বাঁশি-পাগলি ।। মাহবুবা খন্দকার : পর্ব-১৬

 
কুষ্টিয়া সদর হাসপাতালের ডাক্তার এখন রোহান আহমেদ এবং তার স্ত্রী ডাঃ নিতু। আজ বিকেলে বাধে বেড়াতে যায় তারা। গঙ্গাÑকপোতাক্ষ প্রকল্পবাধটি থানাপাড়ার পাশেই। পড়ন্তবিকেলে বেড়াতে ভালোই লাগে। হেমন্তের মিষ্টিরোদও বেশ লাগে। বর্ষার খরস্রোতানদী এখন শান্তপ্রায়। প্রবলবর্ষার গর্জনও এখন নেই। প্রেমিক-প্রেমিকারা এসময় সচকিত থাকে। হৃদয়ের বাধভেঙ্গে তবুও আসে তারা নদীর বাধে। নবদম্পতিরাও নিসংকোচে ঘুরেবেড়ায়। নিত্যদিনের অভ্যাসমতো এই সময়টিতে তারা বিনোদনের একটু সুযোগসৃষ্টি করে নেয়। তেমনই পাশে স্ত্রীকে বসিয়ে নিজেই ড্রাইভ করছে আজ রোহান। পাশে উপবিষ্ট নিতুর দিকে সানগ্লাসের মধ্য দিয়ে আড়চোখে তাকায় সে। রাস্তার পশ্চিমদিকের একটি বাসা থেকে ক্যাসেটের গান ভেসে আসে-
                       যত দেখি তৃষ্ণা মেটে না----
এসময় হঠাত ------আঁওয়াজে জোরে একটা চিৎকার শোনে তারা। ফলে দ্রুত ব্রেক কষে রোহান। গাড়ি থেকে উভয়ই তাড়াতাড়ি নেমে আসে। একটি মহিলা এক্সিডেন্ট করেছে। রক্তে ভেসে যাচ্ছে পিচঢালাপথ। জ্ঞান নেই তার। শীঘ্রই হাসপাতালে নিতে হবে নিতু, রোহান বলে। না হলে বাঁচানো যাবে না। আড়কোলে করে গাড়িতে তুলে আনে আহতকে। তড়িঘড়ি হাসপাতাল অভিমুখে গাড়ি স্টার্ট দেয় সে।
         
ছিন্নভিন্ন মলিনবসন। উসকোখুসকো চুল। রক্তজমে মুখচেনা যায় না। ইমার্জেন্সিতে ভর্তি করে দিয়ে সার্জনের কাছে যায় রোহান। বলে, আমার রোগী। যত রক্তলাগে আমি এনে দিচ্ছি। প্লিজ রক্তের গ্রুপ দেখে নিন।
- ২৪ঘন্টার মধ্যে রক্ত না দিলে রোগীকে বাঁচানো যাবেনা, বললেন সার্জন।
- রোগীটির রক্তের গ্রুপ কী দেখলেন ডাক্তার সাহেব, রোহানের উদ্বিগ্নপ্রশ্ন?
- বি পজেটিভ।
- আমারও তো বি পজেটিভ, আমি রক্ত দেবো। একপাউন্ড রক্ত রোহান নিজ থেকেই দেয়। নিতু নিষেধ করেনি বরং উৎসাহ দেয়।
 
রোগীর ওপর রোহানের খুব মায়া হয়। কী যেন আকর্ষণ অনুভূত হয়। আরো একপাউন্ড রক্ত কিনে রোগীর শরীরে দেয়া হয়। বারবার এসে দেখে যান ডাক্তার নার্সরা, কারণ ডাঃ রোহান আহমেদ দম্পতির নিজস্বরোগী সে। তাদেরও তো ঘোরাঘুরির অন্ত নেই। রোগীর পাশে বেশিসময় দেয় ডাঃ নিতু। কোথায় যেন দেখেছি তাকে, ভাবেন। মনে পড়েনা না তবু। রোগীর রক্তটা মুখ থেকে পরিষ্কার করা হয়নি। সন্ধার দিকে ডিউটিসেরে বাসায় যাওয়ার আগে আরেকবার দেখে যান দুজনে। কেমন যেন মায়ালাগে। তারা নার্সদের বলে দিয়েছেন, মুখটা পরিষ্কার করে রেখো। সকালে আমরা আসবো।
 
রাতে ঘুম হয়না কারো। একপর্যায়ে রোহান বলেÑকত সাংঘাতিক অপরাধ করেছি নিতু। যদি মহিলাটি না বাঁচে।
- কেন রক্ত তো দেয়া হলো। ভয় তার নিজেরও হচ্ছে, তবুও সাহস জোগাচ্ছে নিতু।
 - তবু কেমন যেন ভয় হচ্ছে। বেচারীর বাড়ির লোকজন কত খোঁজাখুঁজি করছে বোধয়। কে জানে ওর সন্তানেরা এতক্ষণ কী করছে।
- হয়তো মহিলা পথের মানুষ। কেউতো দাবি করলো না নিজের বলে।
- নিতু আমার ঘুম পাচ্ছে না।
- চেষ্টা করো।
- চেষ্টা করছি, তবুও!

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

#উপন্যাস
#অনুবাদ
#মোলাকাত
#Molakat
#Novel
#Translation
#BanglaLiterature
#Literature
#সাহিত্য_ম্যাগাজিন
#ওয়েব_ম্যাগাজিন
#বাংলাসাহিত্য
#সাহিত্য
#বাঁশিপাগলি
#মাহবুবা_খন্দকার

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.