ছড়ায় শিখি বর্ণমালা ।। জাহানারা নাসরিন

 
স্বরবর্ণ
- অলি উড়ে ফুলের খোঁজে
- আমের খোঁজে খোকা,
- ইলিশ ভাজা খায়না দেখ
- ঈগলটা যে বোকা।
 
- উট পাখিটি দেখছে বসে
- ঊষার অরুণ আলো,
- ঋষি বসলো ধ্যানী হয়ে
লাগছে ভীষণ ভালো।
 
- একটি খোকা বসলো চড়ে
- ঐরাবতের পিঠে,
- ওপর থেকে পড়ে খোকা
- ঔষধটা চায় মিঠে।
 
ব্যঞ্জনবর্ণ
- কলি ফুলে অলি উড়ে,
- খবর পড় জোরে জোরে।
 
- গরু চরে দূরের মাঠে,
- ঘড়ি হাতে বসো পাঠে।
 
- রঙধনুটা দেখতে বাঁকা,
     আকাশ নীলে আছে আঁকা।
 
- চিংড়ি মজা ভেজে খেতে,
- ছবি আঁকি প্রমোদ পেতে।
 
- জাহাজ দেখ জলে ভাসে,
- ঝুঁটি বেঁধে খুকু হাসে।
 
- ব্যাঙগুলো ওই ডোবার জলে
      ঘ্যাঙর ঘ্যাঙর ডেকেই চলে।
 
- টগর ফুটলো পুষ্প বাগে,
- ঠিকানাটা লিখবো আগে।
 
- ডিমে অনেক পুষ্টি আছে,
- ঢোলের তালে খোকা নাচে।
 
- গণিত শেখো ভালো করে,
     হিসেব সঠিক হবে পরে।
 
- তোতা সবার প্রিয় পাখি,
- থালাটি দাও খাবার রাখি।
 
- দোয়েল গায় বেশ মিষ্টি সুরে,
- ধানের দেশটা দেখবো ঘুরে।
 
- নাকে নোলক পরে নারী,
     যাচ্ছে সে আজ স্বজন ছাড়ি।
 
- পাখি ওড়ে আকাশ নীলে,
- ফলটি খাবো সবাই মিলে।
 
- বই পড়লে জ্ঞান বাড়ে জানি,
- ভালুক খুবই হিংস্র প্রাণী।
 
- মায়ের সাথে খুকুর আড়ি,
     চলছে খুকু মামার বাড়ি।
 
- যবের ময়দা অনেক ভালো,
- রত্নমণি ছড়ায় আলো।
 
- লেবুর রসে এসিড থাকে,
- শালিক উড়ছে ঝাঁকে ঝাঁকে।
 
- ষাঁড়ে ষাঁড়ে লাগলে লড়াই,
     ষাঁড়ের মালিক করে বড়াই।
 
- সবুজ ঘাসে ফড়িং নাচে,
- হস্তরেখায় ভাগ্য আছে।
 
- বাড়ি যাবো নৌকো দিয়ে,
- আষাঢ় এলো বাদল নিয়ে।
 
- ময়নাটা যে ধরলো বায়না,
     কথা বলার মানুষ পায়না।
 
- মৎস বাঁচে পানি পেলে,
-মাংস মজা পুড়ে খেলে।
 
-দুঃখের পরে সুখ যে আসে,
- চাঁদের সাথে তারা হাসে।
 
 
জাহানারা নাসরিন
সহকারী শিক্ষকদক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

 FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

#বর্ণমালার_ছড়া
#বর্ণমালা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#Molakat
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#বিশ্বজিৎ_কর

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.