বাঁশি-পাগলি ।। মাহবুবা খন্দকার : পর্ব-১৫
রোহানের বিকশিত জীবনের চারটি ফুলেল বসন্ত পার হয়ে যায় ঢাকাতে। এর মাঝে কত উত্থান-পতন, হানাহনি ভায়োলেন্স দেখতে হলো। কোনোকিছুই রোহানের জীবনে গভীর ছাপ ফেলতে পারেনি। ছাত্ররাজনীতির নোংরামাঠে বারবার আহবানসত্ত্বেও সেপথে পা বাড়ায়নি রোহান। সে চায় নবীর পথেই চলতে, যেপথ অমানুষকে বানায় কিন্তু আমাদেও রাজনীতির মতো আবুজেহেল আবু লাহাবদেও বানায় না। তাই সে অসুস্থ-অ¯চ্ছল মানুষকে পরিপূর্ণ সেবা দেয়ার মানসে একজন প্রকৃত ডাক্তার হওয়ার জন্যেই বিদ্যেটা ভালো করে আয়ত্ব করার ত্রুটি রাখেনি। সবকিছুই ওর সাজানো-গোছানো। কিনÍ কোথায় যেন শূন্যতাঘেরা। নিতুর উঠোনজুড়ে সবটুকু ভালোবাসা জমা থাকলেও হারানোর ভয়টা তার বুকের মধ্যে ‘খরস্রোতা প্রমত্তা পদ্মা’র মতো ঢেউতোলে। এমন ঢেউতোলে যে হৃদয়ের পাড়গুলো ভেঙ্গে তছনছ করে দিয়ে যায়। ভাবে, নিতু শুধুই আমার। শাহিন নামক সাপের উৎপাতের কথা শিউলী ওকে জানিয়েছে। তাই অদৃশ্যদংশন শুধুই পোড়াচ্ছে রোহানকে। পুড়ছে নিতুও।
- না, না নিতু তুমিই ঠকেছো। নামগোত্রহীন একটা পথের ছেেেলকে স্বামীর মর্যাদা দিয়েছো ।
- না রোহান ভাইয়া।
- আবার ভাই। হেসে ওঠে দু’জনেই।
- নিতু তোমাকে আমি সুখী করতে পারবো তো? আমার ভ্রুর নিচে একটা ক্ষত দেখতে পাচেছা কি?
- তুমি জানোনা, তুমি ঠকেছো।
- আমি সবজানি নিতু। তোমার বান্ধবী শিউলি আমাকে সব লিখেছিল।
- আমাকে স্পর্শ করোনা, রোহানের লোমশ বাহুর দৃঢ়বন্ধন থেকে মুক্ত হয় নিতু।
- নিতু এমন কথা বলোনা!
- নিতু! আমাকে আর কষ্ট দিওনা। তুমি আমার কৈশোরের কঙ্কা। তোমাকে আমি অ-নে-ক ভালোবাসি নিতু। শিউলির কাছ থেকে সব জেনেছি। তুমি আমার স্বপ্নের রাজকন্যা। কত সাধনায় একান্ত কাছে পেয়েছি। আশাতীত উপহার আমি কী দিয়ে গ্রহণ করবো? শার্টের বোতামখুলে নিতুর সামনে দাঁড়ায় রোহান। এই চিহ্নটা কি দেখতে পাও নিতু।
- উহ! কতবড় দাগ তোমার বুকে! তোমাকে আনতে গিয়েছিলাম তোমার খালার বাড়িতে, মনে পড়ে? অপমানিত সেই রোহানের এক্সিডেন্টের চিহ্ন এটা। নিতুর জন্য এসবচিহ্নই স্মৃতি। এটা কি মোছা যায় কখনো?
- নিতু! বলো ভালোবাসবে আমাকে। আমরা সুখের নীড় গড়বো দু’জনে মিলে।
- তোমাকে ভালোবাসি কুমার।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#উপন্যাস
#অনুবাদ
#মোলাকাত
#মোলাকাত
#Molakat
#Novel
#Translation
#BanglaLiterature
#Literature
#ওয়েব_ম্যাগাজিন
#বাংলাসাহিত্য
#বাংলাসাহিত্য
#সাহিত্য
#বাঁশিপাগলি
#মাহবুবা_খন্দকার
#মাহবুবা_খন্দকার
No comments