শামস মাহবুব’র কবিতা

আগুনের তদন্ত রিপোর্ট
 
বেদনা আমার প্রেয়সীর নাম
প্রতিরাত আমি যার মুখোমুখি হবো বলে মই বেয়ে আকাশে উঠি
বাপ-দাদার ভিটে ছেড়ে উদ্বাস্তু হই ভিনগ্রহে
আর তোমরা আমাকে কাগজের কবি ভেবে ছুড়ে ফেলো ড্রেনে
আমি নিরীহ প্রেমিক ফেস্টুন হাতে আর কত দাঁড়াবো প্রতিবাদ মিছিলে
 
প্রেমিকের সর্বনাশ হলে ফুলের বদলে আগুনকে ভালোবাসতে শিখে
ইঞ্জিনের ধোঁয়ার মতো ভেতর থেকে বেড়িয়ে আসে আগুনের তদন্ত রিপোর্ট
..................................................
 
নিখোঁজ সংবাদ
 
দিগন্তের পানে চেয়ে থাকা আমার জন্মগত অভ্যাস
প্রতিরাত যুগলচোখ গেঁথে রাখি চৌকাঠে
চেয়ে থাকি অনাথের মতো
দৃষ্টি যতদূর যায়
 
দিগন্ত আমাকে তালাক দাও
ষাঁড়ের মতো কেন বেঁধে রেখেছো ন্যাড়ামাঠে
যদি একবার ছাড়া পাই আর ফিরব না এই নিষিদ্ধ পল্লীতে
 
দৈনিক পত্রিকায় পড়ে নিও নিখোঁজ সংবাদ
..................................................
 
প্রেম পলিটিক্স
 
চিঠিপত্রের যুগ হারিয়ে গেছে সেই কবে
গণমঞ্চে বদলে গেছে নেতার ভাষণ
রাজনীতি ঢুকেছে প্রেমেও
এই ' বছরে পাল্টে গেছে নগরীর বিভিন্ন সড়কের নাম
পাল্টে গেছো তুমিও
 
আসি- বলে গেলে, কই আর তো আসলে না
..................................................
 
স্কেচ
 
হৃদয় খনন করে সুপ্ত রেখেছি একমুঠো সুনীল স্বপ্ন
একদিন প্রেমাজলে প্লাবিত হবো ভেবে
দগ্ধ হই সময়ের খরতাপে
বিশ্বাসের বোতাম খুলে দেখো বুক আমার চৈত্রের মাঠ
 
আকাশের চিবুক থেকে কুড়িয়ে আনা যত তারা
বুকভর্তি আহ্লাদ
জীবনের প্রতিটি সুবর্ণ সকাল
শরতের শেষ দিগন্ত কেবল তোমাকে ঘিরে
 
মৌন রাতে তোমাকে ভেবে
ঝলসে পড়ে সতেজ স্বপ্ন বিগলিত জোসনায়
তোমাকে ভেবে বুকের পাড় কেটে নির্মাণ করি স্বপ্নের তাজমহল
 
তুমি আমার অদেখা প্রেম, অসমাপ্ত ইতি, চিত্রকল্পের স্কেচ
..................................................
 
কষ্টের এটিএম বুথ
 
কষ্ট আমার কাছে সহজলভ্য এক দ্রব্যের নাম
বুকের পার্লামেন্টে প্রতি অর্থবছরে পেশ হয় কষ্টের বিগ বাজেট
 
লেলিহান আগুনের চিহ্ন লেগে থাকে যে কবিতার গতর জুড়ে
কিবা সরব তপস্যায় মগ্ন যে শিখা তাকে একফুয়ে নিভাতে এসো না
বাতাসের টানে দীর্ঘ হয় আগুন
কখনো কখনো জলের জলের তাড়নায় রেগে যায় আগুনের মন
হুতাশন বৃদ্ধি পেলে খাদের উপর ঝুলে থাকে কবিতা 
জলে থাকে আগুন, আগুনে জল
এভাবে শুরু হয় পোড়ার আনুষ্ঠানিকতা
হ্যাঁ এভাবেই বিনা উপাদানে স্থাপিত হয় কষ্টের ভিত্তি প্রস্তর
..................................................
 
বেদনার খেলাঘর
 
বিসর্জনের বোতাম খুলে তোমার সবটুকু দিয়েছো আমায়
একদিন উদ্বাস্তু চরে দাঁড়িয়ে
আমার স্তাবর-অস্তাবর সম্পত্তি লিখে দিবো তোমার নামে
 
সুখ সেতো সতীনের নাম
চাইলেই বুকের ঢাকনা খুলে দেখাতে পারি অরণ্যের গহীন বিস্তার
শুষ্ক কাদায় প্রেম মাখিয়ে
একজীবনে নিজকে আর কতটা জোড়াতালি দেয়া যায় 
 
চলো আকাশের ছিদ্রপথে ঘুরে আসি আরেক আকাশ
..................................................
 
উপহাস
 
তোমাদের উপহাস আর প্রবঞ্চনা আমাকে কবি করে তুলেছ
কবিতা কাছে এলে
প্রতিবাদের ভাষা ভিন্ন হয়
..................................................
 
প্রতিবাদের বুকে বুলেট
 
ফায়ারিং স্কোয়াডে চোখ বেঁধে বাবাকে গুলি করা হয়েছিলো
পাহাড় খোঁড়াখঁড়ি করলে পেতে পারো খুলি
প্রতিদিন লাল টিপ পড়ে সূর্যঅস্ত যায়
পরাধীনতার ফ্রক ছিঁড়ে কেন উদিত হয় না নতুন বাংলাদেশ 
..................................................
 
পথহারা পাখি
 
একদিন উড়াল দেব, উজাড় উড়াল
মায়াজাল ছিন্ন করে যে পাখি ছেড়েছে ঘর
সে পাখির ফেরার সম্ভাবনানেই
যে যায় শুধুই যায় পালাবার পথ ভুল
 
পাখি বলে যাও কোথায় শিখেছো উড়বার কৌশল
..................................................
 
আধুনিকতা
 
বারুদ
রেখে
কাঠির 
প্রান্তে
ঠুকা
দেয়া
শিখেছে
সভ্যরা
অথচ;
কাঠিতে
কাঠি
ঘষলে
আজও
উঠে
আদিম
আগুন

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com 

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.