রবার্ট ক্লাইভের কবর অবিরাম পায়ে মাড়ানো হয় যে স্থাপনা ।। আবদুল হাই শিকদার

 
[যুক্তরাজ্য জুড়ে আওয়াজ উঠেছে ক্লাইভের মূর্তি অপসারণের এই দাবীর সাথে কণ্ঠ মিলিয়ে আমি আমার একটা বিশেষ অভিজ্ঞতা তুলে ধরছিতাহলে বুঝতে সুবিধা হবে, আগাগোড়াই এই `মহাবীরসম্পর্কে ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি
অবশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী ক্লাইভের কৃপাভিক্ষুক, কলকাতার কবি, ঐতিহাসিক ঔপন্যাসিকগণ এখন জিন্দা নাই দেখে বড় আফসোস হচ্ছে!]
 
১৯৯৫ লন্ডন থেকে আবদুল কাদের জিলানী ভাই আমাকে নাইমুল হককে নিয়ে চললেন চেস্টারউদ্দেশ্য ওয়েলসপুল, সুইসব্যারি তারপর মার্কেট ড্রাইটন হয়ে যাবো ক্লাইভের জন্মস্থান `মরটন সেগ্রামে।
 
ক্লাইভের মৃত্যুর পর, তার সন্তানরা লজ্জায় অপমানে `ক্লাইভউপাধি ত্যাগ করে, সব বিক্রিবাট্টা করে চলে যায় ওয়েলসপুল-তারা গ্রহণ করেন হারভার্ড উপাধি।
সুইসব্যারির মেয়র ছিলেন ক্লাইভ, লন্ডনের মতো সেখানেও তার ভাস্কর্য আছেআর মার্কেট ড্রাইটনের স্কুলে পড়তেন তিনি পাশের মরটন সে গ্রামের `স্টাইচি হলবাড়িতে জন্ম হয় তারসে বাড়ি নানা হাত বদল হয়ে তখন একজন ডাকটিকেট ব্যবসায়ীর হাতে তিনি দিতে পারলেন না ক্লাইভের কবরের সন্ধানবললেন গির্জায় গিয়ে দেখ, পাও কি না গেলাম গ্রামের গির্জায়
 
পাদ্রী তো অবাক, ক্লাইভের কবর খূঁজছেন কেন ? আপনাদের ইতিহাসে সে কিভাবে চিত্রিত ?
বললাম, সে ভয়াবহ ভিলেন, অভিশপ্ত ঔপনিবেশিক দু:শাসনের প্রতীক
পাদ্রী এবার স্বাভাবিক হলেন, সে তো চুরি, জালিয়াতি, প্রতারণার দায়ে দোষী প্রমানিত হয়ে, দেশেও নিন্দিত হয়ে আছে
 
মূল সড়ক থেকে গির্জায় পৌঁছার ছোট অপরিসর পথ দিয়ে ঢুকলাম গির্জাঘরে
বললাম, -কবরটা দেখতে চাই ?
পাদ্রী বললেন, - হো বলাই তো হয় নি! ওই যে ফটক থেকে গির্জায় ঢুকেছে সরু পথটা, এই পথের মধ্যে এই যে জায়গাটা, এটাই তার কবর
আমি হতবাক, -তার মানে যে পথ মাড়িয়ে ঘরে ঢুকলাম সে পথের মাঝখানে তার কবর! অর্থাৎ এইমাত্র আমরা তার কবর মাডিয়েই এখানে এলাম !
পাদ্রী বললেন, -হ্যাঁ, ঠিক তাই
বললাম, বলেন কি ! পথের মধ্যে কবর !
 
কারণ, পাদ্রী বললেন, -সে আত্মহত্যা করেছিল আত্মহত্যা মহাপাপ ধরণের পাপীদের আমরা এভাবেই গোরস্থ করিযাতে গির্জায় আগত পূণ্যবানদের পায়ের চাপে, স্পর্শে তাদের পদধূলি পেয়ে পেয়ে তার পাপ ক্ষয় হয়
তোতলাতে তোতলাতে বললাম, -তো এভাবে এই কবর মারানো কি প্রতিদিন চলে ?
পাদ্রী আমার দিকে সরাসরি তাকিয়ে বললেন, -ঠিক তাই এটাই তার শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এই কাজ এর ফলে যদি গড তাকে ক্ষমা করেন তবেই রক্ষে নইলে তাকে অনন্তকাল নরকে জ্বলতে হবে
 
ঔপনিবেশিক ব্রিটিশ ইন্ডিয়ার মূল পান্ডা, পলাশী ট্রাজেডির নাটেরগুরু, `ব্যারণ অব প্লাশিক্লাইভের শেষ আশ্রয়স্থল কবরের হাল দেখে সেদিন সত্যি লা জবাব হয়ে গিয়েছিলাম !
 
প্রকৃতির প্রতিশোধ বলে তাহলে সত্যিই কিছু আছে !

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

#স্মৃতিকথা
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#Molakat
#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#আবদুল_হাই_শিকদার
#রবার্ট_ক্লাইভ

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.