বাংলাদেশে মিডিয়ার রাজনীতি_সাইফ বরকতুল্লাহ : পর্ব-৫

 
মিডিয়া ছাড়া যেমন বর্তমান যুগ অসম্ভব, তেমনি আধুনিক যুগে যুদ্ধের অন্যতম কৌশল মনস্তাত্ত্বিক প্রচারণা বা যুদ্ধ। সামরিক পরিভাষায় একে বলা হয় ডিজইনফরমেশন ক্যাম্পেইন বা ব্ল্যাক প্রোপাগান্ডা। বর্তমান সময়ে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহৃত অস্ত্রের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধকে বেশি গুরুত্ব দেয়া হয়। মানুষের চিন্তাধারার ওপর প্রভাব ফেলার যেসব মাধ্যম আছে তার মধ্যে মিডিয়া অন্যতম।
 
দুই.
মনস্তাত্ত্বিক যুদ্ধ : ইতিহাস কী বলে?
পল জোসেফ গোয়েবলস। নাৎসি জার্মানির তথ্যমন্ত্রী ছিলেন তিনি। ছিলেন এডলফ হিটলারের প্রধান সহযোগী তার একনিষ্ঠ অনুসারী। ১৯৪৫ সালের মে বার্লিনে সস্ত্রীক আত্মহত্যা করার আগ পর্যন্ত ছিলেন নাজি নেতা হিটলারের প্রচারমন্ত্রী। জোসেফ গোয়েবলস মিথ্যাকে সামাজিক প্রতিষ্ঠাদানে অত্যন্ত ফলপ্রসূ পদ্ধতি আবিষ্কার করেন।
 
তিন.
মনস্তাত্ত্বিক যুদ্ধ : জ্বলন্ত উদাহরণ রুপাট মারডক
রুপাট মারডক। বৃটিশ মিডিয়া মোগল তিনি। রুপাট মারডক ইহুদি বংশোদ্ভূত ইসরায়েলে বিশ্বস্ত মিডিয়া ব্যক্তি। কেউ আবার তাকে ডাকেন মিডিয়া জগতের মাফিয়া বলে। বিশ্বের প্রভাবশালী মিডিয়া নিয়ন্ত্রণ করেন তিনি। ২০০০ সালের পর থেকে স্যাটেলাইট দুনিয়ায় সবচেয়ে বেশি বিনিয়োগকারী হিসেবে ইতিহাসে নাম লেখান তিনি। ব্যক্তিগতভাবে তিনি ১১. বিলিয়ন সম্পদের মালিক। ফোর্বস ম্যাগাজিনের হিসেব মতে বিশ্বের ২৬তম প্রভাবশালী ব্যক্তি তিনি। মারডকের এই বিশাল সাম্রাজ্যের স্তম্ভ হলো লন্ডনের দি টাইমস, দি সান, দি সানডে টাইমস, অধুনালুপ্ত নিউজ অব দি ওয়ার্ল্ড, ফক্স নিউজ, দি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। মোট ১২৭টি সংবাদপত্রের মালিক রুপাট মারডক। এগুলোর প্রচার সংখ্যা প্রায় কোটি। ২০০২-২০০৩ সালে এই সংবাদপত্রগুলো একযোগে ইরাক আক্রমণের সম্ভাব্যতা নিয়ে বিরামহীনভাবে খবর-প্রচারণা চালাতে থাকে। অথচ এর প্রত্যেক খবরই ছিলো মিথ্যার উপর ভিত্তি করে।
 
চার.
১৯৩৫ সালে জগৎখ্যাত সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, ‘বুর্জোয়া সংস্কৃতির অবস্থা আজ ক্ষয় ভাঙনের পথে। ফ্যাসিবাদের সৃষ্টি এই অবক্ষয়ী বুর্জোয়া সংস্কৃতির থেকেই। বুর্জোয়া সংস্কৃতির উপর সে এক ক্যানসারের স্ফীতি।
ফ্রান্সের অগ্রগণ্য সম্পাদক, সেরা পত্রিকাল্য মোন্ডেএর প্রতিষ্ঠাতা সম্পাদক উব্যের দ্য ব্যোভ মেরি বলেছিলেন, সংবাদপত্র এমনই এক স্বপ্ন যা আমরা সমবেতভাবে দেখি দিনের পর দিন। অর্থাৎ মিডিয়ার রিপোর্টার, সাব এডিটর, এডিটর প্রতিটি খবর নির্মাণে, উপস্থাপনে এক ধরনের স্বপ্ন দেখেন এবং তাদের পরিবেশিত খবর পড়ে দেখে পাঠক-দর্শকও এক ধরনের স্বপ্নে ধরা পড়ে। কিন্তু মিডিয়ার কোন্ খবর কিভাবে পরিবেশিত হবে বা আদৌ দর্শক-পাঠকের কাছে যাবে কি না, নির্ধারণ করেন সম্পাদক বা বার্তা প্রধান। পুলিশের ওপর আক্রমণ চলছে শুধু খবরই যাবে, পুলিশের নির্বিচার গুলিতে নিহতদের বৃত্তান্ত যাবে না- সেটা বার্তা-নিয়ন্ত্রকেরা সিদ্ধান্ত নেন।
 
পাঁচ.
মনস্তাত্ত্বিক যুদ্ধ : সাইকোলজিক্যাল প্রভাব
বাংলাদেশেও মনস্তাত্ত্বিক প্রভাব থেমে নেই। চলছে মিডিয়ায় নানা বিভাজন, রাজনীতি। মনস্তাত্ত্বিক যুদ্ধ এর কয়েকটি প্রভাব দেখুন।
 
)
ছোট হয়ে আসছে মিডিয়া- এই শিরোনামে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী লিখেছেন, ‘ছোট হয়ে আসছে মিডিয়া। বলছি বাংলাদেশী মিডিয়ার কথা। ইলেক্ট্রনিক বলুন আর প্রিন্ট বলুন, সবখানেই এক অবস্থা। বন্ধ হয়ে গেছে দুটি টিভি-নেটওয়ার্ক। একটি সংবাদপত্র বন্ধ হয়েছে আগেই। চাপের মধ্যে রয়েছে একটি টিভি আর দুটি সংবাদপত্র। বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। টিভির টকশোগুলো ভীষণ চাপের মধ্যে রয়েছে। যে কোনো সময় খড়গ নেমে আসতে পারে। নব্বই দশকের পর আর কিছুর উন্নতি না হলেও মিডিয়া এগিয়ে যাচ্ছিলো। প্রশংসিত হচ্ছিলো দেশ-বিদেশে। এটা অনেকেরই পছন্দ নয়। তাই চাপ বাড়ছে মিডিয়ার ওপর। ৪২ বছরে অনেক দেখলাম। চাকরিও হারালাম বারকয়েক। গ্রেপ্তারও হলাম একবার। সহকর্মী আমীর খসরুর কারণেই সংবাদমাধ্যম নিয়ে লিখতে হলো। আমি আসলে নিয়ে লিখতে চাই না। কারণ, সত্য বলা যায় না। প্রতি মুহূর্তে যেখানে আপস করতে হচ্ছে সেখানে সংবাদমাধ্যম নিয়ে কী লিখবো বলুন। মুহূর্তে আমি কি অবস্থায় আছি তা আমি ছাড়া কে জানে। প্রয়াত ফয়েজ ভাইয়ের কথায় বলতে হয়, সত্য বাবু মারা গেছেন।’ [সূত্র: আমাদের বুধবার ডটকম]
 
)
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো . দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘দেশে রাষ্ট্র, রাজনৈতিক চিন্তা, উন্নয়ন অর্থনীতির বিকাশের পথ নিয়ে আলোচনা করা নিরাপত্তাহীন এবং দুর্যোগপূর্ণ।সিলেটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এটা করতে গেলে কেউ সভা ভেঙে দেবে, শারীরিকভাবে লাঞ্ছিত করবে, রকম ভয়ভীতি এখন বিরাজ করছে।’ (সূত্র : প্রাইমখবর, ২০১৩.০৭.০৬)

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com 

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.