ইসলামী সংগীতে বিশ্বসেরা বৃটেনের সামি ইউসুফ ও ইউসুফ ইসলাম_সাঈদ চৌধুরী

বিশ্বব্যাপী ইসলামী সংগীত জগতের আইকন হিসেবে খ্যাত সামি ইউসুফ ইউসুফ ইসলাম। বৃটেনের আলো বাতাসে বেড়ে ওঠা আলোকিত নাম। সামি ইউসুফের মত এত প্রগাঢ় পুরুষ কণ্ঠ সত্যিই বিরল। আর এজন্য তিনি মুসলিম বিশ্বে খ্যাতির শীর্ষে রয়েছেন। অপরদিকে আছেন এক সময়ের পপ সংগীত জগতের আইকন বহুল আলোচিত ইউসুফ ইসলাম (ক্যাট স্টিভেন্স ) অসামান্য সুর আর মায়াময় কণ্ঠের যাদুতে তার প্রতিটি গান মুগ্ধ করে লক্ষ লক্ষ সংগীত অনুরাগীদের৷
 
২০০৩ সালে জাগরণ (AWAKENING RECORD) এর ব্যানারে আল মু'আল্লিম (AL MU’ALLIM) নামে প্রকাশিত হয় সামি ইউসুফের প্রথম অ্যালবাম। তখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর। তিনি বাস করতেন পশ্চিম লন্ডনের ইলিং এলাকায়। তার বাবা রাদমানেশ ছিলেন বিখ্যাত ইরানি কবি, গীতিকার সুরকার। বিশ্বব্যাপী মূল ধারায় ইসলামী সংগীতের চাহিদা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সামি ইউসুফের প্রথম আটটি ট্র্যাক-সংবলিত আল মু'আল্লিম অ্যালবামটির সংগীত পরিবেশনা সুর সৃষ্টি করেছেন তিনি নিজেই। গানের প্রযোজনা যখন হল, তখনও ভাবেননি এটা তাকে বিশ্বময় জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবে।
 
আল মু'আল্লিম অ্যালবামটি বের হওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা দক্ষিণ-পূর্ব এশিয়াতে ব্যাপক সাড়া জাগে। দ্রুত হিট করে মুসলিম বিশ্বে, বিশেষ ভাবে তুরস্ক মিসরে। এরপর তা সর্বত্র ব্যাপকতা লাভ করে। অল্প দিনে বিশ্বব্যাপী অ্যালবামটির বিক্রি সাত মিলিয়ন কপি ছাড়িয়ে যায়। এই অ্যালবামের শেষ ট্র্যাক (SUPPLICATION) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলিউড সিনেমায় (THE KITE RUNNER) ব্যবহৃত হয়।
 
এদিকে ২০০৫ সালে প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম মাই উম্মাহ (MY UMMAH) তার জন্য বয়ে নিয়ে আসে অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। এই অ্যালবামের হাসবি রাব্বি (HASBI RABBI) গানটি মিসরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অ্যালবামটি চার মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। তারপর বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, রোলিং স্টোনের মতো পৃথিবীর খ্যাতনামা মূলধারার প্রচার মাধ্যম গুলো তাকে নিয়ে লেখালেখি শুরু করে।
 
২০০৬ সালে টাইম ম্যাগাজিন সামি ইউসুফকে ইসলামের বৃহত্তম রকস্টার (ISLAM’S BIGGEST ROCKSTAR) আখ্যা দেয়। দ্য গার্ডিয়ান তাকে মধ্য প্রাচ্যের বৃহত্তম বৃটিশ তারকা (BIGGEST BRITISH STAR IN THE MIDDLE EAST) বলে আখ্যায়িত করে। আল-জাজিরা বলে ইসলামিক পপের কিং (KING OF ISLAMIC POP) সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য ২০০৯ সালে রোহাম্পটন ইউনিভার্সিটি (UNIVERSITY OF ROEHAMPTON) তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এরই মাধ্যমে তিনি সর্ব কনিষ্ঠ সদস্য হিসেবে জায়গা করে নেন মার্ক টোয়েন, জে কে রোলিং, রবার্ট ফ্রস্টদের কাতারে। ২০০৯ সালে তার নাম ওঠে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায়।
 
