বেবি হাসিনা'র ছড়া
মা
একটি শব্দ- মা,
ভালবাসা জমা।
নেই পৃথিবীর বুকে,
দেন সন্তানের মুখে।
সন্তানেরই জন্য,
এই পৃথিবী ধন্য।
……………………………………………
কেউ হতে চায় ডাক্তার,
কেউ হতে চায় মাস্টার।
কেউ হতে চায় ব্যারিস্টার,
কেউ হতে চায় মিনিস্টার।
পাব দেশের তক্ত,
মানুষ হওয়ায় শক্ত।
……………………………………………
বাংলাদেশের বুকের পাশে
একটি ভাষার নাম,
জীবন দিয়েও শোধ হবে না
সেই রক্তের দাম।
ওরা খুনি, ওরা বেদিন
করতে চাইল মূক,
ফুটল সকল কথারই ফুল
ফুটল কথার মুখ।
এই পৃথিবীর হৃদয় ঘিরে
এমন একটি দিন,
কথাই হবে সারাবেলা
কথাতেই রঙিন।
……………………………………………
নেমেছে এক সায়াহ্ন
তপ্ত দুপুর বেলা,
রক্ত দিয়ে বানিয়ে পুকুর
তাতেই করল খেলা।
জীবন গেল কোন দোষে
আমার আপন ভাইয়ের?
চালিয়ে দিলো তারা গুলি
বক্ষে আমার মায়ের।
……………………………………………
ভীষণ দুষ্টু ছেলে,
সবটুকু দেয় ফেলে।
কেবল কান্না করে,
কী যে রান্না করে!
সেই খুশিতে মাতে,
বসে সবার সাথে।
……………………………………………
থাকি যে সে অপেক্ষাতে,
দাঁড়িয়ে থাকি ব্যাগ হাতে।
প্রিয় ছুটির ঘণ্টা যে,
নেচে ওঠে মনটা যে!
বাড়িটার উঠানটাতে,
প্রিয় ছুটির ঘণ্টাতে।
……………………………………………
দিল আমার হাতে
দেওয়ার কালে ফিসিয়ে বলে
রাখবে তোমার সাথে।
এডিস মেডিস মশা,
একী আজগুবি দশা!
হলাম যে দিশারী,
মশার ওষুধ মশারি।
……………………………………………
খুঁজে ফেরে নানা রঙ,
মনরঙা নানা সঙ।
ঢঙ দেখে হাসতে,
নীলাকাশে ভাসতে।
পাখি-ফুল বাগিচায়
ছুটে যায় নিরালায়
কিবা জনারণ্যে,
শিশুদের জন্যে।
……………………………………………
খোকার মুখটা ঘামছে,
খুব দাপটে নামছে।
পুড়ছে আরো গ্রামটা,
যাচ্ছে দিয়ে ঝামটা।
পুড়ছে সারা দেশটা
পুড়ছে যেন এক পৃথিবী
নেই তবু এর শেষটা।
……………………………………………
থাকব সারাক্ষণ,
রাখব সবার মন।
করব ভালো কাজ
শান্তিধারায় সুখের ছোঁয়ায়
গড়ব এ সমাজ।
রাখব সুভক্তি,
অন্তরে শক্তি।
তুলব আলোড়ন,
করছি ভীষণ পণ।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments