শাহিন আলম’র ছড়া
আমিই হবো সেরা
কথায় কথায় কাজের ফাঁকে
ডিগবাজি রোজ খাবো
ভুল ধারনা ভুল
পড়ার সময় এখন ফাঁকি
দিইনা তো এক চুল।
হাসবে তুমি পাজি?
ধরছি তবে বাজি
আমি এখন অঙ্ক কষি
নিয়ম করে পড়তে বসি
আমায় যদি তুচ্ছ ভাবো
হারবে তুমি আজ-ই।
আমিই হবো সেরা
আর হবেনা ফেরা
ভবিষ্যৎ এর রাস্তা আমার
থাকবে আলোক ঘেরা।
..................................................
চাতক সে জল পান করে
বর্ষা এলেই চারণভূমি
পিঠখানা টানটান করে।
গাছের ডালে ফল বাড়ে
নৌকা দিয়ে পারাপারে
মানুষজনের ঢল বাড়ে।
নদীর নতুন কূল ওঠে
বর্ষা এলে মনের মাঝে
খুশির হুলুস্থুল ওঠে।
..................................................
সময়গুলো কাটতো শুধু আমার খুশি মতো
সাতসকালে পাখির গানে ভাঙতো আমার ঘুম
সুর্য মামা জানলা দিয়ে আমায় দিতো চুম।
আমার ঘরে বেড়ায় উড়ে কি-ই বা হবে ক্ষতি?
ফুল পাখিদের সঙ্গে খেলে হিজলতলীর বনে
আনন্দ তাই ছড়িয়ে দিতাম কাঠবিড়ালির মনে।
বিকেল বেলা ঘুড়ি নিয়ে যেতাম খোলা মাঠে।
সন্ধ্যা হলেই চাঁদের বুড়ির গল্প শুনে শুনে
আকাশটাকে রাঙিয়ে দিতাম তারাদের জাল বুনে।
দু'জন মিলে ঘুমিয়ে যেতাম আমার খাটের পরে।
কল্পনাতে চিন্তা করি এমন যদি হয়
ভাসবো সুখে মানবোনা তো কোথাও পরাজয়।
..................................................
সূর্য এলো উঠে
উঠলো গোলাপ ফুটে
আলসেমিতে ঘুমিয়ে থাকার
বাঁধন গেল টুটে।
অনেক হলো বেলা
সময়কে নয় হেলা
পাঠশালাতে যেতেই হবে
যেথায় জ্ঞানের মেলা।
রোজ সকালে তাই
সূর্য ওঠার পরক্ষণেই
পাঠশালাতে যাই।
..................................................
সাদা আর নীলে ভরা আকাশের বেশ
ঈশানের কোনে জমা কালো তার কেশ
অপরুপ ছায়া ঘেরা সুখ সমাবেশ।
মাঠে মাঠে ভেসে ওঠে ফসলের মুখ
খাল বিল নদী নালা ভরে যায় মাছে
মোহনীয় ফুল ফোটে কদমের গাছে।
খেজুরের দানা গুড় লাগে বড় মিঠা
গভীর রাত্রে শুনি শেয়ালের হাঁক
ভুতুড়ে সময় আসে, সেই কথা থাক।
দুপুর পেরিয়ে যায় সাঁতারের ছলে
কিশোর উড়ায় ঘুড়ি ধান কাটা মাঠে
জাল দিয়ে মাছ ধরে চিত্রার ঘাটে।
ননদের বিয়ে নিয়ে গায় সবে গান
নতুন ধানের ভাজে চিড়ে মুড়ি খই
খাঁটি দুধ দুয়ে এনে পেতে রাখে দই।
আযানের সুর ধ্বনি ভেসে আসে কানে
আবার ঘুমাতে যায় জোনাকির সাথে
চাঁদ আর জোসনা ছুঁয়ে দিই হাতে।
পাহাড়ের ঝর্না ও স্রোত বয় কতো
শিল্পীর রঙে আঁকা আমার এই দেশ
এই মাটি মেখে হোক জীবনটা শেষ।
..................................................
অন্তরে বেড়ে ওঠে প্রকৃতির মায়া
অপরুপ ফুল ফোটে কি দারুন আহা!
মধু আছে পান করে মৌমাছি তাহা।
সেই সুর দিয়ে যায় অন্তরে টান
সবুজ পাতার ফাঁকে গড়ে তোলে বাসা
ডিম পাড়ে বেড়ে ওঠে স্বপ্ন ও আশা।
মনে করি এরকম সুখে দিন যাবে
গাছহীন পরিবেশ নয় মোটে ভালো
পৃথিবীতে ছড়াবে বিষাক্ত আলো।
..................................................
বৃষ্টি যখন টাপুরটুপুর পড়ছে ঘরের চালে
মন করে আনচান
বাইরে যাবার টান
ইচ্ছে করে মাছ ধরি ওই জঙলাপাড়ের খালে।
বন্ধু যে চায় বইয়ের পাতা ঘাটুক
বৃষ্টি মেখে বর্ষা হবো
কাদায় হেঁটে ফর্সা হবো
মনটা আমার মন থেকে আজ হিংসা ও দ্বেষ ছাটুক।
সব ভিজিয়ে করুক ধরায়
নতুন দিনের সৃষ্টি।
..................................................
বেশী বেশী মিষ্টি খেলে দাঁতে হবে পোকা
আইসক্রীমের ধারে কাছেও যাসনে যেন বোকা
কিন্তু খোকা মিষ্টি খেতে জেদ ধরে একরোখা।
এক নিমিষে করতে পারে সাবাড়
রসমালাই এর বাটি
ডজন খানেক চকলেটে তার থামে কান্নাকাটি।
জুসে যদি হাত দিয়েছে তার বড় বোন তমা
অমনি খোকার রাগ
খোকার খাবার করতে নারাজ কারও সাথে ভাগ।
চকলেট এবং মিষ্টি অতি প্রিয় যাদের কাছে।
..................................................
ছুটির দিনে পরাণ খুলে খুব করে হইচই
সেই স্কুলে খেলার মাঠে টিফিনে হয় খেলা
একপাশে তার ফুলের বাগান ভ্রমর কাটায় বেলা।
আম্মু রাখে ভাইয়া'র প্রতি অধিক খেয়াল খোঁজ
আমার ভীষণ ইচ্ছে করে ইশকুলেতে পড়ি
মজার মজার বইয়ের সাথে আলোর জীবন গড়ি।
এসব নিয়ে অনেক সময় বাকি আছে ভাবার
বর্ণামালা ঘরেই পড়ি, পড়তে আমায় হয়
অপেক্ষা রোজ বয়স কবে পূর্ণ হবে ছয়।
..................................................
দাঁড়িয়ে থাকে রোজ
আমিই শুধু পাইনে খুঁজে
আমার বাবার খোঁজ।
লুকিয়ে আছে বাবা
মিছেই নাকি তাকে নিয়ে
সারাটা দিন ভাবা।
সব তারাদের ঢেউ
কোন তারাটা আমার বাবা
বলতে পারো কেউ?
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments