সুমাইয়া সুলতানা সালওয়া’র কবিতা

ক্ষমা করো রব
 
এবার- হয় যদি জীবনের
শেষ রমাদ্বান,
মাফ করে দিও ওগো
রব মহীয়ান!
 
জীবনের পাতা হতে হায়
চলে গেছে,
রমাদ্বানের সেই সুযোগ মেলা
হেলায় মিছে!
 
আমলনামার খাতায় সাদা পেজে
ভরাট শূন্য,
কিরামান-কাতিবীন লিখেছেন পাপ
নয়তোবা পূন্য!
 
করে পাহাড় সম গুনাহ্
জীবন ভর
কিভাবে দাঁড়াবো তব সামনে
লাগে ডর!
 
তবুও আশা জাগে হৃদে
তুমিই রহমান,
ক্ষমা করো পাপীর পাপ
ওগো মেহেরবান।।
..................................................
 
করে দাও আজাদ
 
ওগো কাবার মালিক...
দয়া করো রহম করো...
এই ক্রান্তিক্ষণে
আমরা নাদান পাপী-তাপী
গুমড়ে মরি রণে !
 
ওগো কাবার মালিক...
তুমি ছাড়া নেইতো কেহ-
অসীম সর্ব-শক্তিমান,
তুমিই পারো করতে পূরণ
বান্দার হৃদ-আসান!
 
ওগো কাবার মালিক...
কবুল করো কবুল করো
লক্ষ-কোটি ফরিয়াদ,
মাজলুমানের ঝাঁঝড়া হৃদয়
প্রশান্ত করে দাও আজাদ!
প্রশান্ত করে দাও আজাদ!!
প্রশান্ত করে দাও আজাদ!!!
..................................................
 
আল্লাহর জয় অতুল
 
চালের খনি...
তেলের খনি...
ধরা পরে নব্য রাজাকার
তোরা দেখরে বারবার!
 
সত্যিকারের মুক্তিযোদ্ধা..
রেখে জীবন বাজি,
কেউবা আজ শহীদ..
কেউবা হয় গাজী!
 
যৌতুকের নেশায় যুবক
লাইভে করে জবাই,
কেউবা ভাবে পরকীয়া
অবাক হয় সবাই!
 
নাস্তিকেরা বাহবা দেয়
এই সেই বিজ্ঞানের,
সেই অধম জানেই না
তার বৃহৎ অজ্ঞানের!
 
হেরেছে আজ বিজ্ঞান
ভেঙ্গেছে মানুষের ভুল,
কানপেতে শোনরে তোরা
আল্লাহর জয় অতুল!
আল্লাহর জয় অতুল!!
আল্লাহর জয় অতুল!!!
..................................................
 
 
এক আল্লাহ্ অধিপতি
 
সময়ের শৃঙ্খলে বাধা যত
জালিমের বিষ,
সেখানেও চাষ হয় বহু
ঈমানের শীষ!
আকাশের কালো রং কভু
থাকেনা বেশি দিন,
সত্যের আলো রঙ্গীন হয়ে
বাজায় তার বীণ!
শোষণ-নিপিড়নের অবসান
হবেই একদা সমাধি,
মজলুমানের সঙ্গী কেবল
এক আল্লাহ্ অধিপতি!
এক আল্লাহ্ অধিপতি!!
এক আল্লাহ্ অধিপতি!!!
..................................................
 
রমজানের বার্তা
 
আবার এলো মাহে রমজান,
নিয়ে নাজাতের বানী অফুরান।
হৃদয় জগতে দিয়ে সারা,
জাগিয়ে দিলো ঘুমের পাড়া।
ঘুমিয়ে যদি কেউ থাকো,ওঠো...
রবের রহমের দিকে ছোটো !
বহমান নাজাতের সাগর...তোমার পানে..
আছে চেয়ে; যাবে কি হৃদয়ের টানে??
ভয় কি? পাপের পাহাড় গড়েছ বলে???
রবের রহমের ছোঁয়ায়...তাও যাবে গলে !!
হৃদয় যদি হয়গো তোমার কঠিন পাথার,
কিংবা শুকনো তৃণের বিশাল আঁধার!
রবের বরকতে তাও হবে সফেদ আকাশ,
প্রাণেতে বইবে অবিরাম শীতল বাতাস!!!
..................................................
 
শহীদি মিছিল
 
শহীদি মিছিলে আতরের সুবাস,
ছড়িয়ে গেছে আকাশ-বাতাস!
প্রিয়জনদের কান্নার রোল,
হারিয়ে গেছে মুখের বোল!
হারিয়ে গেছে সান্তনার বাণী,
আমরা যেন বোবা প্রাণী!
স্মম্ভিত হৃদয়ের সব আকুতি,
রবের দরবারেই শুধু মিনতি!
ইয়া রবূইয়া রবূইয়া রবূ!!!
..................................................
 
মা
 
মা...
গর্ভধারিনী...
অসীম কষ্ট সহ্য কারিনী...
ধৈর্যধারিনী...
মমতাময়ী...
ভালোবাসাময়ী...
মা...
সেতো মা'...
হোক না সে কালো কিংবা সাদা...
ধনী কিংবা গরীব...
অনুভূতিরা একই...
একই রক্তে মাংসে গড়া মহিয়সী...
রাত্রী জাগরণ কারিনী....
মা'দেরও ভালোবাসা প্রয়োজন...
খুব বেশি নয়...
সামান্য মুখের হাসি...
একটুখানি খোঁজ-খবর...
ব্যস...
মা'দেরও কিন্তু আত্মসম্মান আছে....
আছে স্বতঃস্ফুর্তভাবে বেঁচে থাকার অধিকার...
তাদের নিরব কষ্ট আছে...
নিরব কান্না আছে...
ভালো-মন্দ অনুভূতি আছে...
ব্যথা পেলে তারাও একইভাবে কষ্ট পায়;
যেমন তুমি পাও...
তারা এই জগতের সর্ব সম্মানিত...
এবং রক্তে -মাংসে গড়া একই মানুষ!
..................................................
 
স্বপ্ন
 
স্বপ্ন বিভোর...
ঘুম ভাঙ্গবে একদিন,
মিষ্টি পাখির কলরবে;
উত্তাল আনন্দ ক্ষণে...
সে ভোর হবে মিষ্টময়
থাকবে শুধু রবের আনুগত্য চারিদিকে!
আহ্! সে স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায়,
আসেনা কখনো সফেদ ভোর...
খোলে শুধু হিংসা-বিদ্বেষ...
রাহাজানির দোর!
হানাহানি; কপটতা; আর ঘৃণার ভীরে...
কিভাবে হবে সেই ভোর মাতৃ-নীরে?!!
..................................................
 
চলমান
 
মনটা আমার স্রোতস্বীনি নদী...
সে স্রোতে গা ভাসায় শত-কোটি আশা
ওরা আকারে বড়, মেঝ...
আবার হামাগুড়িও দেয় কেউ কেউ...
যখন ওরা মনের নদীতে ডুব দেয়...
তখন আমি ভীষণ পুলকিত হই
ভীষণ আনন্দিত হই!
পাখনা মেলে ওরা সাঁতার কাটে;
বুনোহাসের মতো ছোটাছুটি করে!
আবার কতক আশা অঙ্কুরেই বিনষ্ট হয়,
ওরা আর জেগে উঠতে পারেনা!
স্বপ্ন?
সেতো ক্লান্তহীন; রাতজাগা পাখি...
আলো জ্বলানো  জোনাকী...
অন্ধকার মনের আলো ওরা!
আমার মনের নদীতে যখন একটু ভাটা পরে...
 তখন স্বপ্নগুলো রোধ করে;
 প্রবলবেগে ওরা জোয়ার আনে!
জোয়ার অব্যাহত থাকে...
সকাল থেকে রাত...
এবং...
রাত থেকে সকাল....
..................................................
 
শপথ নিই
 
এসো রমজানে শপথ নিই
সঠিক পথে চলার
দৃপ্তকণ্ঠে সাহস নিয়ে
সত্য কথা বলার।।
 
এসো রমজানে ঝেড়ে ফেলি
রাগ, হিংসা-বিদ্বেষ,
ভালোবাসা ধৈর্য দিয়ে
গড়ে তুলি স্বদেশ।।
 
এসো রমজানে মুছে ফেলি
সব কষ্ট-কালিমা
হৃদয় মাঝে আঁকাই
সেই সূর্য লালিমা।।
 
এসো রমজানে শিক্ষা নিই
 ধৈর্য এবং ত্যাগের
এই নিয়মেই সাজাই
বাকি জীবন মোদের।।

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.