অপরদিকে পপ সংগীতের আইকন ক্যাট স্টিভেন্স ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে ইসলাম ধর্ম গ্রহন করে ইসলামী সংগীতের জগতে নতুন মাত্রা সৃষ্টি করেন। ইউসুফ ইসলাম হিসেবে মুসলিম বিশ্বে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। চির সবুজ গীতিকার, সুরকার গায়ক ক্যাট স্টিভেন্স নতুন ভাবে জাগিয়েছেন তার অনুরাগীদের। এমনিতেই ষাটের মাঝমাঝি থেকে সত্তরের শেষ অবধি তার পপ সংগীত সাড়া জাগিয়েছিল বিশ্বব্যাপী৷ সাফল্য জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। স্বপ্ন আর ভালবাসা নিয়ে গাঁথা তার ব্যালাড আঙ্গিকের গান আজো মুগ্ধ করে অসংখ্য সংগীত অনুরাগীদের৷
 
ক্যাট স্টিভেন্স ১৯৪৮ সালে লন্ডনে জন্ম গ্রহন করেন। বাবা গ্রীক-সাইপ্রিয়ট মা সুইডিশ৷ আসল নাম স্টিভেন ডেমেত্রি জর্জিও৷ ১৮ বছর বয়সেআই লাভ মাই ডগ' এর মধ্য দিয়ে পপ সংগীতাঙ্গনে তার প্রথম আত্মপ্রকাশ৷ এরপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয়৷ একাধিক বার শ্রেষ্ঠ গায়ক গীতিকার হিসেবে স্বীকৃতি লাভের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন পপ সংগীতের এক বহুল আলোচিত আইকন৷
 
ইউসুফ ইসলাম ১৯৮১ সালে লন্ডনে ইসলামিয়া স্কুল প্রতিষ্ঠা করেন। এটি ছিল মুসলিম কমিউনিটির জন্য নিয়ামত। গত ২০ বছর ধরে এটার প্রচার প্রসারে সচেষ্ট রয়েছি। বর্তমানে এই ধারায় আরো বেশ কিছু ইসলামিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে।
 
ইউসুফ ইসলাম বৃটেনে ইসলামী শিক্ষা সংস্কৃতির বিকাশের পাশাপাশি সেবা কর্মেও সম্পৃক্ত রয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সামাজিক সংগঠনের সাথে কাজ করে চলেছেন৷ মানবিকতা শান্তির পৃষ্ঠপোষক হিসেবেওয়ার্লড অ্যাওয়ার্ড', ‘ম্যান ফর পিস অ্যাওয়ার্ড' সহ আরো বহু আন্তর্জাতিক সম্মাননায় ভুষিত হয়েছেন সংগীত শিল্পী ক্যাট স্টিভেন্স ওরফে ইউসুফ ইসলাম৷
 
ইসলামী সংগীতের দেদীপ্যমান নক্ষত্র সামি ইউসুফ ইউসুফ ইসলাম বিশ্বব্যাপী ইসলামী সংগীত জগতের উজ্জল নক্ষত্র। তারা যখন লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করেন, তখন উৎসুক হয়ে অপেক্ষায় থাকেন টিভির সামনের লক্ষ লক্ষ দর্শক। নগরচত্বর, স্টেডিয়াম থেকে জনাকীর্ণ কনসার্ট হল সর্বত্রই তারা সমভাবে আকর্ষণীয় এবং সমাদৃত। তাদের অপার্থিব পবিত্র ধ্বনি তরঙ্গ আর হৃদয়মাখা কন্ঠের সুরলহরি অপার মুগ্ধতা ছড়িয়ে দেয়।
 
আমার অত্যন্ত প্রিয় কাছের এই দুই তারকা শিল্পীকে নিয়ে মাহে রামাদ্বানে সুপরিসর আলোচনা হবে ইনশাআল্লাহ।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com 

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.