মালিপাখি’র ছড়া
আমি
আমি চিলেকোঠা ঘরে থাকি।
আমি রূপকথা পাড়া আঁকি।
আমি ঘাসফুল, আমি তারা।
আমি চারাগাছ, আপনারা-
আমি একরাশ ভালোবাসা।
আমি কাছে এসো প্রিয় ভাষা।
আমি ভাষাপথ বুকে জুড়ি।
আমি রাঙামাসি, আমি ঘুড়ি।
আমি একরোখা জেদি ঘোড়া।
আমি আলো-আঁধারিতে মোড়া।
আমি কাঁচপোকা জুঁই নদী
আমি মাছরাঙা, কেউ যদি-
আমি জলপরী, নাচ শেখো।
আমি ভাঙাতরী, ভালো থেকো।
আমি চিঠি ঘর, চিঠি, চিঠি-
আমি হই হই ছেলে বেলা।
আমি লুকোচুরি,লুডো খেলা।
আমি আয় আয় হাঁসবাড়ী।
আমি এই ভাব, এই আড়ি।
আমি ঘাসফুল, আমি তারা।
আমি চারাগাছ, আপনারা-
..................................................
উপহার
ভাষা বুক থেকে বুকে ওড়ে-
ভোরে আঁকা বাঁকা পথ ছোটে-
ফোটে নদী নদী ঢেউ গুলো-
ধুলো সারি সারি গাছ আঁকে-
ডাকে পারিজাত মন, পারি-
বাড়ি সারাদিন মাতে কাজে-
নাচে হুসপাখি, নাচে রবি।
নাচে গানপরী, নাচে কবি।
কবি ঘেমে ওঠে তবু চলে-
বলে আহা আজ আমি কেযে-
দেবো উপহার কাকে? এসো।
দেবো তোমাকেই। ভালো বেসো।
আমি জেগে দেখি
আকাশের বোন নীল ঢেলে বলে
নাম লেখে !
আকাশের ভাই হুস্ করে যায়
হাঁস এঁকে !
ঘাস থেকে !
চারিদিকে মায়া, হও তার মানে
চুপ যদি !
রূপ নদী !
ডিঙি গুলি ভাসে সোনা নদীটার
কূল ধরে !
ফুল ভোরে !
সাথী
পাগল ছেলে ! শোনায় কেরে
একলা নাকি তুই ?
গেছিস বুঝি পাথর হয়ে,
সামনে হাঁটি চল !
কাঁসাই আছে, তিতাস আছে ,
আঁধার কেটে দু দিন বাদে
দেখবি কতো সুখ !
এই ছেলেটি আয়না কাছে
তিন জোড়া বক
শুধু করে খাই খাই
এটা চাই সেটা চাই
নাম তার যেনো ভাই
সিরাজুল হক !
গান গায় রাতদিন
কাঠে মারে আলপিন
খায় নেচে ধিন ধিন
তেতুলের টক !!
গোফ জোড়া খুলে রাখে
সারা দেহে কাদা মাখে
যদি নাকি হাতে থাকে
এক জোড়া চক !
চক দুটি হাতে ধরে
একে ফেলে হুশ করে
নিল আকাশেতে ওড়ে
তিন জোড়া বক !!
খুশির ছবি
চাঁদে হাটি মাটি ছুঁয়ে
মোনালিসা ছুঁয়ে ছুঁয়ে
ছাপানো রঙীন শাড়ি
দুলছে !
কাকে ডাকি, কাকে ডাকি ?
আকাশে মেঘর বাড়ি
খুলছে !
ছোট ছোট বাড়ি গুলো
আহা যেন প্যাঁজা তুলো
বাতাসে রোদের গুঁড়ো
ভাসছে !
আলো, আলো, আলো মেখে
পটে যেন ছবি এঁকে
খুশিতে বরফ বুড়ো
হাসছে !
ফুল হয়ে যাই
ঝরনা পাতায় রঙের বাড়ি
দু-একটা রঙ তাই কুড়ালাম।
কেউ বা শালিক কেউ বা ফিঙে
এই নিয়ে এক রূপকথা গ্রাম।
পাহাড় ছুঁয়ে শীতল হাওয়ায়
কোলাজ আঁকে নীল দুটি চোখ।
পাতায় পাতায় পথের মিছিল-
ঢেউ বয়ে যায় ঘাসের ডগায়-
বাউরি বাতাস আপন মনে
সুর বোনে রোজ চুমকি পাতার।
মেঘনা মেঘের হাতছানিতে
অনুভূতির বীজ ওড়ে তাই
অলীক ভূবন কেবল ভাবে
মাঠ পেরিয়ে ফুল হয়ে যাই।
শ্রীমান টেঁপু
দোয়েল, ফিঙে
সবাই ভালো !
চাঁদের আলো !!
মাটির বাড়ি,
পোলাও, পুরি
পায়েস, রুটি !
ডাকাত রে রে --
ইচ্ছে
পাখি কারা যেন বলে গেছে-
পাখি জল পড়ে, পাতা নড়ে-
পাখি জলছবি আঁকা বাড়ি।
পাখি ওড়ে চাঁদ,ধুয়ো, জারি।
পাখি ঘুম ডুবে সারা পাড়া-
পাখি দিশাহীন থাকি চেয়ে !
পাখি কত ঋন থাকে বাকি-
পাখি জল পড়ে, পাতা নড়ে-
পাখি ছবি গুলো ধরে রাখি।
পাখি আমি নাকি, আমি নাকি,
পাখি বলে দেনা কিযে আমি।
পাখি মেঘ হলে ফুলে নামি।
মনের ভুল
ঘাগট, কাঁসাই, কুলিক, খোড় !
দোয়েল, তিতির,শালিক, বক !
টেবিল, পিঁড়িম, চেয়ার খাট !
শিমুল, পলাশ, টগর, জুঁই !
নোলক, নুপুর, কাঁকন, দুল !
বন্ধু মেঘের দেশ
চুমকি পাতায় নাম লিখেছে বর্ণমালা ভোর !
পাঁপড়ি থেকে ঝরলো আলো, পুচ্ছ নেড়ে তাই !
এক তারাটির সুর মেখেছে স্বপ্ন তুলির চর!
মোহর নিয়ে আসবো ফিরে, গল্প হবে বেশ !
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments