সতীশ বিশ্বাস’র ছড়াক্কা
(ছড়াক্কা কেমনঃ ৬ লাইনের পদ্য যার ১ম লাইনের সঙ্গে শেষ লাইনের অন্ত্যমিল থাকে আর মাঝের ৪-লাইন হয় সমিল এবং অপেক্ষাকৃত ছোট।)
নির্ভীকভাবে লড়তে শেখাও,
ঠিক হাতিয়ার ধরতে শেখাও।
পারি যেন দুশমনকে হারাতে,
দুর্বলদের পেছনে দাঁড়াতে।
কোন দুর্যোগে শিখতে চাই না ভীরুর মন্ত্র হারবার।
..................................................
আমাদের হাতে কিচ্ছুটি নেই।
তোমার কথায় কাজ হয় শুরু
তুমি যদি এসে সামনে দাঁড়াও,
অমনি বুকটা করে দুরু দুরু।
সারা দিন খেটে, কোদাল থামাই,সাঁঝ বেলাতে।
..................................................
অতলান্ত এ জগতে
যখন সঠিক পথে,
দেখা দেয় আলোরেখা।
থাকি না তো আর একা।
তখনই জীবনে এসে ধরা দেয় ছন্দ।
..................................................
চায় যদি কাজ করতেই মন,
গোপন থাকাটা খুব প্রয়োজন।
নেই দরকার লোক দেখানোর।
খ্যাতির আঁধারে আসে না তো ভোর।
আগে বুঝে নাও-কাজ- না প্রচার? কে বেশি আপন?
..................................................
বানিজ্য ব্যাবসায়,
লাভ, শুধু লাভ চায়।
চায় আরো সম্পদ,
মাৎসর্য ও মদ।
কেউ বলে, ‘হে ঠাকুর,দাও বৈরাগ্য।’
..................................................
পাঞ্জা
ওরা প্রতিদিন।
প্রাণী, প্রাণহীন।
তবু মানে সততা।
জানে কবি সে কথা?
ভোগে গ্যাছে সব সম্মান যার।
..................................................
খামখেয়াল
আর কতদিন থাকবি চুপ?
দেখা এবার রুদ্ররূপ।
সইবি কেন অত্যাচার?
আর কতদিন হজম মার?
পিছোস না আর; এবার তোরা আগুনচোখে থাম দেয়ালে।
..................................................
আলোর রঙ,
মেঘের ঢঙ,
বায়ুর চাপ,
রোদের তাপ,
মেলে ঝড়ের পূর্বাভাষ।
..................................................
জানো কি তুমি তাহা?
শুধুই ‘বাহা’ ‘বাহা’
শুনতে ভালোবাসো।
স্তুতি-র রসে ভাসো।
যেটাকে যোগ ভাবছ, তা বিয়োগ।
..................................................
তার কাছে সোজা পথ-
বোকাদের বাঁধা গৎ।
কী রূপে, ভাবে উপায়-
মানুষ ঠকানো যায়
তাই তাকে হতে হয় বহুরীপী।
chharakka1995@gmail.com
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments