সাহিদা সাম্য লীনা’র কবিতা


সেদিন খুঁজবে
 
একসময় হারিয়ে যাব
সময় ক্ষয়ে যাবে,
আজকের মতো
মাঝে মাঝেও নক হবে না।
সেদিন খুঁজবে।
যেখানে তোমাকে অবিরত জ্বালাতাম।
তোমার সব অহংকারের
নিরবতায় পোড়াবে
ইশ্ যদি না কথা বলতাম।
তুমি সপ্তার্যের কেউ নও
সেদিন বুঝবে।
তোমার হৃদয়ে শত বসন্ত দোল খাবে
দিতে রাতের যত মায়া।
সেদিন কেবল আমায় চাইবে।
তোমার রাতের অবসর টুকু
আমার আব্দার ছিল।
দিতে না অজানা কোন ভয়ে
জোর করেও চাইনি সময় তোমার।
একটু আলাপ পরেই
ঘুমানোর কথা বলে
এড়িয়ে যাও।
নিজেকে বাধ্য হয়ে,
কল্পনার জগতে নিয়ে একলাই ভেবে
কত কত অনুভব!
কাটে অলস সময়।
তুমি তখনো জেগে কাকে নিয়ে যেন ,
তুমিই জানতে!
--------------------------------------------------
 
তোমার শত উত্তাপ
 
তোমার জন্য ভালবাসার ঘর এনে দিবো।
তোমার জন্য এক সাগর প্রেম এনে দিবো।
তোমার মন পেতে যা যা করার তাই করবো!
শুধু একবার ভালবাস।
অভিনয় করে হলেও,
 নয়তো একটি মাসের জন্য,
তোমার হাতে হাত রেখে
চলে যেতে চাই বহুদূর।
বহু কথা হৃদয়ের প্রকোষ্ঠে জমা,
একাকীত্ব  গ্রাস করছে সমস্ত শরীর জুড়ে
সঙ্গীর খোঁজে যখন গিয়েছি ,
পেয়েছি আমি তোমাকে।
কিন্তু তোমার হৃদয়ের টবে
জল ঢালতে যে ব্যর্থ!
তোমারো যে শুকনো চারাগাছ অর্ধমৃত!
আজো পিপাসার্ত তোমার
 বুকের অলিন্দের মরুভূমি
তোমার নদীর নাব্যতায়
 ফসল ফলবে কোনদিন?
চাষাবাদ হবে প্রতি রাতের
 শিশির ভেজা হেমন্তে!
শীতের ওম পেতে মরিয়া তুমিও জানি,
কিসের জড়তায় বল
আজো তোমার শত উত্তাপ!
--------------------------------------------------
 
যদি চাও
 
যদি চাও তুমি
হাজার বছর অপেক্ষায়
থাকি তোমার!
যদি চাও তোমার
হারানো প্রিয়ার মতোই
তোমায় ভালোবাসি।
যদি চাও আমি
তোমার কাছে থেকেও
দূরে থাকি।
যদি চাও তোমার
সব কষ্টের ভাগ
নিই আমি।
যদি চাও আমায়
ইচ্ছে মতো কষ্ট দিতে
যদি চাও আমি
ভোরের আলো হয়ে
দাঁড়িয়ে থাকি।
যদি চাও তোমার
জন্য সুখগুলো সব
খুঁজে আনি।
যদি চাও আমার
প্রাণের বিনিময়েও
যাই চাও , তাই করি।
--------------------------------------------------
 
লতা'পা
 
নিজেকে নিয়ে পাশের বাসার লতা'পা
 সে যে সকাল হতে গল্প জুড়েছেন! থামছেন না!
কেউ বিরক্ত হয়ে কৌশলে যাচ্ছেন চলে।
শুধু নিজের গল্প করলেই হয়!
অন্যকেও সুযোগ দিতে হয় ,
যে শুনে সে না কী জ্ঞানী হয় বুদ্ধি মান।
আর লতা'পা!
অতিথীরা যে আসছে তার সাথেই !
চরম লজ্জিত হলেন এবার বোধহয়!
একটা ওভার স্মার্ট মেয়েকে কি যেন বলতে গেলেন;
মেয়েটা ধূর বলে কনের দিকে চলে গেল!
দুপুরের খাবারের ডাকে যার যার মতো বসলেন,
লতা'পা জায়গা পেলেন না প্রথম ট্রিপে,
এদিক ওদিক করে কনের পাশে গিয়ে বসলেন,
আগত অতিথীর একজন বললেন কী অসভ্য,বাচাল রে!
কনে ক্লান্ত এমনিতে, ভারি সাজ, নতুন জীবন!
লতা'পা ফিসফিসিয়ে কি যেন বলতেই কনে কেঁদে দিল!
কনের মা বাবা ,বান্ধবীরা অবাক !
কনের হঠাৎ কাঁদা !
পছন্দের পার্লারে এতো সুন্দর  সাজটা! আহা, আহা করতে, 
করতে বান্ধবীরা এগিয়ে কনের সেবায় লাগলো।
কনের মা বাবা বিরক্ত, অভিযোগ চলে গেছে লতা'পার
সবাই ক্ষুদ্ধ!
  লতা'পা চোখের জল মুছতে মুছতে
 বিয়ে বাড়ি হতে বের হয়ে  গেলেন,
বিধবা হবার পর মানুষ টা কেন যে বদলে গেল!
স্ব^ামীর অঢেল টাকা ,ফ্লাট কী নেই তার!
--------------------------------------------------
 
