বুদ্ধিমান ঘুঘু ও বোকা সিংহ ।। সুমাইয়া আক্তার
আকাশ আজ পরিস্কার। মেঘের কোনো ছিটেফোটাও নেই। ঘুঘু পাখি উড়ছে নিজ মনে আকাশ পানে। একটু আগে সে তার দুইটা বাচ্চাকে খাবার খাইয়ে এলো। সন্ধ্যা হতে এখনো অনেক দেরি। মাত্র তো বিকেল। তাই ঘুঘু নিজ মনে উড়ে ঘুরছে। হঠাৎ নিচ থেকে সিংহ চিৎকার করে ডাকল, ঘুঘু পাখি আমার একটা কথা শুনবে? ঘুঘু একটা বড় গাছের মাথায় বসে বলল, কি কথা? সিংহ আকুতির স্বরে বলল, ওই যে নদীর মাঝে দেখ আমার মাংসের টুকরো কাগজে ভেসে যাচ্ছে। তুমি একটু মাংসের টুকরোটা এনে দেবে? খুব ক্ষুধা পেয়েছে। ঘুঘু কিছুক্ষণ ভাবল। তারপর বলল, ওটা আমি নিয়ে আসতে পারব না। ওটা পানিতে আরো ভারি হয়েছে। সিংহ এবার কেঁদেই বলল, আমি দুই দিন কিছু খাইনি। খুব কষ্টে মাংসটুকু জোগাড় করেছি। এনে দাও না প্লিজ। ঘুঘুর দয়া হলো। শো করে উড়ে গিয়ে নদীর মাঝ থেকে কাগজে বাঁধা মাংসের টুকরো নিয়ে এলো সিংহের সামনে। সিংহ ঘুঘুকে অনেক ধন্যবাদ দিল। ঘুঘু বনের রাজা সিংহের থেকে এতো প্রশংসা পেয়ে লজ্জাতে মাথা নিচু করল। এই সুযোগে সিংহ খপ করে ঘুঘুকে ধরল। হো হো করে হেসে সিংহ বলল, যাই হোক। দুইদিন পরে এক টুকরো মাংসের সাথে ঘুঘুকেও পেলাম। ঘুঘু মিনতির স্বরে বলল, সিংহ এটা কিন্তু তুমি ঠিক করছো না। সিংহ গর্জে বলল, তুই চুপ করে থাক। সিংহ যখন ঘুঘুকে খাওয়ার জন্য মুখ হা করলো তখন ঘুঘুর মাথায় একটা বুদ্ধি এলো। সে সিংহকে বলল, সিংহ ভাই। শোনো তোমায় একটা কথা বলি। আমার মতো এতো ছোট ঘুঘুকে কি খেয়ে তোমার পেট ভরবে? তারচেয়ে এক কাজ করো। আমাকে তুমি ছেড়ে দাও। আমি মাংসের টুকরোটা মুখে নিয়ে বিভিন্ন পশুকে আকৃষ্ট করে তোমার কাছে নিয়ে আসব। তারপর তুমি তাদের পেট ভরে খেতে পারবে। সিংহ খুব সময় নিয়ে ভাবল। তারপর বলল, তোকে আমি কিভাবে বিশ্বাস করব? ঘুঘু বিশ্বাসী স্বরে বলল, একবার ছেড়েই তো দিয়ে দেখ। সিংহ ঘুঘুর বিশ্বাসী কথা শুনে ঘুঘুকে ছেড়ে দিল বড় কোনো পশু পাওয়ার লোভে। ঘুঘু ঠোঁটে করে কাগজসহ মাংসের টুকরো নিয়ে গাছের মগডালে উঠে বলল, বোকা সিংহ। আমি কোনো পশুকে মাংসের টুকরো দিয়ে কিভাবে আকৃষ্ট করব? আর বাগে পেলে তুই আমাকেও খেয়ে নিবি না তার তো কোনো কথা নেই। এতটুকু বলে ঘুঘু মাংসের টুকরো আবারও নদীতে ফেলে দিয়ে চলে গেল। সিংহ আক্ষেপ করতে লাগল। হায় আমি যদি মাংসের টুকরো আর ঘুঘু দিয়েই খুশি থাকতাম তবে অতটুকু দিয়েই আমার পেট কিছুটা হলেও ভরতো।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#গল্প
#ছোটগল্প
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#ওয়েব_ম্যাগাজিন
#Molakat
#ShortStory
#Story
#Literature
#Bengali_Literature
#সুমাইয়া_আক্তার
No comments