শিশুসাহিত্যিক মামুন সারওয়ারের জন্ম ১ জানুয়ারি। ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর গ্রামে। বাবা খ্যাতনামা শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ হযরত আলী। মা গৃহিণী মোসাম্মত খায়রুন নেছা। মামুন সারওয়ারের লেখায় উঠে আসে সহজ-সরল মানুষের প্রতিচ্ছবি। তিনি পড়াশোনা সম্পন্ন করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। কাজ করেছেন বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশনা, দৈনিক ইত্তেফাক-এর কচি-কাঁচার আসর, বাংলাদেশের প্রথম শ্রেণির টিভি চ্যানেল ‘চ্যানেল আই’-এ। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের ৫ম ব্যাচে অংশগ্রহণ তার লেখাকে করেছে ঋদ্ধ। তার প্রথম লেখা প্রকাশিত হয় বাংলাদেশ শিশু একাডেমির মাসিক শিশু পত্রিকায়। ছড়া ও শিশুসাহিত্য চর্চার পাশাপাশি মামুন সম্পাদনা করছেন ছড়ার কাগজ লাটাই ও শিশুকিশোর ম্যাগাজিন ছোটদের সময়। সম্পাদনার মুন্সিয়ানায় কাগজ দুটি সুধীজনের কাছে প্রশংসিত হয়েছে। বইয়ের জন্য পেয়েছেন কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার, এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পুরস্কার, গীতিকবিতার জন্য পেয়েছেন ড. মোহাম্মদ মনিরুজ্জামান পুরস্কার, নড়াইল বেনাহাটি পাবলিক লাইব্রেরি সম্মাননা পুরস্কার ও রাজশাহী থেকে মহিউদ্দিন আহম্মদ স্মৃতি সাহিত্য পুরস্কার ও দেশজ জাতীয় পান্ডুলিপি সাহিত্য পুরস্কার, চলন্তিকা ছড়া সাহিত্যে পুরস্কার, সিএনসি নজরুল পদক। পুরনো বই ও জার্নাল সংগ্রহ করা এবং বরণ্যে লেখকদের সান্নিধ্যে থাকা তার প্রিয় শখ। মামুন সারওয়ারের প্রকাশিত বইয়ের সংখ্যা তেইশটি। সৃষ্টি এই সংখ্যায় আমরা মামুন সারওয়ারের মুখোমুখি হয়েছি।
হাসান রুহুল
আপনি ছড়া লিখছেন এবং সমান তালে সম্পাদনাও করছেন। আমি জানতে চাই? ছড়া এবং সম্পাদনার মধ্য
দিয়ে আপনার মূল অনুসন্ধান কী ?
মামুন সারওয়ার
ছড়া আমার রক্তে মিশে গেছে। ছড়া আমার প্রাণ। ছড়া আমি খুব ভালোবাসি। প্রতি রাতেই ছড়া লিখে ঘুমাই। আর সম্পাদনা তো করতেই হবে। আমি সবাইকে নিয়ে থাকতে চাই। যেমন লাটাই, ছোটদের সময় আমার সম্পাদিত কাগজ। এই দুটো লেখকদের প্রিয় কাগজ। ছড়া ও সম্পাদনার মধ্য
দিয়েই আমি সাহিত্যের ভবিষ্যৎ দেখতে চাই।
হাসান রুহুল
আপনার দৃষ্টিতে ছড়ার দিক পরিবর্তনের সুনির্দিষ্ট লক্ষণগুলো কি কি? আধুনিক বাংলা ছড়ার প্রচলিত ধারার দিক পরিবর্তনের সময় এসেছে কি?
মামুন সারওয়ার
সুনির্দিষ্ট লক্ষণগুলো কি কি বলা কঠিন। আধুনিক বাংলা ছড়ার পরিবর্তন অনেক আগেই এসেছে। বর্তমানের ছড়া অনেক আধুনিক। কলকাতার চেয়ে আমাদের ছড়া অনেক এগিয়ে।
হাসান রুহুল
ছড়ায় নতুন ছান্দসিক ভাষা নির্মাণ
একটি উল্লেখযোগ্য বিষয়; নবীন ও তরুণ ছড়াকার এ ব্যাপারে কিভাবে কাজ করতে পারে?
মামুন সারওয়ার
ছড়ায় ছন্দ না থাকলে, ছড়া লেখার ভাষা নির্মাণ সুন্দর হবে না। শ্রুতিমধুর ও পড়তে ভালো লাগবে না এবং উৎকৃষ্ট মানের ছড়া হবে না। নবীন ও তরুণরা যত বেশি ছড়া পরবেন ততই ভালো লিখতে পারবেন। নতুন নতুন বিষয় নিয়ে ভাবনাই একজন মেধাবী ছড়াকারের দায়িত্ব।
হাসান রুহুল
মৌলিকতা ও স্বকীয়তা অর্জনের জন্য তরুণ লেখকদের কোন বিষয়গুলোর প্রতি বেশি নজর দেয়া উচিত?
মামুন সারওয়ার
মৌলিকতা ও স্বকীয়তা অর্জনের জন্য একজন ছড়াকারের অবশ্যই বেশি বেশি বই পড়া উচিত।
হাসান রুহুল
বাংলাদেশের তরুণ ছড়াকারদের মধ্যে কার কার ছড়া আপনার ভালো লাগে ?
মামুন সারওয়ার
সহজ প্রশ্ন করেছেন। কিন্তু বলা খুবই কঠিন। আমি খ্যাতিমানদের ছড়া খুবই কম পড়ি, কিন্তু আমীরুল ইসলামের ছড়া বেশি পড়ি। কারণ উনার ছড়া সবার চেয়ে আলাদা এবং আধুনিক। তাছাড়া ফারুক নওয়াজ, লুৎফর রহমান রিটন, রফিকুল হক দাদুভাই। এদের ছড়া পড়তে ভালো লাগে। কিন্তু আবু সালেহের ছড়া পড়লে মেজাজ খারাপ হয়ে যায়। অধিকাংশ ছড়াই তার ছন্দপতনে ভরা।
হাসান রুহুল
এবার আপনার নিজের কথা শুনতে চাই। লেখালেখিতে কীভাবে এলেন?
মামুন সারওয়ার
ছোটবেলা থেকেইে লেখালেখি করি। নবম শ্রেনিতে পড়ি যখন। তখনকার দৈনিকের শিশুতোষ পাতা, ইনকিলাবের সোনালী আসর, আজকের কাগজের হাটটিমাটিমটিম, যুগান্তরের আলোর নাচন ও সংগ্রামের শাহিন শিবিরে প্রচুর লিখেছি। পাশাপাশি শিশু সাহিত্যোর ম্যাগাজিনগুলোতে মাসিক শিশু, মাসিক নবারুন, মাসিক টুইটুম্বর, মাসিক ফুলকুড়ি ও কিশোর কন্ঠে লিখেছি।
হাসান রুহুল
কী প্রেরণা নিয়ে লেখা চালিয়ে যাচ্ছেন?
মামুন সারওয়ার
ভালো একজন লেখক হবো এটাই আমার সাধনা। এই স্বপ্ন নিয়ে লেখালেখি চালিয়ে যাচ্ছি।
হাসান রুহুল
আপনার ছড়া সম্পর্কে জানতে চাই। ছড়ায় নানা বৈশিষ্ট্য-বৈচিত্র আছে। এর মধ্যে আপনার ছড়াগুলোতে কী স্বাতন্ত্র্য নিয়ে এসেছে?
মামুন সারওয়ার
আমার ছড়া কেমন, এটা পাঠকরাই ভালো বলতে পারবেন।
হাসান রুহুল
আপনি আপনার সাহিত্যকর্মের মাধ্যমে সামাজিক দায়িত্ব কতটুকু পালন করেছেন বা করতে পারছেন বলে মনে হয়?
মামুন সারওয়ার
আমি লেখালেখি করতে এসে সামাজিক দায়িত্ব পালন করেছি অনেক। তাছাড়া আমার লেখার ভিতরেও অনেক সামাজিক সচেতনামূলক দিক আছে।
হাসান রুহুল
এই সময় আপনি কী লিখছেন? সেই পরিকল্পনা জানাবেন কী?
মামুন সারওয়ার
এই সময়ে ছড়া লিখছি। পাশাপাশি গল্প লিখতে চেষ্টা করছি। একটা কিশোর উপন্যাস শেষ করলাম। সামনে বইমেলা বেশ কয়েকটা বইও প্রকাশ হবে।
হাসান রুহুল
অন্যান্য শিল্পমাধ্যমের সাথে ছড়ার পার্থক্যটা কোথায়?
মামুন সারওয়ার
অন্যান্য শিল্প মাধ্যমের সাথে ছড়ার অনেক পার্থক্য আছে। ছড়ায় এক এক রকম বিষয় ভাবতে হবে শিশুদের কথা লিখতে গেলে শিশুদের উপযোগী শব্দ ব্যবহার করতে হবে। ছড়ার ছন্দ অন্ত্যমিল প্রদান। আর গল্প বা উপন্যাসে তা ভাবতে হয় না।
হাসান রুহুল
তরুণদের ছড়া নিয়ে কিছু বলুন।
মামুন সারওয়ার
বর্তমানে তরুণনরা অনেক ভালো লিখছে। সব তরুণদের লেখাই আমার ভালো লাগে।
হাসান রুহুল
বাংলাদেশে অনেক ছড়ার কাগজ বের হচ্ছে এসব নিয়ে কিছু বলুন
মামুন সারওয়ার
ছড়ার কাগজ বেশি প্রকাশ হচ্ছে এটা একটা ভালো দিক। বাংলাদেশে বর্তমানে ছড়ার বিপ্লব চলছে। ছড়ার গুরুত্ব অনেক বাড়ছে। যত ছড়ার কাগজ বের হবে ততই তরুণ ছড়াকার সৃষ্টি হবে।
হাসান রুহুল
সৃষ্টির পাঠক ও আমাকে সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ।
মামুন সারওয়ার
আপনাকেও ধন্যবাদ।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#সাক্ষাৎকার
#মোলাকাত
#Molakat
#Interview
#Literature
#Bengali_Literature
#সাহিত্য_ম্যাগাজিন#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#মামুন_সারওয়ার
#হাসান_রুহুল
No comments