবৃষ্টি নামে
গাঁ ভিজে যায় বাইরে গেলে
একটু না থামে।
রোদের ঐ ফাঁকে
থেমে থেমে টিপটিপানির
বৃষ্টির পিক আঁকে।
কাঁপে ঐ ডাকে
বৃষ্টি শেষে খোলাকাশে
রঙধনু থাকে।
……………………………………………
আষাঢ় শ্রাবণ মাস
গাছ লাগালে পরিবেশটা
সুস্থ বারোমাস।
লাগাও যত সব
শুদ্ধ বায়ু পরিবেশটা
দিবে মহান রব।
গাছ লাগানো ক্ষণ
বর্ষাঋতু গাছ লাগাতে
করছি নিমন্ত্রণ।
গাছ হলো সম্পদ
গাছ রোপনে পূণ্য মিলে
নিয়ত থাকলে সৎ।
……………………………………………
টাপুরটুপুর বেসে
নারিকেলের লম্বা মাথার
চিরল পাতা ঘেষে।
খালে বিলের বাঁকে
রঙিন পুঁটি সাঁতার কাটে
সবাই ঝাঁকে ঝাঁকে।
কদম কেয়া ফুলে
কানি বকের সারি লুকায়
পাখায় দোলে দোলে।
বৃষ্টি এলো গাঁয়ে
মাঠে ঘাটে ভরছে যেন
ভাসা পানির নায়ে।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments