মানুষ সংখ্যা-২

মোহাম্মদ সাদিক
এখানে মানুষ নেই
কোথায় মানুষ?
আবার মানুষ আসে তুমি বলো, এটা তো নেকড়ে
অদম্য ক্রোধের মধ্যে আমি তবু
মানুষ দেখাই
ঐ যে হেঁটে আসে মানব সুরতে, ওটা তো খচ্চর
বাদুড় ও বাদর
মিছেই তোমরা লজ্জা ঢাকো, কার জন্যে, এখানে মানুষ কই
..................................................
মানুষের মতো দেখতে
কিন্তুু সত্যিই কি আমি মানুষ ?
কিন্তু ! আশ্চর্যের বিষয় হলো ,
আমি আসলে মানুষের মতোই দেখতে
তাই সবাই আমাকে মানুষই মনে করে ,
মানুষের মুখোশে এক প্রতারক খুনি আমি
তোদের সরলতায় তোদের প্রতারিত করি
বিশ্বাসের সাথে অবিশ্বাসের খেলা খেলি
আর সুযোগ বুঝেই চালিয়ে দেই ছুড়ি ৷
মানুষের মতো দেখতে হলেও , আমি কিন্তু ধর্ষক
নারীর সুঢেল বক্ষপিঞ্জর দেখলে
ধর্ষক আত্মা আমার জেগে ওঠে
আমার নির্লজ্জ চোখ ওকে ভোগ করে
আমার বিষাক্ত লালায় প্রতিনিয়ত ওকে ধর্ষিত হতে হয় ৷
তবুও মানুষের মুখোশে আমাকে মানুষই মনে হয় ৷
..................................................
অন্তরবিদ্যা
সমস্ত বন্ধনের শেষে দাঁড়িয়ে থাকে রক্তপর্ব
স্বভূমি, প্রতিটি পদক্ষেপে আত্মজনের কথা
মনন আছে বলে মানবচরিত পাঠ্যক্রম ...
সমস্ত ব্যবধানে সমাধানের আভিধানিক সুর
দূর ক্রমশ কাছে আসে দৃষ্টি জড়িয়ে, প্রেম
কল্পনায় স্বর্গ, সবার ইচ্ছেফুলের বাগান ...
মানুষ বলতে মান-হুঁশ, যার অন্তিম পরিচয় ...
কেন অযোগ্য পায় আজও যোগ্যের স্থান কেন প্রতিবাদে উঠে গায়েরও চাম।।
মানুষ রূপে এসেছো ঠিকই হওনি মানুষ আজও তবোও রয়েছে কত সুনাম।
..................................................
আগুন রঙের হাওয়া-২
আঁধার জেনেও সামনে দাঁড়ায়
একটি মানুষ ধার ধারে না
বিপদ এলে; দু'হাত বাড়ায়
আকাশে মাথা সামনে চোখ
পাশ কাটিয়ে সব সংশয়
সামলে রাখে হাজার শোক
রয়েছে ঘিরে সপ্তরথী-
ব্যক্তিগত লক্ষ ক্ষতি
মানুষের ত্বরে সকল চাওয়া
এমন হৃদয় দেশ বরেণ্য
তিনি আগুন রঙের হাওয়া
..................................................
পাশবিকতায় এগিয়ে মানুষ
..................................................
অমানুষ
কতো পশু বাস করে
হিংস্রতা চাষ করে
সভ্যতা নাশ করে।
খুনোখুনি রাহাজানি
শোনে না যে কারো বাণী
করে শুধু মাস্তানী ।
সমাজের বিষফোঁড়া
মানুষের বেশে তারা
অমানুষ আগাগোড়া ।
..................................................
আমি মানুষ
কেবল ঘর নেই আমার;
আকাশে-বাতাসে আগুন জ্বালো
বঙ্গোপাসগর থেকে ক্যানিং নদী আমাকে ভাসায়।
আমি তো বন্য শ্বাপদ নয়
তবু কেন ওরা তাক করে প্রতিদিন?
শুধু ধর্মের কারণে অকূল পাথারে
বুকের মানচিত্রে দ্যাখো আমি আর তুমি পাশাপাশি
রোহিঙ্গা কিংবা মুসলিম নই, দুই পড়শি।
..................................................
