আধুনিক কবিতা খুবই নিঃসঙ্গ। এর মনঃস্তাত্ত্বিক ও আঙ্গিকগত কারণে_আফজাল চৌধুরী : সাক্ষাৎকার গ্রহণ_সোলায়মান আহসান

বাংলা সাহিত্যে ষাটের দশকের শক্তিমান কবি অধ্যক্ষ আফজাল চৌধুরীর। কল্যাণব্রতের কবি খ্যাত শিক্ষাবিদ আফজাল চৌধুরী ছিলেন তাঁর সমসাময়িক কবিদের মধ্যে এক উজ্জ্বল ব্যতিক্রম।
সাহিত্যের টাইরেসিয়াস খ্যাত দূরদর্শী এই প্রবক্তা কবি আত্মিক দিক দিয়ে নিপীড়িত বিশ্বের সকল মানুষের বিশেষভাবে শোষিত ও নির্যাতিত মুসলিম জনগণের পক্ষে ছিলেন অত্যন্ত সোচ্চার। মানবাত্মার সব ধরনের অবমাননার বিরুদ্ধে তিনি ছিলেন চির প্রতিবাদী কবিকণ্ঠ। তাঁর অধিকাংশ কবিতায় এ সত্য উপস্থাপিত।
তাঁর আলেকজান্ডার সোলঝোনেৎসিনকে নিবেদিত কবিতা, “হে পৃথিবী নিরাময় হও” কাব্যনাটক এবং ‘সামগীত দুঃসময়ের’ কাব্যগ্রন্থে এ ভবিষ্যদ্বাণী স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি পুঁজিবাদী শোষক গোষ্ঠীর বিরুদ্ধেও ছিলেন সমালোচনামুখর। তাঁর অধিকাংশ কবিতায় এই সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ লক্ষ্য করা যায়।
১৯৪২ সালের ২৩ মার্চ জন্মগ্রহণকারী ষাট দশকের শক্তিমান এই কবির উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- কল্যাণব্রত, বিশ্বাসের দিওয়ান, শবমেহেরের ছুটি, এই ঢাকা এই জাহাঙ্গীর নগর, মক্কার পথ, সিলেট বিজয়, বন্দি আরাকান, সিলেটে সুফী সাধনা, হে পৃথিবী নিরাময় হও, সামগীত দুঃসময়ের ইত্যাদি।
কর্মজীবনে কবি আফজাল চৌধুরী অধ্যাপনা করেন এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, রাজশাহী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। সর্বশেষ তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য কবি আফজাল চৌধুরী ২০০৪ সালের ৯ জানুয়ারি ইন্তেকাল করেন।
আলোকিত কোলাহলে সমতল আত্মার সঙ্গীত”- ইত্যাদি।
(কল্যাণব্রত/কল্যাণব্রত)
মুক্তপাপ পৃথিবীর বন্দনায় জয়ধ্বনি হবে
সেই দিন নিরাশ্বাসে বুক চেপে নিরীহ সুজন
গাঁথবে না মৌন দৃষ্টি। নিরুত্তর ধূমায়িত নভে
সেইদনি স্মিত লগ্নে বিশ্বাসীর গৃহের প্রাঙ্গন
দৃপ্ত বিশ্বচরাচরে পুনরায় পুঞ্জরিত হবে
সহাস্যে মিটানো হবে সভ্যতার ব্যয়ভার দেনা
প্রগাঢ় বিবেক বোধে মানবতা আনন্দিত লোকে
মুক্তি পাবে সমষ্টিতে, অতঃপর উচ্চনীচমনা
ব্যক্তিগত বক্রপথে ব্যষ্টি পথ হারাবে না ধুঁকে
অস্ফুট গোলাপকুঞ্জে কাঁটা আর গায়ে বিঁধবে না।
পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর।
নারী নয় সাকীর জন্য তড়পায় জান। কী আর বলবো!
আফজাল চৌধুরী : আমার খণ্ডিত জাতিসত্তার পুনরুদ্ধার চাই। বাংলাসামের প্রাকৃতিক সীমান্ত-গরীয়ান বৌদ্ধ ও মুসলিম যুগের যা উত্তরাধিকার, তা পুনর্গঠনের মাধ্যমে দুনিয়ার একটি শ্রেষ্ঠ জাতি হওয়ার স্বপ্ন আমি দেখি, হরদম দেখি। ঘৃণা করি ইংরেজের বীর্যনিসৃত সাম্প্রদায়িকতা যা আমাদের ভিন্ন করে রেখেছে। আমরা পিণ্ডির জিঞ্জির ছিঁড়েছি কিন্তু ওরা দিল্লির জিঞ্জির ছিঁড়তে রাজি নয়। একি অধম দাস্যভাব? হে আল্লাহ এদের পথ দেখাও। বাংলার মাটি বাংলার জল এক হোক, এক হোক। জয় বাংলাসাম! হ্যাঁ ভবিষ্যতের এক শ্রেষ্ঠ পরাশক্তির এই নাম-যার স্বপ্ন আমি দেখেই যাচ্ছি।
হোক সে মিছে কল্পনা
আমায় জাগিও না, জাগিও না।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments