জাহাঙ্গীর অরণ্য’র ছড়া
মেঘের বেটি
পায়ে দিয়ে মল
কচু পাতায় দোল দিয়ে কয়
কেমন আছিস বল?
মা নিয়েছে কলস
ও অভাগী মেঘের বেটি
তুই তো বড় অলস!
সাগর দিলি পারি
আসিস না আর সামনে আমার
তোর সাথে আজ আড়ি!
বিদেশ থাকিস পড়ি
তোর বিহনে কেমন করে
দিনগুলো পার করি।
..................................................
জীবনখানা নিছে নিয়া
লক্ষ ট্যাকায় কুত্তা পোষে
তিনশ ট্যাকা নাই!
মনে চায়,
আমিই শুধু পাথড় মোড়া
রাইত দুইটায় ডাইক্কা কহে
‘মিনা, মাছটা ভাজ!’
মনে চায়,
পোড়ো রুমেও বিছনা ঝাড়ি
এত্তোগুলা বিছনা তবু
পাকের ঘরে শুই!
মনে চায়,
ভাবে না যে এটাও মানব
একটু ছুতোয় হামলে পড়ে
সেথায় খুন্তির ছ্যাকা!
মনে চায়,
পরতে দেয় ঠিক ছেঁড়া তেনা
কয়শ ট্যাকা খরচা পড়ে
একটা নতুন জামায়!
মনে চায়,
..................................................
জলা পুকুর পাড়ে
কোঁদো না আর খোকা বলে
অবুঝ মনের ভারে।
আকাশ দেবো পাড়ি
তারার ধারে গড়ে নেবো
ঝলমলে এক বাড়ি।
নিশীথ বিজন হলে
পুকুর ধারে যেয় চলে
খেলনা লয়ে কোলে।
মুখটা উঁচু করে
সারাটা রাত রবো চেয়ে
জলা পুকুর ধরে।
হিজল পাতার থোকা
যেই তারাটা হাসছে একা
ওটাই তোমার খোকা।
..................................................
ওদের সাথে খেলছি অনেক
সাঁঝের বেলা চুপটি করে
ফিরছি একা ঘরে।
কী কথা যে বলে গেলে
আমি তখন ঘুমিয়েছিলাম
ছোট্ট পাটির ‘পরে।
মাখা হাতটি কেমন
তোমার ছায়া পাই না কেন
অন্য কারও তরে!
খোকা বলে কারে ডাকো
আমার মতো কাঁদছ নাতো
সাঁঝের আঁধার ঘরে।
..................................................
বেছ করিছ বেছ
ছোল কোটির বাংলাদেছটা
আজব একখান দেছ।
এই ছহরটা ঠাছা
কোনোমতে নিয়া ফ্যালো
ছোট্ট একখান বাছা।
রাজায়ও নাই মানা
চাইলে তুমি হবার পারো
ছয়তানের এক ছানা।
ছবাইকে দাও তাড়া
চাইলে আবার মানুছ হয়ে
যাবার পারো মারা।
জীবন দিবার পারো
থানার ছাথে আপোছ করে
চাইলে ছহর কাড়ো।
পচতে পারো মরে
চাইলে আবার একছ বাড়ি
নিবার পারো করে।
টকছো দিবার পারো
বই-খাতা ছব ছিঁড়া ফেলে
চ্যানেল দিবার পারো।
চান্দে জমাও পারি
তোমার ঘরে ভিড় জমাবে
কতো নর আর নারী।
হাছি আসছে ঠেলে
ভিনদেশিরা করতো কেমন
এমন দ্যাছটা পেলে!
একই মায়ের ভাছা
নীতি কথার ধার ধারি না
দ্যাছটা খামু কাঁচা।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments