শ্রীজিৎ জানা'ছড়া
হিং টিং ছট
মোঘল পাঠান বন্দী।
হনুলুলু যাব রে।
ডাচ ফরাসী পর্তুগীজ।
হুগলী ঘাটে কলম্বাস।
চায়না থেকে হিয়েন সাঙ।
অলবিরুনি রাখাল দাস।
আলিবর্দি মীরজাফর।
বন্ধু বই তো অন্য না,
দু:খ সুখের বর্ণনা।
তিস্তার জল ছলকায়,
ঈদের চোখে ঝলকায়!
বুকের ভিতর ঝড় তুলে
বিশ্ব জয়ের নিশান ওড়ে
রবীন্দ্রনাথ নজরুলে।
দু:খ সুখের বন্ধুটি
এক সে ভাষা মায়ের ভাষা
গঙ্গা পদ্মা বোন দুটি!
টুপুস টাপুস অশ্রুকণা
মন ভালো নেই নিশির।
রোদ ছড়ালো হীরে মাণিক
রাগভাঙা মুখ খুশির!
তোতার ছোট পিসির!
খায় কম ভোম্বল,
তার সাথে অম্বল।
রোজ আধ ঘন্টা
সাঁতরায় পুকুরে
ভালবাসে কুকুরে।
ও পাড়ার ভোম্বল
শীত কিবা গ্রীষ্মে
করেনাকো মিস্ সে
ছাতা লাঠি কম্বল।
..................................................
তিনটে শালিক
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে
বিকেল বেলার কনে বউ রোদ্দুরে।
কাকতাড়ুয়া ধ্যাবড়া চোখে
ফ্যালফ্যালিয়ে চায়।
গড়ন কালো
করবেটা সে কি?
তিনটে শালিক
ভয় করবে কাকে?
কাকতাড়ুয়ার টাকে।
..................................................
কাঁসার থালায় পা ধুইয়ে মোছান নতুন তয়লাতে।
পা ধোয়ানো জলটুকুকে রাখেন মাটির পাত্রে
ভোর সকালে শুদ্ধভাবে খান ও ছিটান গাত্রে।
কোঁকড়ানো চুল ফর্সা গড়ন দুধ আলতা মিশ্রিত
গুরুদেবের জ্ঞান গরিমায় গণেশ গিরি বিস্মিত!
ভাতের সাথে ঠিক দেওয়া চাই একসের দুধ গব্য ঘি!
গন্ডা কুড়ি ফুলকো লুচি বেগুন ভাজা আলুর দম।
দুইবেলা চাই লিকার চা আর বিকেলবেলা টাটকা ফল
ঘুমান যখন নাকের আওয়াজ হুগলী জেলার চটের কল।
খান না আমিষ কিন্তু যদি দেখেন জিয়ল মাছের ঝোল
পাপ এড়াতে খাওয়ার আগে বলেন তিনি হরিবোল!
হুগলী সেতু দেখব বলে
সাঁতরে পাখা এলাম চলে
পদ্মাপারের মুই।
ধরল না জলপুলিশে?
ধরা সহজ নয়।
চিঙড়ি পিসির ভাইপো আমি
গলদা হলেন তার সোয়ামি
আমার ছোটো পিসা।
পাসপোর্ট আর ভিসা।
..................................................
ছেলেরা মিষ্টি মেয়েরা মন্দ
মেয়ে ছেলে দুয়ে মিলে
ছড়ায় সুগন্ধ! ধরায় সুগন্ধ!
মেয়েরা দুষ্টু ছেলেরা শান্ত
মেয়ে ছেলে দুয়ে মিলে
রাঙায় দিগন্ত!
মেয়েরা গদ্য ছেলেরা পদ্য
মেয়ে ছেলে দুয়ে মিলে
ধরা অনবদ্য! ছড়া অনবদ্য!
বাবার ইচ্ছে গান,
ডাক্তারিকে করুক প্রফেশন।
টিভির সাংবাদিক,
ফরেন যাওয়াই ঠিক।
আমার স্বপ্ন চাপা
ড্রয়িং খাতায় একলা দুপুর
টাপুর টুপুর ছাপা!
ধুত্তুরে শীত
সোয়েটার মোজা
লাল নীল পীত!
শাল ও চাদর
রোদ্দুরে ছাদে
মিঠেল আদর!
মন প্রাণ তাজা
আমতেল মাখা
মুড়ি তেলে ভাজা!
বাগানের ফুল
বড়দিনে ট্যুর
ছুটি ইস্কুল!
রাতে ঘুম ঘোর
চড়ুইভাতির
মহা তোড়জোড়!
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments