করোনা সচেতনতা সংখ্যা ২০২০ ।। পর্ব-২
মানব রাজ্যত্বে মানুষ অসহায় হয়ে উঠেছে। সাথে পৃথিবীর অন্যান্য প্রাণীও মানুষের অমানবিক অত্যাচারে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার উপক্রম। অনেক প্রাণী তাদের বংশ রক্ষায় কোনো প্রকার প্রটেকশন তৈরি করতে না পেরে চিরতরে হারিয়ে গেছে। মানুষ মানুষকে নির্মম অত্যাচার করেছে। এক জাতি অন্য জাতিকে নির্মূল করা জন্য তৈরি করেছে মানব হত্যার সরন্জাম। তারপর ঝাপিয়ে পড়েছে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, দেশে দেশে। আজ পৃথিবী যেন মানব পাপের কুণ্ডলিতে পরিণত হয়েছে। মানুষ ফরিয়াদ করেছে প্রভুর কাছে, গাছ ফরিয়াদ করেছে প্রভুর কাছে, মাছ ফরিয়াদ করেছে প্রভুর কাছে, প্রাণীরা ফরিয়াদ করেছে প্রভুর কাছে। নদী, সমুদ্র, পাহাড়, মরুভূমি ফরিয়াদ করেছে প্রভুর কাছে। বায়ুমণ্ডল ফরিদায় করেছে প্রভুর কাছে। প্রভুর মানবের অত্যাচার থেকে আমাদের বাচান।
-আফসার নিজাম, সম্পাদক
অস্বস্তিকর ভীতির মুখ থেকে :: ওমর বিশ্বাস
আবার হবে পথ চলা :: নীলিমা আক্তার নীলা
সমবেত :: গোবিন্দ বারিক
চল সব আত্মসমর্পন করি :: মোহাম্মদ আবদুর রহমান
নিজকে মারি খোঁচা :: আব্দুস শাকুর তুহিন
একই সমতলে :: নাসিমা জোহা চৌধুরী
পটভূমি : কোভিড-১৯ :: রঘুনাথ চট্টোপাধ্যায়
হোম কোয়ারেন্টিন :: ময়েজ মোহাম্মদ
কি যে হবে শেষটাই :: আবু নেসার শাহীন
চিড়িয়াখানা :: সৈয়দ আছলাম হোসেন
তোমার দয়া চাই :: মুহাম্মদ ইমদাদ হোসেন
করোনা আতঙ্ক :: শেখ একেএম জাকারিয়া
বুকের গহিণে কালোমেঘ :: রুদ্র সাহাদাৎ
করোনা ভাইরাস :: রফিক উদ্দিন লস্কর
নভেল করোনা :: ওবায়দুল মুন্সী
হৃদয়ের বিশালতা হোক আকাশসম :: মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
সচেতন হতে হবে :: কবির কাঞ্চন
জন্ম কূলের জীবন চক্র ছিটানো নকশা :: রবিউল ইসলাম
স্তব্ধ পৃথিবী :: সালমা বিনতে শামছ
ওমর বিশ্বাস
ভয়ংকর এক গুপ্তঘাতকের হাতে এসে পরেছে পৃথিবী
সাতশ কোটি মানুষকে রাজপথ, ক্লাব, রেস্তোরাঁ,
সবাইকে তুলে দিলো গৃহে। সেই থেকে মানুষ আজ গৃহবন্দি।
পৃথিবী জ্বরে আক্রান্ত। পৃথিবীর জ্বর হয়েছে।
জীবাণুস্রর দখলে পড়ে এখন জ্বর কাশি সর্দি নিয়ে যাচ্ছে তাই অবস্থা।
বিদ্যুৎচমকের আলোর ঝলকানি দেখার আগেই
মানুষকে দেখতে হয়েছিল পৃথিবীর কুৎসিত কুৎসিত
ভয়ঙ্কর কিছু অকল্পনীয় দৃশ্য!
ভয়াবহ আর নিষ্ঠুরতম জঘন্যতায় বিবেকগুলো ক্রমে মরে যাচ্ছিল। মানুষ দেখছিল
একের পর এক রাত্রি ফুঁড়ে বেরিয়ে আসা কান্নার আওয়াজ
দিনের উত্তপ্ত সূর্যের উজ্জ্বলতার আলোকিত মানবিকতার ভিতর দেখছিল
বিপরীতমুখ থেকে ধেয়ে আসা বিরুদ্ধ-বাতাসের কণ্ঠরোধ করা পাশবিকতা।
হায় বিজ্ঞান, কল্পনা! কল্পনা!
উসকে রেখেছিলে আগুনকে
উসকে দিয়েছে আগুনকে তার স্ফূলিঙ্গ ছড়ানোর জন্য
ওই আগুন সুপ্ত থাকেনি। সহ্য করতে পারেনি
মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করা সেইসব বীর বাহাদুরদের
যারা এখন নিজ নিজ গৃহে স্বেচ্ছায় বন্দি। কোয়ারান্টিনে।
ওই আগুন তো সুপ্ত থাকেনা।
কে বলেছে আগুন নিয়ে খেললেও ও সুপ্ত থাকবে।
কত অসহায় মানুষ!
ফরিয়াদ করে বলেছি ওই আগুন থামাও এখনি।
হে মাবুদ! আমরা কতিপয় ক্ষমতাহীন মানুষ
তোমার কালামের দোহাই দিয়ে থামতে বলেছিলাম
আমরা শক্তিহীন নিরীহ জনগণ বিশ্বটাকে শান্ত করতে পারিনি
তবে আমাদের বিশ্বাস তোমার প্রতি আগের মতোই অটল।
ওরা অস্ত্র দিয়ে দমিয়ে রাখছিল বিশ্বটাকে
তবে তোমার কাছে ফরিয়াদ তুমি থামাও ওই ভয়ংকর খেলা
তুমিই পারো আগুনকে থামাতে
আগুনের নিয়ন্ত্রক তো তুমিই।
আমরা তোমার কতিপয় তুচ্ছ গোলাম
গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি
এতে কোনো কোনো মানুষ আমাদের অধিকার নিয়ে প্রশ্ন তুললেও
তুমি তোমার পৃথিবীকে অবাসযোগ্য রাখো
তুমিই পারো তুমিই পারো
সবকিছু তোমার - তুমিই পরাক্রমশালী।
আমরা আবার তোমার কাছে একটা বাসযোগ্য পৃথিবী চাচ্ছি।
নীলিমা আক্তার নীলা
বেঁচে যাবে কারোর প্রাণ
হবে আবার ভোর
পাখির কলতান।
আনন্দ মিছিলে হাতে হাত রেখে
আবার হবে পথ চলা
আলোর মশালে হারিয়ে যাবে
আঁধারের সব খেলা।
আমাদের সাবধানতায়
বিশ্বের মুখে ফুটবে হাসি
নিঃস্ব করে করোনাকে
জেগে উঠবে বিশ্ববাসী।
গোবিন্দ বারিক
বাড়িই এখন তীর্থ-স্বর্গ, কেউ কোথাও নেই
নিরালা দুপুর গোধূলি আসে চুপিচুপি
কোথাও কি শঙ্খধ্বনি শোনা গেল?
কারোর বাড়ি থেকে শোনা গেল কান্নার ধ্বনি
কেউ কি হাত বাড়িয়ে দেব সাহায্যের?
এ-মৃত্যু মিশে আছে পাড়ায় পাড়ায়
এ-আকাল চলবে কতদিন!
এ-নির্ঘুম রাত্রি অজানা পরিচয়হীন
মোহাম্মদ আবদুর রহমান
ভাইরাস নবেল করোনা
তাকে ভুল করেও কেউ
কোন ভাবেই ধরোণা।
আদেশ পালন করছে
যাকেই সে সামনে পায়
তাকেই জাপটে ধরছে।
শুধু চলছে লকডাউন
তবুও করোনা চলছ শুধু
নিজের মনের মতন।
মৃত্যু মিছিল রাজপথে
ক্ষমতাশালী মানুষ গুলি
হারিয়ে গেছে কোন রথে।
মহান প্রভুর কাছে
করোনাকে থামানোর অস্ত্র
তার কাছেই আছে।
আব্দুস শাকুর তুহিন
বন্ধ হলো আকাশ পথ,
অনুষ্ঠান আর খেলাধুলা
জনসমাগমের রথ।
বন্ধ হলো রফতানী,
বন্ধ হলো ড্রামস পিয়ানো
কিংবা শখের দফখানি।
কোলাকুলি কত্ত কী!
তবুও মন মনন তুমি
ভীষণ রকম মত্ত কী!
খোলা শাফী কাফীর দ্বার,
তার আলো জুটলে কপালে
লাগবে কি রে পাগল আর!
নাসিমা জোহা চৌধুরী
কেউ থাকেন গাছ তলায় কেউ বাসার পিছুতে,
এমন শত লোক পাবেন সোনার বাঙলা ঘেঁটে,
কেউ খান কোরমা পোলাউ কেউবা খান খুঁটে
কেউবা লড়ছে বাঁচার লড়াই প্রতি পলে পলে,
করোনা এসে আনলো তাদের একই সমতলে।
রঘুনাথ চট্টোপাধ্যায়
অথচ, একমাত্র মানুষেরা ছাড়া
নির্বিঘ্নে অন্যেরা সবাই
কোভিড-১৯-এর অভিধানে
একমাত্র মানুষেরাই শুধু 'বেনে শালা'...
বিশ্বমানবের ললাটে দগ দগ করছে
চিত্রগুপ্তের মোক্ষম কলমের আঁচড়...
তাই বর্ষশেষের বসন্তবেলায়, ঘরে বসে
কুহু ডাকে খুঁজে পাচ্ছিনা কদমতলা
খুঁজে পাচ্ছিনা মুরলীধারী কৃষ্ণকে...
বিশ্বমানবের আড়াই হাত দূরে দাঁড়িয়ে
ক্রমশ দীর্ঘতর হচ্ছে মৃত্যুর হুমকি
স্বভাবতই আমরা নিভু নিভু
ব্রেকফাস্টের আসরে
মধ্যাহ্নের সাদা ভাতে
বিকেলের মেজাজী চায়ের পেয়ালায়
রাতের সিরিয়ালে...
তার ছেঁড়া বেহালায়
অষ্টপ্রহর ভেসে যাচ্ছে অদ্ভূত শিবরঞ্জনী...
আন্তর্জাতিক বদহজমে জ্বলে যাচ্ছে ঈশ্বরের পাড়া...
তথাপি রক্তের ভিতরে শুনি জাতীয় সংলাপ:
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী..!
ময়েজ মোহাম্মদ
ময়নার মায়ে বলে, করে নাও সন্ধি।
ময়নার বাবা তাই কাছে এসে ঘেঁষে
কপালেতে হাত তুলে, কী সর্বনেশে!
ঘরগুলি ঝাড়ু দাও রাখো পরিপাটি।
ভ্যবাচাকা খেয়ে বলে ময়নার বাপে
অপরাধ কী আমার এমন কী পাপে?
একা একা শুয়ে বসে মজা তুমি পাও।
আমি একা কাজ করি বুয়াদের মতো
তারপরে খুঁত ধরো রান্নাতে শত।
পুলিশের মার খেয়ে পিঠে নিলো ছাপ।
সোজা হয়ে বাড়ি ফেরে গিন্নির কাছে
বলে, সরিষার তেল বাড়িতে কি আছে?
মাঝখানে মিটারের ফাঁক দিলো দুয়ে।
প্রাতে দেখে দুজনের নাকে নাকে শ্বাস
এই হলো করোনায় ঘরে বসবাস।
আবু নেসার শাহীন
কোন কাজে নেই তাল
সবই দেখি বন্ধ,
পুলিশেরা দল ঝুটি
করে সব ছুটাছুটি
মনে নেই আনন্দ।
চারদিক ছুটছে,
তবু রোজ বাগানে
নানা ফুল ফুটছে।
গান গায় ধিন ধিন
ছোটদের দল,
কি যে হবে শেষটাই
করোনায় দেশটাই
যাবে রশাতল।
সৈয়দ আছলাম হোসেন
দেশে দেশে লাশ,
করছে উপহাস।
করোনা শুরু,
বড় বড় গুরু।
ডাকছে সভা আজ,
পাচ্ছে তারা লাজ।
এলো অনেক সাপ,
করছে মানুষ পাপ।
দুটি অক্টোপাস,
হরেক রকম মাছ।
যোগ দিয়েছে বাদুর,
খেলা দেখ যাদুর।
আমাদেরে ধরে,
খাচ্ছে মজা করে।
খায় ইদুর ভাজা,
হচ্ছে তাদের সাজা।
সভাপতি বলেন,
নিরাপদে চলেন।
মুখটি ঢেকে রাখেন,
চিড়িয়াখানায় থাকেন।
মুহাম্মদ ইমদাদ হোসেন
এই করোনার তুমি দাতা তুমিই শিফা দাও,
তোমায় ভুলে মানুষ যখন কেবল করে ভুল।
হাল্কা গজব দিয়ে তখন ভুল ভাঙ্গাতে চাও
কঠিন গজব দিয়ে পরে ধ্বংস করে দাও।
ইচ্ছে করলে মারতে পারো দিতে পারো রোগ
চাইলে তুমি ফেলতে পারো করতে কষ্ট ভোগ।
রোগ করোনা পঙ্গুপাল আর যতো মসিবত
দোহাই লাগে আল্লাহ তুমি করো হেফাজত।
শেখ একেএম জাকারিয়া
জটিল একটা রোগ,
মিলছে নারে যোগ।
কখন এ রোগ হয়,
সবার মনেই ভয়।
চিকিৎসা তো নেই,
হারায় কথার খেই।
যতই উজান বাও,
সবাই ক্ষমা চাও।
রুদ্র সাহাদাৎ
বৈশাখ নেই বৈশাখী হাওয়ায় উড়ছি শূন্যতায়
আষাঢ় নেই শ্রাবন নেই তবুও ভিজে যাই
তুমুল ঝড় তুফানে
আজবজনম, মাস্কের অন্তরালে মুখ,
বুঝি না সত্য মিথ্যের কথোপকথন...
নাম হয়েছে করোনা,
যে কাউকে ছুঁইওনা।
করোনার আছে ভয়,
ডাক্তার দেখাতে হয়।
ঘুরে আসলে বিদেশে,
ডাক্তারগনের নির্দেশে।
ঐ করোনার ভাইরাসে,
এখন খুবই দরকার,
আদেশ দিচ্ছে সরকার।
পরিস্কারের জুড়ি নাই।
নিজের শরীর হাত পা সহ
ঘর পরিষ্কার রাখা চাই।
ফলের রস করেন পান,
ভালো করে সিদ্ধ করান।
চোখে মুখে স্পর্শ নয়,
স্পর্শতেও আছে ভয়।
নিরাপদ নয় পরিবহন,
ছোঁয়াচেতে আক্রমন।
স্বপন শর্মা
দূরত্ব ঠিক বজায় রাখি; করোনা যাক নিপাত।
মানবো এখন নিয়মনীতি স্বাস্থ্যবিধি রুল-
করোনা ঠিক দেখালো দিক পুরোনো সব গত।
থাকছি দুজন বন্দি ঘরে ছুঁই না মরণ ভয়ে
এই বাসনা পোষণ করি হাসব একদিন জয়ে।
থাকবেনা আর চলার পথে এই করোনা ভীতি।
চলছি দুজন পাশাপাশি ধরছি না আর হাত-
থাকবেনা আর এই বিপর্যয়, রুখবে মানবজাতি
কাটবে আঁধার উঠবে জ্বলে, জ্বলবে আলোক বাতি।
ওবায়দুল মুন্সী
-এটা কী?
জন্ম কোথায়?
-তাতে কী?
-মানুষ মরে
-মাইনাস!
দিচ্ছে ইতালি
স্পেন আর ফ্রান্স
মহামারি করোনার
ভুলের মাশুল!
-হয়েছি সচেতন
-ঠিক
-তবুও যদি কিছু
-হয়ে যায় কখনো
-পাবো না খুঁজে কোনো
-দিক!
হিমশিম খাচ্ছে
রয়েছিল মত্ত
-নাপাকে
হুশিয়ার করে দিই
আছে যতো জনগণ
লকডাউন করে নিই
-আমাকে।
প্রতিহত করে যাবো
মিলেমিশে একসাথে
বীরের জাতি যাঁরা
কারো কাছে কোনোদিন
কভু হার
-মানি না।
আল্লাকে ডাকি
এছাড়া গতি নাই
সবকিছুর মূলে যিঁনি
দুটি হাত তুলে শুধু
তাঁরই কাছে চাই।
মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
ইবাদাত আর লেখাপড়া হোক অফিসারের কাজ
সময়টা কাজে লাগুক, অবহেলা নয়
নিরাপত্তার চাদরে আসুক মানবতার জয়
আমরা যারা মুসলিম, আমরা তারাই আবার মানুষ
আমাদের কাজে কামে বাড়াতে হবে তীক্ষ্ণতা, হুশ
বিপদ আসবে, দুঃখ কষ্ট দেখা দেবে, ভয়ভীতি খুব
তবুও মানবতার দেয়াল গড়তে হবে, রবো না নিশ্চুপ
করোনা এসেছে, পঙ্গপাল আসতেছে, আরও আসবে
তাই বলে কী গড্ডালিকাপ্রবাহে গা ভাসবে!
আমাদের দিকে তাকিয়ে আছে সৃষ্টিকূল, স্বজনেরা
মহামারী, মহাসংকট দেখা দিলে
বিশ্বস্ততার হিসেব আরও বেশি কষতে হবে দীলে
মজুদদারি, কালোবাজারি, কৃত্রিম সংকট তৈরি করা
হারামখোর, বেজরমার কাজ সেটা জানে ধরা
এই দেশ, দেশের জনগণ
আপনার, আমার, আমাদের স্বজন, প্রিয়জন
তুমি খাবে কোর্মা পোলাও, কাচ্চি বিরিয়ানি আর-
তুমি মানুষ নাকি জানোয়ার
এই কঠিন সময়ে হিসেব করে দেখো আরেকবার
রাষ্ট্র আর সরকারই যদি সব করবে
তাহলে তুমি কিভাবে এই দেশ গড়বে
দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ
দশের লাঠি একের বোঝা
কথা কিন্তু সোজা
তাই-
দেশ আমার, দেশের সম্পদ আমার
মুমিন মুসলিম জেলে তাঁতী কুমোর কামার
হিন্দু বৌদ্ধ খৃস্টান জাতিভেদ ছেড়ে
মানুষ আমি, মানুষের কল্যাণে আসব সব হেরে
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় সবাই জানি
তবুও কেন এতো কানাকানি
জাতিভেদ ভোল, জেনে নাও মানুষ মানুষের জন্য
যতটুকু পার ভালো কিছু কর হও অগ্রগণ্য
মানবতার দেয়াল গাঁথো ইস্পাত কঠিনসম
বদান্যতা বাড়ুক, হৃদয়ের বিশালতা হোক আকাশসম।
কবির কাঞ্চন
ধুলে নিজের হাত
করোনা ও রোগজীবাণু
করে না আঘাত।
নিয়ম মেনে দেবে
হস্ত নির্বিষ মেখে মেখে
টাকাপয়সা নেবে।
বাঁচতে যদি চাও
ভালো থাকতে ভালোর পথে
পা বাড়িয়ে দাও।
আতঙ্কিত সব
দেশে দেশে করোনার ভয়
রহম করো রব।
রবিউল ইসলাম
আশ্রয়
নিয়েছে
বহু ভাঙা দাগ!
তৈরী করবে স্বর্গ’’
সালমা বিনতে শামছ
মহামারি, শঙ্কা; কি জানি কি হয়
জীবন হারাবার ভয়।
পরিবর্তন ভয়ংকর সব পরিবর্তন
চোখে মুখে বিস্ময়,
পাখি ডাকছে বৃক্ষ ডালে,
সবি চলছে একই নিয়মে,
মানুষকে সব করলো বন্দি।
জানে স্রষ্টা, কি হবে কখন,
চার দেয়ালে আটকে ভাবি,
মৃত্যু ছাড়া আর কিছুকে
জীবন' কভু করেনা ভয়।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#বিশেষসংখ্যা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#Molakat
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#করোনা_সচেতনতা_সংখ্যা
#আব্দুস_শাকুর_তুহিন #নাসিমা_জোহা_চৌধুরী #রঘুনাথ_চট্টোপাধ্যায় #ময়েজ মোহাম্মদ #আবু_নেসার_শাহীন #সৈয়দ_আছলাম_হোসেন #মুহাম্মদ_ইমদাদ_হোসেন #শেখ_একেএম_জাকারিয়া #রুদ্র_সাহাদাৎ #রফিক_উদ্দিন_লস্কর #স্বপন_শর্মা #ওবায়দুল_মুন্সী #মির্জা_মুহাম্মদ_নূরুন্নবী_নূর #কবির_কাঞ্চন #রবিউল_ইসলাম #সালমা_বিনতে_শামছ
No comments