ছড়ায় গাঁথি বর্ণমালা_মুন্সি আব্দুল কাদির

 
স্বর বর্ণ
 
= অহি আরশ থেকে নবীর কাছে আসে।
= আল্লাহ নামে মধুর ধ্বনি হৃদয় পটে ভাসে।
= ইলম তালাশ করি প্রভুর নামে শুরু।
= ঈদে খুশির জোয়ার পাড়া গ্রাম পুরু।
= উশর আদায় করি ফসল ফলন শেষে।
= ঊষা পুব আকাশে রাঙে আলোক বেশে।
= ঋতু আসে হারায় দু মাস দুমাস হেসে।
= এক একতা মুসলমানে ফরজ মানা নাই।
= ঐশ্বর্য আর উচ্চ মানে হারিয়ে গেছে তাই।
= ওজন আমল মাপতে হবে পাল্লা সঠিক করে।
= ঔষধ খেলে প্রভুর নামে রোগ যাবে গো সরে।
 
ব্যাঞ্জন বর্ণ
 
= কোরআন পাঠ দিয়ে হোক রোজের নামচা শুরু।
= খালিক মালিক আমার আশা করেই দিবেন পুরু।
= গাফিল কভু থাকব না আর খোদার মাফি থেকে।
= ঘোমটা মাথায় না দিলে বোন প্রভু যাবেন বেঁকে।
= গ্যাঙ গ্যাঙ তুমি করলেই কী ফেরেস্তাদের হাকে।
= চশমা পড়ে লাভ কি হবে দু চোখ তোমার কানা।
= ছানি আগে সাফ করে নাও তবে নেইরে মানা।
= জানা মানা সঠিক হলে আসবেই আসে সুখ।
= ঝগড়া বিবাদ সব সমাজে আনেই আনে দুখ।
= মিঞা বিবি প্রভুর পথিক দুই জাহানেই সুখ।
= টাকা কামাই করতে হবে হালাল হারাম বাদ।
= ঠাণ্ডা মাথার চালাক মানুষ নেয়রে কেড়ে স্বাদ।
= ডাকছে আমায় মহান প্রভু আয়রে তোরা আয়।
= ঢাল তলোয়ার থাকবে সাথে যাসনেরে আর বায়।
= পণ করেছি সত সততার দুখ ছেড়ে চলে যায়।
= তওবা মানে ক্ষমা চাওয়া রোজ প্রতিদিন রোজ।
= থাকবে না আর কোন গুনাহ যে ক্ষমার ডোজ।
= দানে দাতার মাল বেড়ে যায় হয় না কভু দীন।
= ধানে ফলে মান বেড়ে যায় হয় না ফসল ক্ষীণ।
= নীতি প্রীতির মানুষ যে জন জাতি শোধে ঋণ।
= পানাহ চাহি প্রতি দিনে দু চোখ জলে ভাসে।
= ফজিলতের বয়ান শোনে হৃদয় আমার হাসে।
= বই পড়ে আর জ্ঞান বাড়ানো বড় ভাল কাজ।
= ভাল কাজের দিশা ছাড়া জাতির ভাগে লাজ।
= মাল সামানা টাকা পয়সা বাড়ায় শুধু সাজ।
= যাযাবরের জীবন গড়ো এই দুনিয়ার মাঝে।
= রাত্রি দিনে প্রভুর স্মরণ মনের কোনায় বাজে।
= লাজুক লাজুক ভাব মনে যার সেতো ইমানদার।
= শান শওকতে ভরবে রে ঘর যে পরপার।
= বিষের বাঁশি শুনবে না ভাই সে যে আরেকবার।
= সালাত পড়া যাকাত আদায় তোমার ফরজ কাজ।
= হক হালালের পথ কঠিনে তুমি ভয় পাবে না আজ।
= ষাঁড় বলদের বকরা ঈদে গোস্ত খাওয়ার মজা।
= আষাঢ় মাসে মেঘলা দিনে ঘরে থাকা সোজা।
= যায় চলে যায় জীবন আমার আসছে পরকাল।
= চিকিৎসাতে রোগ সেরে যায় দেখি রাত সকাল।
= শিং পুটি কই নাচছে দেখ নতুন পানি পেয়ে।
= নিঃস্ব মানুষ প্রভুর কাছে যাওগো শুধু চেয়ে।
= চাঁদ আকাশে উঠবে হেসে নতুন সুরে গেয়ে।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.