অবয়ব
 
এখন আর আগের মতো নই,
এখন সব কিছু বুঝেই আগাই ,
এখন দিনেরা রাতেরা আমাকে
কম ঠকায়!
আমি এখন পোক্ত,একটু চালাকও হয়েছি।
আগে হরহামেশা বোকাই ছিলাম,
কতো যে ভুলের হালখাতার পাতা !
স্মৃতিগুলো মনে হলে,
নিজের কাছে নিজেই লজ্জিত হই!
এখন আর আগের মতো নই,
এখন সময়টা কঠিন ,সাথে মানুষটাও,
প্রতারিত হতে হতে মস্তিষ্কটা বেশ ঋদ্ধ!
সব আয়নার প্রতিবিন্ব এখন
আমি মাফতে পারি বিনা স্কেলে !
এখন ভন্ডরা কম ঘুরফাঁক করে আঙ্গিনায়!
লোভ বিছানো হরেক কথার ঝুড়ি
 চোখে পড়লেও ঝুঁকি থাকেনা,
সচতুর অভিনয় এখন আনস্মার্ট লাগে !
গুরুত্বপূর্ণ সময়গুলো অযথাই গিয়েছে ,
বোকামির জন্য হাহাকার করে হৃদয় !
লেখা দেন,ভালো লেখেন!
কথার এঙ্গেল আসে টেনে টুনে !
নতুনত্ব ব্যঙ্গর ফাঁদ !
ওতেও, উৎসাহিত হবার আশংকা নেই৷
এখন আমি অনেকটাই কর্পোরেট,
থিসিস করছি নিজের ,সমাজের , মানবতার
 যেখানে অযথা ঝড়ের স্কোপ থাকেনা।
কারো ব্যক্তি স্বার্থ ত্রিনয়নে পরিষ্কার
আমার অন্ত ক্যামেরায়!
এর মাঝেও যে পা পিছলায় না তা না,
একটু, আধটু তো ভুল হয়েই যায়!
এই যে ধরুন; এখন আমিটার অবয়বটা
--------------------------------------------------
 
নেশার ভার্চুয়াল
 
ফেসবুক দুনিয়াটা না হলে কি আজ
এতোগুলো মানবের চরিত্র বোঝা যেত ?
কী একটা জগৎ!
নেশায় মত্ত!
এখন লড়াই ,ঝগড়া চলে ভার্চুয়ালে ,
রন্ধন, গান, কবিতা, অভিনয়
নিজের যত গুণ!
বেড়ানো- মন্ত্রী,এমপি, সেলিব্রেটির সাথে
একখান ছবি পোস্ট,
সুপার ডুপার হিট!
লাইক,ফলোয়ার এখন ব্যাপার না ,
রাস্তায় এক অন্ধকে  ধরে পার করুন।
আর জানান জগতে,
মূহুর্তে আপনি ভাইরাল!
নয়তো ধর্মীয় ইস্যু নিয়ে কথা  কন,
পান-চুন খসলে আপনি ,আমি ভাইরাল!
ডিজিটাল এক্টে মামলাও খেতে পারেন ,
তাতেও আপনি ফেবুতে ভাইরাল,
আগে যেখানে এক হাজার জনে চিনতো
এখন লাখে চিনে, মন্দ না!
ঘরের আয়া- ড্রাইভার,মুচি,মেথর ভাই
সবার একটা আইডি আছেই !
অনেকে নিঃসঙ্গ, মধ্য বয়সী নারীকেও
দেখা যাচ্ছে ফেসবুক টিপতে।
ছেলেবেলার বান্ধবীদের এখানে
পেয়ে তো আত্বহারা!
সময় কাটছে বেশ ,
প্রবাসী নাতিপুতিদের সাথে ভিডিও কলে,
সহজ এখন যোগাযোগ
ফেসবুকে বসে হাজার মাইল
দূরের অজানার সাথে মেসেজ আদান প্রদান
প্রেমের টানে কিছু নারীও আসছে দেশে,
মিশে যাচ্ছে আমাদের রক্ত, সমাজ সংস্কৃতির সাথে।
জন্ম , মৃত্যুর খবরো বুকের উপরে ছডিয়ে যায়,
নবজাতক মৃতের মুখ দেখে সারাবিশ্ব !
অফিসে,যানবাহনে, টয়লেটে
যেখানে হোক ফেসবুক টেপা চাই ,
নেশার ভার্চুয়াল!
আপনার, আমার জীবনের
 সমগ্রতা খায়  -বুকে

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.