শওকত আলম'র সনেট

 
কাজল গোলাপ
 
অগ্নিঝরা বৈশাখের আগমনী বার্তায় উল্লাস,
কোমল কৃষ্ণ কেশেতে চন্দ্রমল্লিকার গন্ধ উড়ে;
সজীব তরুলতায় ' শব্দের বেনারসি গড়ে
বাতাসে মেঘে গর্জন স্পন্দন ঢেউয়ের উচ্ছাস।
 
নীল গজ্ঞের মাঝিরা পদ্মার ঘোলে পাল ডুবায়,
হাসনা হেনার মালা ভেসে  যায় সমুদ্রের গর্ভে;
ঈশান কোনের  ফনা ঝড় ঘুর্ণিতে আকাশ দম্ভে
নদীর কুলে আঁচল পেতে মানিকখোঁজে আশায়।
 
হাজারো বৈশাখ আসে ফেরেনা সাঁজোয়া বরযাত্রী,
জোসনা ঘেরা তারায় কাজল গোলাপ হাসে রাত্রি;
রঙ্গিলা বৈশাখী স্মৃতি পান্তাভাতে নামে শিলাবৃষ্টি
আকাশ সাংস্কৃতিক ছোঁবলে দোলে পদ্মার ঘাট,
শাড়ী চুঁড়ি একতারা হৃদয় ছোয় রূপালী মাঠ;
বর বঁধুয়া পালকি, ইতিহাস গাঁথা আদি কৃষ্টি।
..................................................
 
স্বর্ণ প্রভাত
 
পাহাড় পর্বত ফুড়ে উড়ছে সভ্যতার মাস্তুল,
দূর্বার গতিতে ভাঙ্গে যে সমুদ্রের তুফানে পাড়;
সে স্রোতের বিপরীতে মাঝি মাল্লারা চালায় দাঁড়
ঢেউয়ের টানে ভেসে যাওয়াটা মস্তবড় ভুল।
 
ফসলের মাঠবুনি,এসো হে ! নতুন পথে চলি,
সবুজ পাতার আড়ে অযুত মুক্তা মানিক্য খুঁজি
বেলাভূমিতে বিজয় পিয়াস বাড়ে সঞ্চিত পুঁজি;
স্বর্ণপ্রভাত আনিতে -মরণ দেব রক্ত বলি।
 
শ্যামপৃথিবী অবাক বুকেতে হীরক জ্যোতি দেখে,
অবুজ হৃদয় বুজ করে নেয় নবীনেরা শেখে।
 
আরশে পালক ভাঙ্গা পাখির কন্ঠে মধুর গান,
সত্য ন্যায়ের বহিবে ধারা ধরার সামীয়ানায়;
মাথা খোঁটে শয়তানে, মারণ অস্ত্র যারা শানায়
ফুলের বুকে মৌমাছি, বিশ্ব হাসে মিনারে আজান।
..................................................
 
হে বীরঙ্গনা
 
শ্যামলিমা শাঁখে শাঁখে তোমার মধুর সুর বাজে
বুনো হাওয়া উড়ায়  ধুলি মেঠো পথ ধরে চলে,
কালো মেঘ চোখাচোখি আকাশে হাজার কাব্য বলে;
ভোমরের গান থামে বৃষ্টির কেতন কাঁদে লাজে।
 
নদীও সাগর দোলে স্রোতে ফুসে ওঠে জলরাশি
ভেসে যায় ঘাস খঁড় উড়ায় দেশেদেশে জঞ্জাল,
মাটিতে হলুদ পাতা প্রকৃতি শাসায় বি-অঞ্চল;
ধরা কাঁপায় বিজলী, বুকে বাজায় বিষের বাঁশি।
 
তরমুজ বাঙ্গি মাঠে ঘুর্ণি ঝরকা বৈশাখী শীল,
শুষ্ক চাষের জমিন বীজ তলা নদী খালবিল।
 
শান বাঁধা পুকুরের ঘাটে নীল পানসির খেলা
ইরিবরো ক্ষেতে পোঁড়ে জ্বলেফুল শিরিষের শাঁখা
উড়ে ঝড় ঝঞ্ঝা বায়ু ভাঙ্গে রাজ হংসীর পাখা;
হে দুরন্ত বীরাঙ্গনা বৈশাখ খাঁ খাঁ দুপুর বেলা।
..................................................
 
মাটির প্রদীপ
 
লাঞ্চিত বঞ্চিত কবি উড়ে ভবে যাযাবর পাখি
নির্বাসনে ধুকে ধুকে মারে,শয় কত অবিচার,
যুগযুগে অবতার জাগে প্রতিবাদে হাতিয়ার;
মশির খোঁচায় হাতে পরায় বিষাক্ত লাল রাখি।
 
দিগন্ত সুখ পিয়াসী  মহাকাল বড়ই কৃপন
বিষ জাল বুনে যায় অনল কবিতার শাখায়,
শিশির কনার  মত সে আদর ভালবাসা চায়;
মিষ্টি প্রলেপ বুলিয়ে মাথায় করে না' আপন।
 
নবযুগ লেখনীতে রক্তিম গালিচা সোনা ঝরে
তিলে তিলে সাধনায় পোঁড়া মাটির প্রদীপ জ্বলে,
আকাশে জ্যোৎস্না জাগে যুগযুগ দাঁড়িয়ে নিখিল,
পাষাণ জালিম ছেড়ে, নীল ঘোন তারার মিছিল।
দিকেদিকে ত্যাগি তাই মহান কবি ধরণী তলে-
 পুষ্পের মাল্য বরণ পোঁড়া চোখে সমাধির পরে।
..................................................
 
কাঁক ভেঁজা বলাকা
 
বৃষ্টির ঝটিকা ঝরে ফসলের মাঠ ছুঁয়ে যায়
জলাশয় নদনদী ঢেউয়ের নবীন আমেজ,
অঙ্কুর স্বর্ণ লতায় জাগে হৈ চৈ প্রাণের সতেজ;
থৈ থৈ মেঘনা যমুনা ইছামতি বুড়িগঙ্গা ধায়।
 
জয়ন্তী উড়ে হাওয়া গুড়িগুড়ি আকাশের নাও
কাঁদামাটি জলে ডোবা ঢউ খেলায় বস্তির বাসা,
খাদ্যের শানকি বান ডাকে ওড়ে বলাকার আশা;
শ্যামপুরে সবুজের সমারোহে ভাসে ছোট গাঁও।
 
পেটে ক্ষুধার যাতনা ডাল চাল কেনে রেখে পাশা
বুকের শিশুর দুধ নোলকের বিনিময় আনে,
ছেঁড়া শাড়ী বলাকার গায়ে ধারা চোখ পানে
বাদলের ফোটা পড়ে নীড় হারা পাখি বোনে বাসা
 
কাঁক ভেজা বলাকার নোলকের নই কেন দাম,
জীবনের চাকা ঘোরে সময়ের হাতে অবিরাম।
..................................................
 
সিঁধু কানু সাওতাল বীর
 
ক্ষেতের ফসল কাড়ে- ঘর বাড়ি সাওতাল জমি
জোরদার জমিদার ইংরেজ চাবুক  শাসায়,
সাওতাল কৃষকের নামে ওঠে খাজনা আদায়;
গো-ছাগ মহিষ-হাতি খুলে কেঁড়ে নিতে চায় ভূমি।
 
সিঁধু কানু মুক্তি দাতা আঠারো শত পঞ্চান্ন সাল
বিদ্রোহ ছড়িয়ে পড়ে দুমকা,পাকু,বীরভূম,গাঁ,
সাওতাল হাতে খুন বাবু মহেষ লাল দারোগা ;
তীর ধনু তাক করে,জমিদার পুঁজিবাদ কাল।
 
সাওতাল কেঁদে ফেরে বিচারের নামে প্রহসন,
সিঁধু কানুর ভাষনে কাঁপে রাজ শাসন শোষন।
 
স্বশস্ত্র সংগ্রামী বীর, অগ্নিবর্ষা বুকে তীর ধনু
হাজার হাজার জন চলে কলকাতা অভিমুখে,
বড় লাটকে শুনাবে দুঃখ, সাহসের ফামুখে;
হিংস্র থাবা কেঁড়ে নেয়- সিঁধু রক্তাক্ত, ফাঁসিতে কানু।
..................................................
 
বিপ্লবী চারু বসু
 
শতকোটি প্রতিরোধ রক্তনদী ফুঁসে ওঠে ঘাড়,
আঠারো বয়স নাড়ে নরকের ফুলকি ভূতল,
তার এক হাত নুলো, অপর হাতে বাঁধা পিস্তল;
গোলামুখি চারুগর্জে ওঠে ইংরেজ ভারত ছাড়।
 
আশু বিশ্বাস রক্তাক্ত দন্তবিষ ধুলায় লুটায়
ইংরেজ টনক নড়ে ! স্বাধীনতার সুরুজ ভাসে,
আকাশ বাতাস মাটি বন্দে ভারত উল্লাসে হাসে;
সে মৃত্যু দন্ড মাথায়- বিপ্লবী চারু কাঁঠগড়ায়।
 
ঘষা মাজা ঝক্ ঝক্ মঞ্চ আলীপুর কারাগার
শক্ত গড়ে প্রতিরোধ জ্বালাও বীর- ব্রিটিশ ঘাটি,
মুখে হাসি পরে ফাঁসি কাঁদে শ্যামল সবুজ মাটি;
চারু বসু জন্মাবে মা এই দেশে হাজারে হাজার।
 
দুই চোখে নীল আভা তপ্ত উল্কা খসে আগুন,
দীর্ঘ নিঃশ্বাস বিজলী, অন্ধকূঁপে ব্রটিশ শকুন।
..................................................
 
মেঘনায় পাকা মাঝি মাল্লা
 
বৃষ্টি নামে মেঘনার বুকে উতাল পাতাল ছলছল রব,
মেঘমালা ধুপছায়া ঘোরে কড়কড় চড়চড় পড়ে ডাক;
ঝিকিমিকি নায়ের বাদাম উড়ে শাইশাই শালিকের ঝাঁক,
দাঁড়ে বসে গায় জারিসারি আল্লাহ্ রাসূল করে নাম জব।
মাঝ গাঙ্গে ভীরুভীরু মন মেঘনা মেঘনা কুয়াশার দোর,
স্বর্ণপাখা নীল ছুইছুই ওঠে নামে তুফানে সুবর্ণা নাও;
সারিসারি শালবন দেখ ভাই দেখা যায় আমাদের গাঁও;
ছায়ানীড় দোলে গাছপালা বাতাসের গতিবেগ বাড়ে জোর।
 
দুই ধারে টানে দুই দাঁড় মেঘনায় পাকামাঝি ধরে হাল,
কতশত ঘুর্ণি কাটে - ঘোল জোরসে রবের নামে উড়ে পাল।
নাও খানি বুড়ুবুড়ু যেই কাঁদোকাঁদো কারো চোখে অশ্রু ঝরে,
আলো ফোঁটে থামে ঝড়বৃষ্টি জাগে বুকে সুরের আলোক ধারা;
তীরে ভেড়ে আমাদের নাও দিকেদিকে ঝিলমিল পড়ে সাড়া;
মহা মিলনের বাঁশি বাজে সবাই যার সেই ফিরছে্
ঘরে।
..................................................
 
সুরের কোলাহল শতদল
(কবি মতিউর রহমান মল্লিককে)
 
কোলাহল মিছিলে মিনারে নতুনের আহবান
সাংকৃতিক ঐতিহ্য-স্বনামে রেখাটানে ঝলোকিয়া,
সমুদ্র গর্জনে বাক ফেরে টেকনাফ তেতুলিয়া;
সদা কন্ঠে ছিল তাঁর নাম, হে রহীম রহমান।
 
সুরের কলতান কাঁপায় নিলিমা সবুজ বন
উতালা হাওয়া পাকখায় পদ্মা মেঘনার ঢল,
শব্দ নীহারিকা ছুয়ে যায় স্বর্গ মৃত্তিকা অমল;
অগ্রপথিক নব বন্দরে, অশ্রুতে ভেজে স্বজন।
 
আসমানী হাতছানি হাক ! দিকি দিকে জয়গান,
হিম শীতল দেহ বিছানো, শুকতারা শুকরান।
 
শহীদি কাফেলা অশ্রু ফেলে মানিক রত্ন হারায়
জ্যোতিময় কাফনের ঘ্রাণ সাঁজে স্বহাস্য মল্লিক,
শোক মিছিলের মধ্যমনি দিক বিজয়ী নাবিক;
জান্নতি সুবাস দিও গোরে দোয়া মাগে জনতায়।
..................................................
 
শেফালি সুনামী
 
রক্তকণিকা ভেঁজায় অমৃততোপে চাতক পাখি
কেউ দেখেনা, রাখেনা; বেখবর শীলা হয়ে গলে,
সবগুলো স্মৃতিপট,বিস্মৃতি খেয়ালী কথা বলে;
শ্রাবণ রজনীকলা পোঁড়ায় দুটি কাজল আঁখি।
 
ছিন্ন মলিন বসোন উদাসী এলো মেলো আঁচল
ঘুমহীন তারা গোনে,কক্ষপথে আলো ছুটে পড়ে,
বেনোজ বাসনা কাটে,দেখে পরীর পলোক ঝরে;
রাতের প্রহর বোনে আতশির ব্যাথার বাদল।
 
কথা দিয়ে চাবিকাড়ে শেফালি পরায় রাখি চন্দী
বিষণ্ণতা পোঁড়ে ধুপ - চতুর পার্শ্বে সুবাস আনে,
আশির দশক কাটে- সুনামী কাল সাগর বানে;
উদাসী প্রেমের বিষে, সে সাঁজের পিয়ালায় বন্দী।
কোটরা চক্ষু ঝাবসা ছানি ভাঁজপড়া পাঁকা চুল,
চিতায় জ্বলে স্মৃতিরা, দীর্ঘ নিঃশ্বাস বিপন্ন কুল।
..................................................
 
অলৌকিক আলোর ছায়া
 
নিঝুম তুষ্টি গভীর রজনী ঘিরে মাখে তিলোক
বিরহী আঁধার ফুল শয্যায় ঝাঁঝাঁ পিজ্ঞির কাঁপে,
অন্ধকারে অলৌকিক নগর হাসে সনেট ধাপে;
শিমুল নাচে, অরণ্য,বিজলী, শিশিরের ঝলোক।
 
হাওয়ার দ্বীপে খেলা, তারা নিহারিকা ছায়া পথ
দৃষ্টিসীমার বাহিরে গ্রহ নক্ষত্র উল্কা হাওয়া,
ঝরনা নদী ধ্রুপদ সাগেরর টান নাশশীলা;
প্রবাহিত প্রাকৃতিক ধুষরিত মিছিলের রথ।
 
ভৌতিক ভাবনা ধৃতি কেড়ে নেয়  প্রগাঢ় ধারিণী
পোঁড়াচোখে পোঁড়ামাটি স্বরণীয় শুকতারা ডাকে
দাঁড়িয়ে দাঁড়িয়ে একা রাত টুকু আলোর ছায়ায়
আঁকা বাঁকা মহাশূণ্য চেয়ে দেখে চোখের তারায়
আলোর ছায়ায় তনু অণুচ্ছেদ শ্যামল নন্দিনী
জীবনের লেনদেন পৃথিবীর মমতায় আঁকে।
..................................................
 
তোমার মহিমা
 
তোমার কথার মুনঝুরি ফুল্লেল সুবাস গাঁথা
জ্যোৎস্না প্লাবিত নীলাভ আসমান তারায় আঁকা,
আজব সাগর মাঝে দুলে ওঠে সফেদ ফেনায়;
আকাশ দিগন্তে পাখিরা ডানা মেলে রঙিন স্বপ্নে।
 
তোমার নির্জন আলোর পথে ঝরে সবুজ ঝর্ণা
মেঘগুচ্ছ ছুয়ে যায় ঘাস, শিশিরের সুরজ্ঞনা,
নিলম্বরী পদ্মকুঁড়ি ফোটে, বাতাসও ঘোরে ফেরে;
কথার সুর ধ্বনি ছুটে যায় নদী হয়ে সাগরে।
 
তোমার স্নেহ মমতা শীতল করে বুকের ছাতি,
জগত মাঝে তুমিতো স্মৃতি, নিঝর বিরলপতি।
তোমার মহান আদরে দুলে ওঠে ফুল বাগিচা
মরুর তপ্ত হাওয়ায় জাগে যত নতুন সাথী,
দিকহারা নাবিক খুঁজে পায় ধ্রবতারা,ঠিকানা;
তোমার নির্যাশ আদর স্নেহ ছাড়া কিছু বুঝিনা।
..................................................
 
 এখন ঐক্যের প্রয়োজন
 
গুদামের পুরানো চাল জনগণ খেতে চাচ্ছেনা,
পুরানো চালে ভাতে বাড়ে, তবুও কথা শুনছেনা।
বিদ্রোহী জনতা বলছে চালে ক্যাড়ি পোঁকা ধরেছে,
মৌসুমী  ইরি বোরো কী আমনের বাম্পার ফলেছে !
 
দুমড়ে মুচড়ে মন যায়- নষ্ট চালের আঘাতে,
জলস্রোতে ঘুরপাক খায় স্বদেশ কাঁদে শপাথে।
পিচ্ছিল রক্তের সিঁড়িতে নীল তুফানে ফোটে ফুল,
সন্ত্রাসী ফন্দির জাল থেকে মুক্তির দোলে নবকুল।
 
পুরানো নষ্ট পঁচা চালে মহামারী রোগ বাড়াবে,
গোল্লায় দেশ বেড়া না দিলে ছাগলে ক্ষেত মাড়াবে।
 
দ্বিধা দন্দ ভুলে হোক সে শত্রুর কবর রচনা,
শিল্প সাহিত্য উন্নয়ন যে,দেশ গড়ার সূচনা।
বহ্নিমান ঝর্ণাকে, বন্দির করো নীল আয়োজন,
দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.