পরিশীলিত
ওঠা সুখতৃঞ্চা,
অচেনা নিজেই নিজের কাছে,
একবিন্দু ছলহীন জলকনা
এক সমুদ্র দুঃখ ভার
আর সহস্র প্রলাপিত ব্যাথা,
ঘুরে ফিরে ধুলোপথ কিংবা
স্বপ্নাতুর নাগরিক কালোপথে,
বেঁচে থাকা আটপৌরে শাড়ির
পরিপাটির ন্যায় অট্টহাসি -
ও পাড়ার কাজের মেয়ে
তাদের আদর দেখে
পোষ্য বেড়ালি হিংসে করে,
কারো কোন প্রদাহে ইস্ শব্দও যেন
অমৃত মন্থনে উথলে ওঠা গরল।
কারো আপন হতে চাওয়া যত
গতিশীল জীবনের মাইলস্টোনে
অস্পষ্ট সংখ্যা রূপ করে বিব্রত।
..................................................
মানুষের রূপ
বহু সুরে গান করি
বিপদে পড়িলে সদা
নরম সুরে কান ধরি।
ভুলি আগের সবকথা
আত্নপ্রচার করেই চলি
এটাই যেনো একপ্রথা।
দুঃখ দিতে ভুলি না
মায়ার জগৎ ভরে দিতে
মনের দুয়ার খুলি না।
মানুষ হওয়া কঠিন নয়
মানবতার পথ মাড়ালে
এক জীবনে আসে জয়।
..................................................
ছন্নছাড়া
মেঘ হয়ে ভাসি,
অচিন দেশের পাখি।
সাগর জলের ঢেউ,
বকবে নাতো কেউ।
যাই উড়ে যাই দুরে,
ঘুরবো অচিনপুরে।
শুনবো না কারো বাধা,
হবো ছন্নছাড়া।
..................................................
মানুষ
কোনটাই আমাকে তেমন আকৃষ্ট করেনা
টানেনা প্রাচ্য কিংবা প্রাতিশ্চের জাতীয়তাবাদ।
সাদা কালোদের মাঝে বিভেদের লৌহ কপাট
হৃদয়ের হাতুড়ি দিয়ে ভেঙ্গে চলি আমি দিন রাত।
তোমার উঠোনজুরে দাড়িয়ে থাকা সীমান্ত দেয়াল
বুকের উপর পাহাড় চাপানোর মতোই আমাকে ভারগ্রস্থ করে
তুমি কী জান?
যেমন জন্মেছে বৃক্ষকুল আর বিহঙ্গসমাজ
তুমি কি সাইবেরিয়ার পাখিদের জন্য
ভিসা এবং পাশপোর্ট লাগাতে পার?
ওদের মত আমিও উড়তে চাই
বিহার করতে চাই সলিল সমুদ্র আর অনন্ত আকাশ
থাকতে চাই এশিয়া ইউরোপ কিংবা আফ্রিকা
তথা পৃথিবীর প্র্তিটি মানুষের সাথে
ঘুরতে চাই, ঘুমাতে চাই,
..................................................
অহংকার
ভাপূর্ণ হয় না!
দুঃসময়
মনের অজান্তে দুঃসময়ে ভাসে,
লিপিবদ্ধ হয় উপরওয়ালার হাতে।
ব্যর্থতার পরে জীবন পায় সফলতা।
চলার পথে সকল বিপদ-আপদ হতে
নিস্তার পেতে দান কর অসহায়দের স্বহস্তে।
দুঃখ কে ভুলে যাই কি করে?
আপনজনদের ভালো রাকিস রে মন যে কোন মুল্যে।
দমে দমে ডাকো রে মন অন্তর্যামী কে
জীবনের প্রকৃত প্রার্থনায়
ছোট ছোট বিনিময়ে,
ভাইয়ের প্রার্থনায় বোনের জীবনে
সুস্থতার আলো ফিরে আসে।
জীবন নদী চলে আপন তরি বেয়ে।
জীবনের বাস্তবতা নানান রঙের ছবি আঁকে
কেউ জীবন কাটায় অট্টালিকাতে,
দুঃখ কষ্টের সাথে যাযাবর বেশে।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Facebook: facebook.com/samoiki
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments